
কোন কারণে একদিন সোনেলায় না ঢুকতে পারলেই মনটা যেন কেমন কেমন করে। তাই প্রতিদিনই চেষ্টা থাকে এখানে হাজির হতে। তবে বেশিরভাগ দিনেই ঢুকে পড়ি কয়েকবার। মাঝেমধ্যে তো ঘন্টায় ঘন্টায় এসে হাজির হই। কেমন যেন একটা নেশায় পেয়ে বসেছে এখন। ঠিক যেন প্রথম প্রেমিকার সাথে প্রেমের মত। বারবার দেখতে ইচ্ছে করে। শত দেখলেও দেখার সাধ মেটেনা। হয়তো অনেকের কাছে এটি বিরক্তিকর মনে হতে পারে। কিন্তু প্রেম তো আর জাত-কুল-মান বা সময় -অসময় বোঝে না। তবে এখানকার আমার অবস্থান অনেকের কাছে বেমানান হতেও পারে। বিশেষ করে আমার কমেন্টের প্রক্রিয়া অপছন্দ হতেও পারে। তাই বিভ্রান্তি দূর করার জন্য প্রক্রিয়াটি সম্পর্কে সবাইকে একটু জানিয়ে রাখলাম। পারতপক্ষে আমি কোন পোস্টেই কমেন্ট বাদ দেই না। কেউ কেউ আমার পোস্ট পড়ে না বা কমেন্ট করে না। আমি তাদের পোস্টও পড়ি ও কমেন্ট করি (ভুলবশতঃ কোনটা হয়তো বাদ পড়তে পারে)।
সকালে ঘুম থেকে উঠেই একবার ঢু মেরে আসি। তারপর সারাদিনে হয়তো বেশ কয়েকবার ঢুকি আর বেরোই। একেকবার আসি আর দেখি কে কি পোস্ট করল। লেখাগুলো সারাদিন পড়ি। তারপর সময় সুযোগ বুঝে একবারে বসে বিভিন্ন লেখায় কমেন্টগুলো করি। এতে অনেকে ভাবতে পারেন এত অল্প সময়ে এত লেখা পড়ে কমেন্ট করা সম্ভব কি না। আশা করি বিষয়টি এবার সবার কাছে পরিস্কার। কমেন্টের পাশাপাশি নিজের পোস্ট তৈরী করি এবং পোস্ট দেই।যারা আমাকে চেনেন, তারা জানেন যে আমি ছড়া, কবিতা, গল্প, চিঠি, প্রবন্ধ, সমসাময়িক বিষয় বা ব্যক্তিগত অনুভূতি লিখে থাকি। মানোত্তীর্ণ হোক বা না হোক সেগুলোই পোস্ট করার চেষ্টা করি এবং সেগুলোতে সবার মতামত, প্রেরণা প্রার্থনা করি। পাশাপাশি আমার ভুল শুধরে দিলে কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করি।
আমি খুব ব্যস্ত একজন মানুষ হওয়া সত্বেও চেষ্টা থাকে সবাইকে শ্রদ্ধা, ভালবাসা আর স্নেহের বন্ধনে আবদ্ধ রাখতে। তবুও মানুষ হিসাবে কোন ভুলভ্রান্তি থেকে যেতে পারে। সেক্ষেত্রে অনুরোধ থাকবে ভুলগুলো শুধরে দেবার। সোনেলার সবাই সবসময় ভাল থাকুক সেই প্রত্যাশা রইল। সবাই দোয়া করবেন যেন সবসময় আমি ভাল মানুষ হিসাবেই ভাল থাকতে পারি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।
৩০টি মন্তব্য
ফয়জুল মহী
অনন্য ,লেখা পড়ে বিমোহিত হলাম। ♥️♥️
হালিম নজরুল
ধন্যবাদ ভাই। ভাল থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার সোনেলার প্রতি প্রেমে আমি মুগ্ধ হয়ে যাই। আপনার প্রতিটি লেখাই আমি মনে হয় পড়েছি এবং বলতে দ্বিধা নেই সবগুলোই মানসম্মত ও নির্ভূল লেখা। আর আমি এটাও জেনেছি আপনি সব লেখাই পড়েন তার বড় প্রমাণ আমার প্রতিটি লেখাতে মন্তব্য। হয়তো একসাথে কয়েকটা লেখায় মন্তব্য করেন কিন্তু করেন তো। সব লেখকই চায় তার লেখার খারাপ ভালো মূল্যায়ন হোক। যেহেতু লেখার প্লাটফর্ম টা খোলা সবার জন্য তাই কামনা থাকে লেখার মূল্যায়ন করুক সবাই বা পড়ুক সময় নিয়ে। লেখাটা গোপন রাখার ইচ্ছা থাকলে তো এখানে লেখার দরকার নেই। সবাই পড়বে, পরামর্শ দিবে কিভাবে সামনে আগানো যায় তাহলেই না লেখাটা সার্থক। লেখক ও বুঝতে পারবে পাঠক কি চায় বা নিজেকে কিভাবে পাঠকের প্রিয় করা যায়। এজন্যই তো এ প্লাটফর্ম টা রাখা যাতে কারো লেখক সত্বা ভুল পথে না হারায়। আমি ও আপনার মতো সোনেলাতে না আসলে ভালোই লাগে না। কতবার যে ঢুকি তার ইয়ত্তা নেই। অনেক কিছু লিখে ফেলেছি ভুল হলে ক্ষমা করবেন । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
হালিম নজরুল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
আপনার এমন গোছালো-অগোছালো প্রেম থেকে একটু ধার কিন্তু আশা করতেই পারি,
কবিরা প্রবল-প্রেমিক জেনেই এই আকুল আবদার/আবেদন, যদিও কবিরা ইটু ইয়ে প্রকৃতির হয় বলে সবাই বলে!
এই অটুট প্রেম বিরামহীন ম্যারাথনের মত চলতেই থাকুক, চলতেই থাকুক, তাও চাই।
‘প্রেম দিবি কি না বল’ হলেও আপত্তি করছি-না।
হালিম নজরুল
আমাকে মারলেও হয়তো বলব—–
“ভেঙেছ কলসীর কণা, তাই বলে কি প্রেম দেব না”
সুপায়ন বড়ুয়া
সোনেলার প্রেমে মত্ত আমার
প্রিয় কবি ভাই
তাই তো মোরা সকল লেখায়
তাহার দেখা পাই।
শুভ কামনা।
হালিম নজরুল
আশির্বাদ চাই দাদা।
মাহমুদুল হাসান
অনুভব করছি, আপনার আনেকগুলো লাইন আমার হতে পারতো। কিন্তু আমি তো আপনার মত ভাল বলতে পারিনা। সাধ্যমতো চেষ্টাও করেছি বটে। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভকামনা রইল।
হালিম নজরুল
চেষ্টা করলে হয়তো আমার চেয়ে আপনিই ভাল পারবেন।
কামাল উদ্দিন
ঝিকঝিক ঝিক ঝিক প্রেমের গাড়ি চলছে, চলতে থাকুক প্রেমের গাড়ি…….
হালিম নজরুল
ভালবাসা ও শুভকামনা ভাই।
বন্যা লিপি
আপনার প্রেমাবেগ পড়ে সত্যিই আপ্লুত হলাম।পাশাপাশি কিঞ্চিৎ লজ্জিতও হলাম। আপনার মন্তব্য পাই নিয়মিত আমার অনিয়মিত পোস্টে সবসময়। এ থেকেই প্রমানিত আপনি নিবেদিত প্রেমিক সোনেলা প্রেমিকার।
আপনার সব লেখা হয়তো আমার পড়া হয়নি/ হয়না😭😭 সে আমার ব্যার্থতা বা লজ্জা।
আপনার কবিতা যতটা পড়েছি, বুঝেছি হাতযশ লেখক আপনি।নির্ভূল এবং পরিচ্ছন্ন প্রতিটি লাইন। তবে এ কথাও সত্য, ইদানীং অনেকেই ভীষণ এ্যাক্টিভ এক আমি ব্যতীত। সেজন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।
চেষ্টা থাকে সময় পেলেই সোনেলায় ঘুরতে। পড়তে/ মন্তব্য করতে।
আশা করি ক্ষমা পাবো।
শুভ কামনা।
হালিম নজরুল
আহা! কি যে বলেন আপা! সবার তো সমান সুযোগ ও সময় থাকে না। আপনার আন্তরিকতায় আমরা মুগ্ধ।
পার্থ সারথি পোদ্দার
আপনার এই শুদ্ধতা আমাকেও অনুপ্রাণিত করল।কোন রাখঢাক না রেখে খোলাখুলি ভিতরের কথাটি বললেন।
অনেক ভাল লাগল,ভাই।শুভ কামনা আপনার প্রতি।
হালিম নজরুল
ভাল থাকুন সবসময়। ধন্যবাদ ও শুভকামনা রইল দাদা।
ইসিয়াক
আমি আপনার লেখা পড়ি ভাইয়া। কিন্তু কমেন্ট করা হয়ে ওঠে না । তখনই কমেন্ট করি যখন পিসিতে বসি। মোবাইলে লগ ইন করতে ঝামেলা মনে হয় বলে লগ ইন করা হয় না।
ভালো থাকুন ভাইয়া। শুভকামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ও শুভকামনা ভাই।
নাজমুল হুদা
আপনাকে আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। একথায় বলতে চাই, এভাবে ভালোবেসে বেঁচে থাকুন শতযুগ 😍
হালিম নজরুল
ভালোবাসি
ভালোবাসব
তৌহিদ
সোনেলার প্রতি আপনার ভালোবাসা দেখে মুগ্ধ হলাম ভাই। সবসময় এভাবেই পাশে পেতে চাই আপনাকে।
ভালো থাকুন।
হালিম নজরুল
ছিলাম
আছি
থাকব ইনশাআল্লাহ
তৌহিদ
আপনাকে পেয়ে সোনেলা গর্বিত।
জিসান শা ইকরাম
আপনার সোনেলা নামক প্রেমিকার কথা জেনে অভিভূত হলাম ভাই। এমন প্রেমিক আমরাও হতে চাই।
আগে পড়ে ফেলা এবং সমস্ত লেখায় একসাথে মন্তব্য আমিও করি। এটা অনেক ভালো একটি পদ্ধতি ব্লগিং এ। আমার জানামতে এভাবে আরো কয়েকজনে মন্তব্য করেন। এই লেখার মাধ্যমে জানলাম আপনিও এমন ভাবে মন্তব্য দেব।
অনলাইন পত্রিকা এবং ব্লগে লেখার ক্ষেত্রে একটা বড় পার্থক্য হচ্ছে এই মন্তব্য। অনলাইন পত্রিকায় লেখা প্রকাশের পরে লেখকের আর কোনো দায়িত্ব থাকেনা। তাকে নিজের লেখার মন্তব্য দিতে হয় না। অন্য লেখায়ও মন্তব্য করতে হয় না। ব্লগে নিজের লেখা লেখক নিয়েই প্রকাশ করেন। অন্য লেখকদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ ব্লগীয় সম্পর্ক স্থাপিত হয়। একজন সফল ব্লগারের দায়িত্বও হচ্ছে, অন্যদের লেখায় মন্তব্য করে লেখককে উৎসাহিত করা। আপনি অত্যন্ত সফল ভাবেই সে দায়িত্ব পালন করছেন ভাই।
শুভ কামনা আপনার জন্য।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা ভাই।
ইঞ্জা
সোনেলার প্রেমে যে পড়েছে, সে আপনার মতো বারবার ফিরে আসবেই ভাই, আপনার ভালোবাসা শুধু সোনেলার নামটি নয়, সেই ভালোবাসা সোনেলার সাথে জড়িত সকল মানুষের ব্জন্য, সত্যি আনন্দিত হলাম এমন এক অকপট স্বীকারোক্তির পেয়ে।
ধন্যবাদ এবং ভালোবাসা জানবেন সোনেলার সবার পক্ষ থেকে।
হালিম নজরুল
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল ভাই।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই।
আরজু মুক্তা
আমিও হতে চাই। নতুন জায়গায় এসে এডজাস্ট হতে না হতে করোনা।
শুভ ব্লগিং।
উর্বশী
ভাল লাগা থেকেই তো ভালোবাসা হয় বা প্রেমে পড়ে তাইতো হালিম ভাই? আমার ভাল লাগা শুরু হয়েছে প্রেমে শতভাগ পড়েনি এখনো। মানে মাত্র কয়েকদিন তাও আবার চোখের সমস্যার কারণে অফ ছিলাম।তবে আপনার মত শতভাগ না পড়লেও কাছাকাছি যাব আশা করি।
আপনার সোনেলার প্রতি প্রেম দারুন ভাল লাগা।পথের দিশারী হয়ে থাকবেন।