সোনেলার আড্ডাবাজেরা কোথায়? শুরু হলো সোনেলার মেগা প্যাকেজ “সোনেলা আড্ডা।” সপ্তাহের প্রতি বুধবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চলবে সোনেলায় অনলাইন আড্ডাবাজি। একই সাথে ফেসবুক থেকেও যে কেউ আড্ডায় অংশ নিতে পারবেন।
সো ডু-চিন্তা,মোর ফুর্তি!!! বন্ধুদের সাথে আড্ডাবাজিতে… জমজমাট বিনোদনে…একদম ফ্রি টিকেটে আপনাকে জানাই স্বাগতম। আড্ডা না জমলে জরিমানা মাস্ট!!!
আজকের আড্ডার বিষয় “আলাদিনের যাদুর চ্যারাগ।”
আসুন গল্পটা আরেকবার শুনে নেইঃ
সে এক আদ্যিকালের কথা। এক রাজ্যে ছিল এক বুড়ি। বুড়ির খুব দুঃখ। তার স্বামী মারা গেছে বহু আগে, কোনো ছেলেপেলেও নেই। আছে শুধু একটা ছাগল। ভিক্ষা করে কোনো রকমে নিজের আর ছাগলের পেট চলে।
তো একদিন বুড়ি ভিক্ষা করছে। এক বাড়িতে তাকে ভিক্ষা দিল একটা প্রদীপ। বুড়ি ভাবল এটা দিয়ে কি করা যায়? যা থাকে কপালে ভেবে ঘষা দিল প্রদীপে।
তারপর যা হয় আর কি! এক জ্বিন এসে হাজির। বলল, “হুকুম করুন। আপনার তিনটা ইচ্ছা পূরণ করব।”
বুড়ি তার প্রথম ইচ্ছা জানাল, “আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদের মালিক বানিয়ে দাও।”
“যো হুকুম।” বুড়ি রাজপ্রাসাদে এসে গেল।
“আপনার দ্বিতীয় ইচ্ছা কি?”
“আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকন্যা বানিয়ে দাও।”
তাই হল।
“তৃতীয় ইচ্ছা কি?”
“আমার পোষা ছাগলটাকে পৃথিবীর সবচেয়ে যৌন আবেদনময় পুরুষ বানিয়ে দাও।”
বুড়ির এই ইচ্ছাও পূরণ হল।
“আমি এখন মুক্ত।” এই বলে জ্বীন অদৃশ্য হল।
সুদর্শন যুবক (যে কিনা আগে ছাগল ছিল) এগিয়ে এল বুড়ির (যে এখন সুন্দরী রাজকন্যা) দিকে। বুড়ির নিঃশ্বাস ভারী হয়ে এল। বুড়ির কানে কানে সে বলল, “আপনার কি মনে আছে শৈশবে আপনি আমাকে ছাগল থেকে খাসী করে দিয়েছিলেন???” :D) :D) :D)
মনে পড়েছে নিশ্চয়ই?
আজকের আড্ডা হবে সেই আলাদিনের যাদুর কুপি নিয়ে। প্রশ্ন রইলো, “আলাদিনের যাদুর চ্যারাগখানি(কুপি) যদি আপনি পেতেন তাহলে কোন ইচ্ছাগুলো পূরণের কথা বলতেন?”
আলাদিন তিনটি ইচ্ছার কথা বলতে পারতো। তবে আপনারা যতখুশি ইচ্ছা পোষণ করতে পারেন। তবে শর্ত আছে। একটি মন্তব্যে একটির বেশি আড্ডার কথা জানাতে পারবেন না। তাহলে দৈত্য রাগ করে আপনাকে কিক দিতে পারেন। 😀
সুতরাং- ১ মন্তব্য= ১ ইচ্ছা। আর হ্যাঁ যতবেশি কাউন্টার এ্যাটাক করতে পারবেন ততবেশি যাদুর চা পাবেন দৈত্যের কাছ থেকে।
আড্ডার সাথে সাথে দু’চার কাপ ঠান্ডা চা খাওয়ার নিমন্ত্রণ রইলো। :T :T :T :T
তো শুরু হয়ে যাক…
৩২১টি মন্তব্য
লীলাবতী
অন্য সবাই নাই কেন আড্ডায় ? 🙁
নীলকন্ঠ জয়
মনে হয় তারা দৈত্যকে ভয় পেয়েছে। সময় আছে। চলে আসবে। 🙂
তন্দ্রা
হায় রে আমার কমেন্টস কৈ?
নীলকন্ঠ জয়
কি লিখছিলেন? কমেন্টস খেয়েছে কে? চা-কফিতো আছেই?? :p
তন্দ্রা
দৈত্য হাওয়ায় উড়ায়ে দিলে?
নীলকন্ঠ জয়
দিতেও পারে… সাবধান ! বুঝেশুনে সম্মানের সাথে ওনার সাথে কথা বলবেন কিন্তু্,…
নীলকন্ঠ জয়
সু-সংবাদ ঃ
দৈত্য আপনাদের জন্য একটা পার্ক করেছে।। আলাদিন’স পার্ক নামে। চলেন ঘুইরা আসি-
http://www.risingbd.com/detailsnews.php?nssl=a86aa57ade541fdb14f856fabd997a5e
শিশির কনা
ডিং ডিং
নীলকন্ঠ জয়
এতখনি পরে এসে ঘন্টা বাজান কেলা??
শিশির কনা
কেউ কি আছে ?
বনলতা সেন
জ্বী, আছি ,এই অভাজন ।
এত্ত এত্ত পরে এলেন ?
শিশির কনা
আমাকে কিন্তু চা দেয়া হয় নি , আমি কান্না করবো
নীলকন্ঠ জয়
দেরী করেছেন ভালো কথা। হাতে করে কিছু আনেন নি??? ^:^
শিশির কনা
কেউ কি আছে ? 🙂
বনলতা সেন
যে , আছি ।
নীলাঞ্জনা নীলা
আমি এখানে আমড়া খেতে পারিনা । আমরা দেন , খাবো ।
নীলকন্ঠ জয়
দেরী করে ফেলেছেন , কথা না বলে জরমানা গোনেন। দিদি বলে কিন্তু ছাড় নাই।
কিছু ইচ্ছা থাকলে প্রকাশ করুণ।
সুলতানা সোনিয়া
১) অনেক অনেক টাকা আর সম্মান চাই । ২) অসহায় মানুষের পাশে দাড়াতে চাই । ৩) বয়স টা এখানেই থামিয়ে রাখতে চাই ।
নীলকন্ঠ জয়
দৈত্য বলেছে, “দুই বছর অপেক্ষা কর বাছা। টাকা দিমু মাগার সম্মানতো নিজেকেই অর্জন করতে হবে। অসহায় মানুষের পাশে দাড়া আজ থেকেই। টাকা পয়সার অভাব হবেনা। বয়স থেমে গেছে। কাল থেকে শুধু চিটাগুড়ের শরবত খাবি।” :D)
বৈশাখী ঝড়
দৈত্য দাদা, আমি নতুন আমি কোন কিছু চাইতে পারি?
নীলকন্ঠ জয়
কেন নয়? নতুন পুরোনো বলে কিছুই নেই এখানে। বিডি-ব্লগে ছিলেন না আপনি? আমি কিন্তু মনে রেখেছি।
স্বাগতম সোনেলায়। -{@
বৈশাখী ঝড়
ধন্যবাদ অশেষ
জিসান শা ইকরাম
আড্ডার খবর কি ? ব্যস্ততায় আড্ডাও দিতারিনা 🙁
নীলকন্ঠ জয়
আপনি আড্ডায় ফাঁকি দিয়েছেন। দাঁত কিন্তু বাকিগুলোও গায়েব হয়ে যাবে। 😀
ছাইরাছ হেলাল
কেউ কি আছেন ?
শিশির কনা
আছি আছি 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা ।
ওয়ালিনা চৌধুরী অভি
আমি আছি 🙂
নীলকন্ঠ জয়
আমি কি নেই? ^:^
নিশিথের নিশাচর
আমার এত দিন নেট ছিলো না বলে কেউ আমারে ডাকে নাই দুঃখ পাইলাম। 🙁
শিশির কনা
আপনাকে মিস করি কিন্তু আমি। শুধু আমি , অন্য কেউ না :p
নীলকন্ঠ জয়
আর ফাঁকি দেওয়া চলবে না কিন্তু। ;?
নীলকন্ঠ জয়
জ্বরে পড়েছি। তাই সারাদিন আসতে পারিনি। আজও আড্ডায় থাকতে পারবো কিনা গতরাতের মতো জানিনা। তবে আড্ডা কিন্তু চলবেই… \|/
ছাইরাছ হেলাল
জ্বর আর সময় পেল না , এই অসময়কেই সময়জ্ঞান্য করে নিল ?
জিসান শা ইকরাম
আহারে , জ্বর কমে যাক দ্রুত , এই কামনা করি।
ছাইরাছ হেলাল
নিশ্চয়ই দৈত্যের অকাজ ।
নীলকন্ঠ জয়
ঠিক বলেছেন এ ওই দৈত্য ব্যাটার অকাজ। আমি সবার হয়ে ওকালতি করতে গিয়ে ধরা খাইছি। ;(
মেহেদী হাসান মানিক
\|/ আড্ডা :T
জিসান শা ইকরাম
মানিক কখন আসলে ? 🙂
নীলকন্ঠ জয়
আড্ডা বলেই হাওয়া?
শুন্য শুন্যালয়
এইটা ডিজিটাল অয়ারলেস আড্ডা … 🙂
প্রিন্স মাহমুদ
আমি তিনটা জিনিস চাইতাম ।
১. বিভূতিভূষণের উপন্যাস ।
২. অল্পকিছু টাকা যা থাকলে সারাজীবন বেকার থেকে বই পড়ে কাটানো যাবে ।
৩. আমার সেনোরিতাকে ফেরত চাই যার চোখের দিকে তাকিয়ে প্রথমবারের মতো সাহসী সুপুরুষ হয়ে বলবো .. শতরাত্রি বিনিদ্রযাপন পারি অবলীলায় , নির্মল ভোরে তোমার হাসির ও প্রতিক্ষায় ..
কিন্তু একটাও পাবোনা । ;?
নীলকন্ঠ জয়
উহ! অসম্ভব ভালো লাগলো ইচ্ছেগুলো।
কিন্তু শর্তভঙ্গের দায়ে ইচ্ছে পূরণ হচ্ছে না। কারণ,
১মন্তব্য= ১ইচ্ছা।
কিন্তু আমি ভাইটির হয়ে দৈত্যের কাছে ওকালতি করবো। দেখি কি হয়। 🙂
মিথুন
নীলকণ্ঠ কি দৈত্য সাথে নিয়ে গেলো ? আমি দৈত্য দেখতে এসেছি, কোনদিন দেখিনি।।
নীলকন্ঠ জয়
দৈত্য আমাকে পিটিয়ে জ্বরে এনে দিয়েছে। দোষ একটাই এত এত বালক-বালিকার ইচ্ছে পূরণ করাতে আমি কেন এত ওকালতি করছি। 🙁
শুন্য শুন্যালয়
সব গেলো কোথায় ?
ছাইরাছ হেলাল
আছি ।
প্রজন্ম ৭১
শুন্য শুন্যালয় মানে কি ?
নীলকন্ঠ জয়
শুন্য শুন্যালয় মানে কি? আমারো প্রশ্ন। লীলাবতী দি নাকি নাম গবেষক হয়েছে। ওনাকে ডাকা হোক।
প্রজন্ম ৭১
ডাকা হোক লীলাবতীকে । তাকেও জিজ্ঞেস করা হবে লীলাবতী মানে কি ?
নীলকন্ঠ জয়
😀
শুন্য শুন্যালয়
দাঁত বের না করে এবার বলেন নীলকন্ঠের মানে কি?
শুন্য শুন্যালয়
হিমালয় মেঘালয় এর মতো আমার একান্ত নিজের একটা জায়গা আছে, তার নাম শুন্যালয়…আর শুন্য আমার নাম…নাম ঠিকানা সব এক আইডিতে রেখে দিয়েছি :p
প্রজন্ম ৭১
লীলাবতী দিদি তুমি কোথায় ? শুন্য শুন্যালয় নিয়ে ব্লগার্স প্রফাইল চাই :D)
লীলাবতী
এইত আমি এসে গিয়েছি , পোষ্ট হবে সবার নামেই ।
নীলকন্ঠ জয়
শাব্দিক অর্থ যদি বলি তবেঃ হলাহল পানের ফলে কণ্ঠ নীলবর্ণ হয়েছে যার। আর তিনি মহাদেব।
কিন্তু ঠিক এই অর্থে নীলকন্ঠ নাম ধারণ নয়। নীলাম্বু থেক “নীল”কে নিয়ে, কবির সুললিত “কন্ঠ” যিনি জয় করতে চান তিনিই নীলকন্ঠ জয়। 😀
ছাইরাছ হেলাল
জেনে রাখলাম এ বেলা ।
শুন্য শুন্যালয়
বাহ…মোগেম্বো খুশ হুয়া …
খসড়া
আমি চাই লজ্জা পাচ্ছি :p
হি হি আমি চাই হি হি
আমি চাই আমি চাই আমি চাই —– —— ভুলে গেছি ;(
নীলকন্ঠ জয়
তাহলে ভুলে না যাওয়ার তরিকা চাইলেই তো পারতেন ?? কান্নাকাটি ;( করে পরিবেশ নষ্ট করা চলবে না। দাঁত বের করে হাসুন। 😀
শুন্য শুন্যালয়
হি হি খসড়া ভাই…আপনার অবস্থা তো বেশী সুবিধার মনে হচ্ছেনা … 🙂
শুন্য শুন্যালয়
দুইদিন ধরে আড্ডা হলো শুধু চা দিয়ে, বরই কঞ্জুস মেজবান … 🙁 নীলকন্ঠ আপনার কাছে পয়সা না থাকলে জিসান ভাইয়ের কাছ থেকে নেন, সে ফেসবুকে সবাইকে টাকা ধার দিচ্ছে 🙂
নীলকন্ঠ জয়
জিসান ভাইয়া পোষ্ট দিয়েছেন ফেইসবুকে কিন্তু ঐ পোষ্টে টাকা ধার না চাওয়ার জন্য অনুরোধও করে রেখেছেন। দৈত্যকে বলে দেখি চা এর সাথে টা এর ব্যাবস্থা করা যায় কিনা। :v
লীলাবতী
অনেকেই এসেছেন আড্ডায় , এত অংশগ্রহন 🙂
নীলকন্ঠ জয়
হ্যাঁ অনেকেই এসেছেন। কিন্তু বেশ কয়েকজনকে মিস করলাম। 🙁
লীলাবতী
জিসান ভাইয়াকে বলছি , আজ রাত ৯ টার পর সবাই যাতে আড্ডায় আসে , তার ব্যবস্থা করুন , অন্তত যারা রেগুলার সোনেলায় আসেন ।
নীলকন্ঠ জয়
🙂
শিশির কনা
আমাকে কি কেউ খুঁজেছে :p ?
নীলকন্ঠ জয়
দৈত্য খুঁজেছিলো। বললো এই মেয়েটা এখনো কিছু চায় নি কেন?
শিশির কনা
আমি দৈত্যর চেরাগ টাই চাই :p
নীলকন্ঠ জয়
:D) মাইরালা কেউ দৈত্যরে কুপায়া মাইরালা। 😮
শিশির কনা
:D) :p
লীলাবতী
না , শিশির কনা এটি পাবে না । সে নিলে কাউকে কিছু দিবে না ।
শিশির কনা
কেনো ? পোষ্টে কিন্তু বলা নেই , চেরাগ চাওয়া যাবে না @লীলাবতী দিদি ।
নীলকন্ঠ জয়
দৈত্য মামা অলরেডি টেনশনে পড়ে গেছে। ;(
আদিব আদ্নান
চেরাগ নিয়ে টানাটানি চলছে ।
মার দিয়ে কেল্লা ।
দৈত্য , এবার বোঝ কাদের পাল্লায় পরেছ ।
আদিব আদ্নান
আছছালামালাইকুম ডক্টর সাব ।
ইট্টু চা বা নিদেন পক্ষে কফির ব্যবস্থা করলে মন্দ হয় না ।
জিসান শা ইকরাম
শিশির , অন্য কিছু বাদ দিয়ে এটা কেন চাইলেন ভাই ?
নীলকন্ঠ জয়
মনে হয় উনি নিজেই দৈত্য সর্দার (সর্দারনী) হতে চান। ওনাকে প্রদীপে বন্দী করার ইচ্ছে করবো এবার। :D)
শিশির কনা
এটি হলেই আমি সব সময় সব কিছু পাবো । আমাকে দিন ভাই , নইলে কিন্তু কান্না করবো ;(
লীলাবতী
আচ্ছা আজ রাত ১২ টার পরে চ্যারাগ শিশির কনাকে দিয়ে দেয়ার প্রস্তাব করছি 🙂
শিশির কনা
সত্যি ? 🙂 দিদি তুমি এত্ত গুলান ভালো (3
নীলকন্ঠ জয়
আপনি কিন্তু বাচ্চাদের মত কান্নাকাটি করে পরিবেশ নষ্ট করছেন। দৈত্য মামা খেপলে খবর আছে কিন্তু। আজ রাত গেলে দৈত্য মামা মুক্তি পেয়ে যাবে প্রদীপ থেকে। তখন নিয়েন কেমন?
যদিও ততক্ষণে উহা ভ্যালুলেস হয়ে যাবে। আপনি শোকেসে সাজিয়ে রেখেন। :D)
শিশির কনা
এখন আর কান্না নাই , লীলাদিদি ১২ টার পরে দেয়ার প্রস্তাব করেছেন 🙂 :D)
আদিব আদ্নান
এখনই কেঁদে ফেললে তো হবে না ।
চেরাগ হাতে পেয়ে যখন অন্যের ঘাড় মটকাবেন তখন তাড়া কি করবে ?
শিশির কনা
এখন আর কান্না নেই ভাইয়া 🙂
নীলকন্ঠ জয়
খুশি হওয়ারও কিছু নেই আপু। ১২ টার পর চ্যারাগের ভ্যালু শেষ হয়ে যাবে। কারণ দৈত্য মুক্তি পেলে চ্যারাগের কারিশমাও শেষ হয়ে যায়। :D)
লীলাবতী
দিলেন তো রহস্য প্রকাশ করে 🙁 এখন শিশিরকে সামলান আপনি 🙁
শিশির কনা
লীলাদিদিইইইইইইইই , এই ছিল আপনার মনে ? ;( ;(
লীলাবতী
আমি এই মেঘ এই রোদ্দুর আপুকে খুব মিস করেছি ।
নীলকন্ঠ জয়
🙁 কেউ কি ওনাকে একটু ডাকবেন? প্লিজ…।
নীলকন্ঠ জয়
তাপস দা, মূর্তজা ভাইসহ অনেকেই নেই। Missing them too much.. 🙁
খসড়া
বর তো মাত্র তিনটা একটা চাইলেই কমে হবে দুইটা। না না বাবা সুযোগ মিস করবো না। সুযোগ বার বার আসে না।
নীলকন্ঠ জয়
বর তিনটি না। যতখুশি চাইতে পারেন। কোন ধারাবাধা নেই। \|/
খসড়া
কি চাইব ভাবতে ভাবতেই দৈত্য প্রায় মুক্তি পেয়ে যাচ্ছে। এমন অভাগা আমি 🙁 কিছুই চাইতে পারলাম না।
ভাগ্যবানের বউ মরে আর অভাগার গরু ।
নীলকন্ঠ জয়
শেষ ভালো যার সব ভালো তার। আগে গেলে বাঘে খায় পিছে গেলে নাকি সোনা পায়।
তাই দেরী না করে চেয়েই ফেলুন। 🙂
লীলাবতী
তারা হয়ত ব্যাস্ত তাই আসতে পারেননি
।
নীলকন্ঠ জয়
হুম তেমনটাই হবে। 🙁
খসড়া
সারাদিন বড় ব্যাস্ততায় কেটেছে কিন্তু দিনের শেষটা খুব আনন্দদায়ক ছিল। কারনটা কি দৈত্য জানতে চায়?
লীলাবতী
খসড়া ভাইয়া কেমন আছেন ? শিশির কনা কান্না কাটি করছে চ্যারাগ টাই চাইছে সে । এটা কোন কথা হলো ? চ্যারাগ সে নিলে আমরা কি পাবো ?
খসড়া
শিশির কনার কান্না কি থামছে?তাকে বলো ত্যাগেই আনন্দ, ভোগে নয়।
নীলকন্ঠ জয়
দৈত্য মামা না জানতে চাইলে কি আসে যায়? জাতি জানতে চায় সে মধুর ঘটনার কথা। 🙂
খসড়া
দৈত্য আপনের মা আ আ আ আ আ মা আ আ আ । মামা ভাইগ্না আপদ বিপদে পড়লাম না তো ^:^
খসড়া
যদি দৈত্য জানতে চায় তবে বলব সিকরেটা।:) আর যদি না জানতে চায় তবে অসিকরেটটা বলি। 🙂
আজ খুব ভাল বিকেল কেটেছে ———- এক ঝাক অকুতভয় সম্মুখ সমরে যুদ্ধ করা মুক্তিযোদ্ধার সাথে। যারা আজও নিজেদের কৃর্তিতে উজ্জ্বল এবং উজ্জীবিত। কেউ কেউ এত লম্বা ও ঋজু যে দেখলেই মাথা নুইয়ে আসে।
শিশির কনা
খসড়া ভাই আমাদের সাথে শেয়ার করবেন না ?
খসড়া
উহু সিকরেট সিকরেট।
শিশির কনা
যদি এমন চাওয়া সত্যি সত্যি বাস্তবায়ন হতো , তবে আমি চাইবো – একটি স্কুলের ভবন , যেখানে কমপক্ষে একশত ছাত্র পড়ার এবং থাকার সুযোগ পাবে। স্কুলের সব ছাত্র থাকবে পথ শিশু । ভালো একটা ফান্ডের ফিক্সড ডিপোজিট , যা ব্যাংকে থাকবে । যে লাভ পাওয়া যাবে , তা দিয়ে এই স্কুলের সব খরচ চালানো হবে । আর কিছু চাইনা আমি । শুধু এটুকু চাওয়া ।
নীলকন্ঠ জয়
অনেক ভালো চাওয়া। এমন স্বপ্ন যেনো সত্যিই পূরণ হয়।
খসড়া
আমি খুব ভাল আছি লিলাবতী কারন বউ তার বাপের বাড়ি গেছে।
জিসান শা ইকরাম
বৌ বাপের বাড়ী গেলে অনেক স্বাধীনতা , এই স্বাধীনতার মজাই আলাদা খসড়া ভাই। বৌ নাই কাছে , সারারাত আড্ডা দিন , কেউ ধমক দেয়ার নেই । হা হা হা হা হা
জিসান শা ইকরাম
কাজের চাপে আড্ডায় আসতে পারিনি আমি তেমন । এখানে দেখি বিশাল অবস্থা । মিস করলাম মনে হচ্ছে ।
খসড়া
হায় হায় আমি তো লিলাবতী কে বলেই দিলাম সিক্রেট।
জিসান শা ইকরাম
ভাবিকে জানাতে হবে । তাঁকে জানালে আপনি শেষ 🙂
খসড়া
জিসান ভাই আপনি আমি না স্বজাতি। অন্যজাতি কে নিজেদের কথা বলতে নাই।ঘরের কথা পরকে বলার কি দরকার।
খসড়া
জিসান ভাই আপনিও মিস, হে হে হে আমি তো ভাবছিলাম আপনে মিস্টার। 🙂
জিসান শা ইকরাম
হা হা হা হা হা , এই মিস সেই মিস না । আমি মিস্টার মিস্টার ।
খসড়া
ওহ আপনি মিস্টার মিস্টার, আই মিস নন। হি হি।
খসড়া
শিশির কনা কান্দ কেন? পঞ্চপান্ডব যদি দ্রৌপদিকে ভাগি করে নিতে পারে তবে তুমি এক দৈত্যের চেরাগ সবার সাথে ভাগ করতে পার না।
শিশির কনা
আমি একটু হিংসুটে , কোন কিছুর ভাগ দিতে চাইনা কাউকে ভাইয়া :p
খসড়া
ছুড ভইন লক্ষি না। এমুন জিদ করে না।
খসড়া
জিসান ভাই শুধু কি আড্ডা হে হে হে হে স্বাধীনতা স্বাধীনতা।
শিশির কনা
ভাইয়াদের কত স্বাধীনতা 🙁
খসড়া
শুধু মাত্র বউ বাপের বাড়ি গেলেই, কিন্তু যায় না তো 🙁
শিশির কনা
খসড়া ভাইয়া তার বউকে ভয় পায় :p
খসড়া
আর এ ভয় না পাইলে ভালবাসবো কেমনে? :p
জিসান শা ইকরাম
ভাবীর বাড়িতে নেট নাই তো , তাইলে কিন্তু খবর আছে আপনার 🙂
খসড়া
আরে নাহ বাপের বাড়ি গেলে কি নেটে ঢুকার সময় পায় নাকি? স্বামী আর শ্বশুর বাড়ির বদনাম থুক্কু সুনাম করতেই সময় শেষ।
জিসান শা ইকরাম
যাক , আজ আপনি স্বাধীন । যতক্ষন ইচ্ছা আড্ডাইতে পারেন । বউরা কেন যে আড্ডা পছন্দ করেন না ? এটাই বুঝি না ।
নীলকন্ঠ জয়
খুব মিস করলাম শেষ আড্ডা টুকু। এতক্ষণ বাবার আসার অপেক্ষায় ছিলাম। ট্রেন লেট করে ১টা ৫০ এ এসেছে। 🙁
মেহেদী হাসান মানিক
আড্ডা কি শেষ 🙁
নীলকন্ঠ জয়
শেষ। আপনাকে কিন্তু পাইনি সেভাবে। আগামী বুধ- বৃহস্পতি যেনো ঠিকমতো পাই। 🙁
বনলতা সেন
একটু আড্ডা দেয়া যাবে ?
ইট্টু ফ্রি আছি কিছুক্ষণ ।
নীলকন্ঠ জয়
free ছিলাম না, কেউ ছিলো বলে মনে হয় না। আড্ডার সময় কি কম দিয়ে ফেলেছি বনলতা দি? আরেকটু বাড়ানো যায় কিনা কিংবা কিছু পরিবর্তনের দরকার আছে কি?
জানাবেন সময় করে।
বনলতা সেন
আমার মনে হয় সময় আপনাদের ঠিকই আছে ।
আমার কিছু ব্যস্ততা থাকে , তাই সব সময় সময় দিতে পারি না ।
তবুও চেষ্টা থাকবে অংশগ্রহণের ।
শিশির কনা
স্বপ্নের মত মনে হয় । সেই আমাদের ছোট্ট সোনেলায় আজ ৩০০+ মন্তব্য । মাত্র কয়েকজনকে নিয়ে যাত্রা শুরু । কত দ্রুত এটি পাল্টে গেলো । প্রথম থেকে ছিলাম বলে আনন্দটাও একটি বেশী। আপনার মত আন্তরিক কয়েকজন ব্লগার এসেছেন বলেই সোনেলা আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে।
একটি বড় ব্লগে সেভ ব্লগার আমি। একটি মাত্র পোস্ট দিয়েছি ওখানে। তাতে সাড়া বেশ ভালই। জিসান ভাই কতবার যে বলেছেন , সোনেলা থেকে চলে যেতে , বড় ব্লগটিতে পোস্ট দিতে। শুনিনি তাঁর কথা। একান্ত ভালোবাসার সোনেলাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করেনি আমার। মনের মাঝে বিশ্বাস ছিল , একদিন সোনেলা দাঁড়াবেই । এই পোস্ট দেখে সত্যি আমি আবেগাক্রান্ত ।
আমরা এখানে সংখ্যায় কম হতে পারি। কিন্তু আন্তরিকতায় অন্য যে কোন ব্লগ থেকে বড় আমরা। নীলকন্ঠ জয় ভাইয়ের মত ব্লগার আমাদের আছেন । আমাদের অগ্রযাত্রা রুখবে কে ? -{@
ছাইরাছ হেলাল
বাহ বাহ , শেষ কবে এতখানি লিখেছেন মনে করে বলুন তো ।
দেখুন অগ্রযাত্রা নিয়ে ভাবি না , হয়ত হবে বা হবে না কিন্তু আমাদের আন্তরিকতা নিয়ে আমরা (আপনি সহ)
শুরুতেও যেমন ছিলাম এখনও তেমন ই আছি , থাকব ও এমন ই ।
কঠিন সময়ের কথাও আপনার নিশ্চয়ই মনে আছে যা আমরা পেছনে ফেলে এসেছি ।
আপনার আবেগময়তা আমাদের ও স্পর্শ করে ।
নীলের কথা বেশি বলতে চাই না ।
নীলকন্ঠ জয়
ব্যক্তিগত পরিচয়ের বাইরে অনলাইন জগতে অল্প কিছু বড় মুখের সাথে আমার পরিচয় হয়েছে। আমি বয়সে হয়তো অনেকের চেয়েই নবীন। কিন্তু সবার ভালোবাসা যেটুকু পেয়েছি অনলাইন জগতে তার কাছে আমার ক্ষুদ্রতা মূল্যহীন।
সবার আন্তরিকতার ফসল সোনেলার এগিয়ে যাওয়া। সোনেলায় ব্লগার কম তাতে কি সোনেলা পিছিয়ে আছে? লক্ষাধিক ব্লগার সোনেলায় নেই। কিন্তু যে কয়েকটি মুখ আছে তাদের আন্তরিকতা সংখ্যা দিয়ে বিচার করা যাবে না। কেউ কম নয় এখানে।
আমি চেয়েছি সবাই যেন একটা আন্তরিক বন্ধনে আবদ্ধ হোক। আগেও বলেছি এখনও বলছি আমি উপলক্ষ্য মাত্র, কৃতিত্ব সোনেলার সকল ব্লগারের। আমি বিশ্বাস রাখি আমাদের পোষ্টে ১০০০+ মন্তব্য আসবে একদিন। হয়তো খুব বেশি দূরে নয় সেদিন। শুধু ধরে রাখতে হবে এই আন্তরিকতাটুকু।
প্রথম আড্ডায় এতখানি সাড়া আসবে কল্পনাও করি নি।
খারাপ লেগেছে অনেক প্রিয় মুখকে আড্ডায় না দেখে। হয়তো ব্যস্ততার জন্য। আশা করি সামনের আড্ডায় উপস্থিতি আরো বাড়বে।
আরো চমক আছে। শুধু সবার এমন সহযোগিতাপূর্ণ মনোভাব থাকা চাই।
বলতে দ্বিধাবোধ করবো না, আমার নিজের জগতের বাইরে যেটুকু প্রিয় সময় কাটাই তার বেশিরভাগটাই
কাটে সোনেলায়।
সোনেলার সবচেয়ে বড় সম্পদ যেকোন পজিটিভ বিষয়ে এই ব্লগের ব্লগ সঞ্চালকের অফুরন্ত সমর্থন। আমার এখনও খারাপ লাগে বিডি-ব্লগে যে পরিবারটা গড়েছিলাম সেই পরিবারটিকে হারিয়ে। সবার সাথে যোগাযোগ আছে, কিন্তু ব্লগ নেই তাই ব্লগের সেই পরিবারের অনেক বড় একটা অংশ হারিয়ে গেছে।
একবছর ধরে কোথাও লিখিনি । শুধু ব্লগে ব্লগে ঘুরেছি। হঠাত নূরুন্নাহার শিরিন আপার একটা শেয়ার দেখে সোনেলায় ঘুরতে এলাম। কয়েকদিন ঘুরেই বুঝেছি,এটাই আমার ঠিকানা।
কোন রমণীকে নয়, ভালোবাসি প্রিয় সোনেলা তোমাকে।
বনলতা সেন
‘কোন রমণীকে নয়, ভালোবাসি প্রিয় সোনেলা তোমাকে’
এই প্রতিজ্ঞা যেন টিকে থাকে তা দেখার অপেক্ষায় থাকব ।
কোন লেখক-ফেকক না হয়েও আছি এখানেই ।
নীলকন্ঠ জয়
😀 লেখক-ফেকক। ফেককটা কি শুনি দিদি? :D)
বনলতা সেন
আপনি কিন্তু ভীষণ ভাল লেখক ।
প্রথমত , যে বা যারা লেখেন তাদের আমি জেন্ডারের আওতায় রাখি না ।
তাই লেখিকা-ফেকিকা বলিনি ।
‘ফেকক’ হল , যারা লেখক না বা লেখার যোগ্যতা বহন করে না ।
ভুল-ভাল ই যাদের পছন্দ । কম জানা-শোনার ফল ও বলতে পারেন ।
আমি আবার ফেককদের ই পছন্দ করি । অবশ্যই উপায়হীন হয়েই ।
আড্ডা কবে যেন ?
নীলকন্ঠ জয়
আড্ডা বুধবার-বৃহস্পতিবার (মাসে ২টা, মাঝে এক সপ্তাহ বাদ দিয়ে দিয়ে)।।
আমি তাহলে ফেককদের দলেই জায়গা করে নিলাম।। 😀
বনলতা সেন
এ দেখছি বিরাট বিশাল উপাখ্যান ।
সাথে ছিলাম আছি থাকব ও ।