
মহারাজ মোদের মহারাজ,
লেখা ছাড়া নেইকো কোনো রাজ।
কবিতায় একান্ত অনুভূতির মোড়কে,
শব্দের কারুকার্য বিলান সবাইকে।
শত শত লেখায় মর্মার্থ কিছুই বুঝিনা,
তবুও করি প্রতিনিয়ত নিষ্ফল সাধনা।
মন্তব্যে অনুপ্রাণিত করেন সদাই,
সোনেলার অন্তঃপ্রাণ মোদের হেলাল ভাই।
নদীর মতো বয়ে চলা তার কলম,
জীবন্ত কিংবদন্তি বললেও হবে যে কম।
শত পেরিয়ে আজ তিনি সহস্রের দ্বারপ্রান্তে,
মহারাজ এভাবেই আছেন অনুভূতির একান্তে।
জ্ঞানের পরিধি ছুঁয়ে যায় স্বচ্ছ-নীলাকাশে,
কবিতার জয়-জয়কার তারই লেখনীর পরশে।
দীর্ঘায়ু, সুস্থতা কামনা রইলো প্রার্থনায়,
তিনি আছেন, থাকবেন সবার ভালোবাসায়।
ছবি- নিজস্ব
২৪টি মন্তব্য
পপি তালুকদার
অসাধারণ কবিতা। দারুণ ছন্দের কারুকাজ,
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
ছাইরাছ হেলাল
মা-কালীর, মনসা, সরস্বতী বা নিদেন পক্ষে কার্তিকের দিব্যি দিয়ে বলুন তো,
পাম-পুম দিচ্ছেন না তো!! তবে উপাধি বাদ দিয়ে ছোটখাট যজ্ঞের আয়োজন করলে মন্দ হতো না।
ধুমধাম না হয় কম-ই করলেন।
কৃতজ্ঞতা জানাচ্ছি অশেষ।
সুপর্ণা ফাল্গুনী
এখানে পাম-পুমের কি দেখলেন?? আল্লাহর দিব্যি দিয়ে বলেন তো আমি কি বাড়িয়ে/বানিয়ে কিছু লিখেছি? আপনি যা, যতটুকু পেয়েছি আপনার থেকে তাই তুলে ধরেছি। বাড়িয়ে লিখলে কি আপনার লেখার ভাগ পাবো নাকি আমাকে লিখে দিবেন 🤪🤪🤪? ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
আরজু মুক্তা
কবি ও কবিতা যাকে নিয়ে, দুজনেই ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
মনির হোসেন মমি
কবিরাজ
মহারাজ
শুভেচ্ছা শুভ কামনা।
আসলে আপু ভাইজানের কবিতা এক অনন্য উ্চ্চ মাত্রার।মন্তব্য না দেখে আমি কমেন্টসে সাহস পাইনা।
জয়তু মহরাজ।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক বলেছেন ভাইয়া। ওনার লেখা কয়েকবার পড়তে হয়, না পারলে মন্তব্যগুলো দেখতে হয় তারপর সাহস হয় মন্তব্য করার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
জাকিয়া জেসমিন যূথী
ওয়াও কি দারুন। খুব ভালো লাগলো কবিতাখান।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালো থেকো সুস্থ থেকো শুভ কামনা নিরন্তর
জিসান শা ইকরাম
বাহ, ছন্দে ছন্দে মহারাজ কীর্তন 🙂
ছান্দের মাধ্যমে সঠিক ভাবেই মহারাজকে উপস্থাপন করা হয়েছে।
খুবই ভালো হয়েছে।
মহারাজ এর দীর্ঘায়ু, সুস্থতা কামনা করছি।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা ভাই। আপনার মন্তব্যে দারুন অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
হালিমা আক্তার
আমি তো কবি মহারাজের কবিতায় মন্তব্য করার সাহস পাই না। কবি ও কবিতার মহারাজ দুজনকে অসংখ্য অভিনন্দন।
সুপর্ণা ফাল্গুনী
আমিও পাইনা আপু তবুও বিফল চেষ্টা করে যাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরত
সাবিনা ইয়াসমিন
ছন্দে ছন্দে মহারাজ এর প্রতি যথাযথ নিবেদন।
খুব সুন্দর লিখেছেন। ভালো থাকুন তিনি।
আপনিও ভালো থাকুন, শুভ কামনা দুজনকেই 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
অসাধারণ। আসলে এমন গুনেই তিনি গুনী।
শুভ কামনা দুজনের জন্যই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর
তৌহিদুল ইসলাম
ব্লগ অন্তপ্রাণ ব্লগার হেলাল ভাই আমাদের জন্য অনুসরণীয় একজন লেখক। তিনি ব্লগে আমাদের সবাইকে যেভাবে গাইড করেন তা শুধু একজন সহব্লগার হিসেবে নয় একজন মানুষ হিসেবেও অনন্য দৃষ্টান্ত রেখেছেন।
তাকে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
চমৎকার করে অনুভূতি প্রকাশের জন্য আপনাকেও ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই উনি পারফেক্ট ব্লগার। ওনার মতো হওয়া সম্ভব নয়। আপনার জন্য ও শুভকামনা রইলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে
রেজওয়ানা কবির
দুঃখিত দেরীতে মন্তব্যের জন্য । তবে অনেক অনেক শুভেচ্ছা মহারাজ ভাইয়াকে, আর আপনাকে ধন্যবাদ দিভাই এত সুন্দর করে শুভেচ্ছা দেয়ার জন্য।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেরীতে হলেও মন্তব্য দেয়ার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
উর্বশী
দারুন ছান্দিকতার উপস্থাপন। আর গুনকীর্তন নামা করেছেন শতভাগই মাননীয় উপদেষ্টা তার প্রযোজ্য।আপু আমি কম জানি এবং বুঝি মহারাজ নামকরণ এই শতভাগ গুনাবলীর জন্য কি? খুব সুন্দর এবং আন্তরিক শুভেচ্ছা নামা মহারাজ সাহেবের জন্য।সবার লেখার মাঝে ভাল থাকার চেষ্টা করছি আপু তবে খুব ধীরে চলা আমার,পরিস্থিতি বাধ্য করেছে।ভাল থাকুন অফুরান শুভেচ্ছা সহ ভালোবাসা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
দুঃখিত দেরী করে উত্তর দেবার জন্য। ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। ঠিক ধরেছেন তার শতভাগ গুণাবলীর জন্যিই এমন উপাধি , আমিও সেটাই জানি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঈশ্বর আপনার সহায় হোন, শক্তি দিন এই যুদ্ধমঞ্চে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম