
সোনেলা ব্লগে যারা লিখছেন তাঁদের সংখ্যার কয়েকগুন বেশী পাঠক আছেন সারা বিশ্বে। যে সমস্ত পাঠক প্রতি মূহুর্তে সোনেলা ব্লগের বিভিন্ন লেখা পড়েন। পাঠকদের অধিকাংশই বিভিন্ন বিষয় গুগলে সার্চ করেন, সার্চের ফলাফল মিলে গেলেই সোনেলাতে আসেন।
সোনেলা ব্লগ কে মোবাইল ফ্রেন্ডলি হিসেবে প্রস্তুত করা হয়েছে। ২০১২ সনে যখন এই সোনেলা ব্লগ সাইট তৈরী করা হয়েছিলো তখন এন্ড্রয়েড মোবাইলের এত প্রচলন ছিলো না। তারপরেও ব্লগ টিম এর দূরদর্শিতার কারণে সোনেলার ডেভলপার ( নাজমুল আহসান) এই ব্লগটিকে মোবাইল ফ্রেন্ডলি করেছেন অত্যন্ত সুচারুরূপে। ব্লগ টিম এর ধারনা ছিলো একটি সময়ে সবার হাতেই এন্ড্রয়েড মোবাইল এসে যাবে। আমরা গর্বের সাথে বলতে পারি যে সোনেলা ব্লগের মত এত মোবাইল ফ্রেন্ডলি সাইট বাংলা সাইট সমূহের মধ্যে আর নেই। সোনেলার পাঠকদের মধ্যে প্রায় ৯২% পাঠক মোবাইল ব্যবহার করে ব্লগ পড়েন এবং ব্লগারগন লেখেন।
পাঠকদের কৌতূহল থাকতে পারে; কোন কোন মোবাইল সেট দিয়ে পাঠকগন সোনেলার লেখা পড়েন। এই পোষ্টে তা ছবি সহ দেখানো হয়েছে।
এখানে গত ১৩ আগষ্ট হতে ১৯ আগস্ট পর্যন্ত হিসেবে দেখানো হয়েছে। সাথে সাথে গত ৬ আগষ্ট হতে ১২ আগস্টের তুলনাও করা হয়েছে। এটি সম্পুর্নই গুগল এনালাইটিকস এর রিপোর্ট।
দেখা যাচ্ছে যে এই সপ্তাহে ৩৮৭৭ জন পাঠক মোবাইলে সোনেলা পড়েছেন। যা পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ৭৩৪ জন বেশী।
* সোনেলার সবচেয়ে বেশী পাঠক আইফোন ( Apple iPhone ) ব্যবহার করেন। সোনেলার পাঠকরা কি সবাই ধনী নাকি! আই ফোন ব্যবহার করেছেন ১৯৪ জন, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ৫২ জন ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে।
* Xiaomi Redmi Note 8 ব্যবহার করেছেন ৫৯ জন,গত সপ্তাহের চেয়ে ৮ জন বেশী।
* Xiaomi Redmi Note 9 ব্যবহার করেছেন ৫৫ জন, গত সপ্তাহের চেয়ে ৫ জন কম।
* Vivo Y11 ব্যবহার করেছেন ৪৯ জন, গত সপ্তাহের চেয়ে ১০ জন বেশী।
* Samsung Galaxy M31 ব্যবহার করেছেন ৩৭ জন, গত সপ্তাহের চেয়ে ১১ জন বেশী।
* Xiaomi Redmi Note 7 ব্যবহার করেছেন ৩৩ জন, গত সপ্তাহের চেয়ে ১২ জন বেশী।
* Realme RMX2030 ব্যবহার করেছেন ৩১ জন। গত সপ্তাহের চেয়ে ৪ জন কম।
* Samsung Galaxy M21 ব্যবহার করেছেন ৩১ জন, গত সপ্তাহের চেয়ে ৫ জন কম।
* Xiaomi Redmi Note 8 pro ব্যবহার করেছেন ৩১ জন, গত সপ্তাহের ১৫ জন বেশী।
* Vivo Y20 ব্যবহার করেছেন২৯ জন, গত সপ্তাহের চেয়ে ১৩ জন বেশী।
* Vivo 1820 y91c ব্যবহার করেছেন ২৯ জন, গত সপ্তাহের তুলনায় ৬ জন বেশী।
* Xiaomi Redmi Note 7 pro ব্যবহার করেছেন ২৮ জন, গত সপ্তাহের তুলনায় ২ জন বেশী।
*Xiaomi M2004j19c Redmi 9 ব্যবহার করেছেন ২৮ জন, গত সপ্তাহের তুলনায় ৬ জন বেশী।
* Samsung Galaxy A2০ ব্যবহার করেছেন ২৭ জন, গত সপ্তাহের চেয়ে ৬ জন বেশী।
* OPPO A12 ব্যবহার করেছেন ২৭ জন, গত সপ্তাহের চেয়ে ১৫ জন বেশী।
* Xiaomi Redmi Note 9 pro ব্যবহার করেছেন ২৬ জন, গত সপ্তাহের তুলনায় ৪ জন বেশী।
* Samsung Galaxy A5০ ব্যবহার করেছেন ২৫ জন, গত সপ্তাহের চেয়ে ১২ জন বেশী।
* Samsung Galaxy A10s ব্যবহার করেছেন ২৫ জন, গত সপ্তাহের চেয়ে ৩ জন বেশী।
* Xiaomi Redmi Note 5 ব্যবহার করেছেন ২৪ জন, গত সপ্তাহের তুলনায় ৪ জন বেশী।
* Samsung Galaxy A10 ব্যবহার করেছেন ২৩ জন, গত সপ্তাহের চেয়ে ২ জন কম।
*Vivo V 2027 Y20 ব্যবহার করেছেন ২৩ জন, গত সপ্তাহের তুলনায় ৮ জন বেশী।
* Xiaomi Redmi 8 ব্যবহার করেছেন ২২ জন, গত সপ্তাহের তুলনায় ১ জন কম।
* Samsung Galaxy j7 prime ব্যবহার করেছেন ২১ জন, গত সপ্তাহের চেয়ে ৪ জন বেশী।
* Vivo y12 ব্যবহার করেছেন ২১ জন, গত সপ্তাহের চেয়ে ১৩ জন বেশী।
Google Analytics Report এ পর্যন্ত তথ্য দিয়েছে। এর বাইরে ২ নং ক্রমিকে ১৩৭ জন ব্যবহার করেছেন যা গত সপ্তাহের চেয়ে ১৮ জন বেশী। এই সমস্ত সেটে ব্রান্ডের নয় অথবা এর IMEI নাম্বার নেই একারনে হয়ত তালিকায় আসেনি।
আমি সাবিনা ইয়াসমিন, বর্তমানে vivo-Y11 ব্যবহার করছি। আপনি কোন মোবাইল সেট ব্যবহার করেন?
সোনেলার সাথে থাকুন,
শুভ ব্লগিং।
৫১টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
ফাস্টু হইতেই হইবে।।।
সাবিনা ইয়াসমিন
ফাস্টু হয়েই গেছেন!
শুভেচ্ছা অভিনন্দন 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
আমি বরাবরই ইসমাট মানুষ, সবাই বলে।
তবে কেউ অর্ধেক আপেল কিনে দিলে বলতাম, কোন ফোন ব্যবহার করি। যে ফোন র এর ফোটা নেয় না তার দুখের কথা কারে কই! বিদেশী পাঠক বোধহয় বেশি।
আপনার এই লেখা পড়ে মনে হচ্ছে অনেক সাবধানে থাকতে হবে। কোনদিন আর কি হাঁড়ির খবর ফাঁস করবেন কে জানে। এইসব করেন কখন?
ভালো থাকুন। শুভ সকাল।
ত্রিস্তান
পালানোর উপায় নাই কি….
সাবিনা ইয়াসমিন
আপনি সুবোধ হলে বলতাম “ সুবোধ তুই পালিয়ে যা ” কিন্তু আপনি তো ত্রিস্তান!
বন্যা লিপি
বাপরে!!!! আমি তো নাই ধনী পাঠকের তুলনায়😓😓আমার কি জায়গা হবে এ আসরে?😞😞😞
সাবিনা ইয়াসমিন
আছে, আছে, আপনার জায়গা বেশ শক্তপোক্ত দেখা যাচ্ছে 🙂
বন্যা লিপি
আমার চোখে ছানী পড়ছে ম্যাডাম, আপনি দেখিয়ে দিলে দেখি
বন্যা লিপি
আমি আছি Realme c21 এ😊
রিতু জাহান
আমার আইফোন সেভেন প্লাস ছিলো, আর রেডমি নোট সেভেন ছিলো। ওটার ই এমআই নাম্বার কি এখানে পাব? চুরি হইছে 😭😭
সাবিনা ইয়াসমিন
মোবাইল সেট চুরি হবার কথা শুনে খারাপ লাগছে। সেটের সাথে অনেক ছবি, লেখা চলে যায়।
IMEI নাম্বার এই তথ্যে নেই। এখানে পাওয়া যাবে না, স্যরি।
আপনি আপনার বাসায় খোঁজ নিয়ে দেখুন হারানো সেটের বক্স গুলো আছে কিনা। প্রতিটি মোবাইল সেটের বক্সে IMEI নাম্বার থাকে।
রিতু জাহান
রংপুর শিফট করার সময় কি যে করছি বক্সগুলি!
😰
নাজমুল আহসান
এতো গোপন খবর কই পাইলেন? আমার ফোন কি এই তালিকায় আছে?
সাবিনা ইয়াসমিন
জানি কিন্তু বলবো না।
এটা টপ সিক্রেট 🙂
রেজওয়ানা কবির
ব্যাপারটা ভালো তো। যাক বাবা! আমার ফোন দিয়েও অনেক মানুষই সোনেলা দেখে তাহলে আর না কিনি নতুন ফোন এইটাই ভালো। অনেক গোপন বিষয় জানলামতো।।।।
সাবিনা ইয়াসমিন
হাহাহাহা, আপনার ফোন দিয়েই অনেকের সোনেলা দেখা লাগবে কেন! তাদেরকে বলবেন এখন থেকে তাদের ফোন দিয়ে দেখতে। তাহলে তাদের ফোনও আমাদের তালিকায় চলে আসবে 🙂
সুপর্ণা ফাল্গুনী
ওরে বাপরে কি সর্বনাশ করে দিলেন। সব গোপন তথ্য ফাঁস করে দিলেন!! এখন কি হবে ? আমিতো ধনী না, লিস্টে আমার ফোন নেই। আপনি কি এতো দিন এজন্যই ডুব দিয়েছিলেন? সিআইডি তে যোগ দিয়েছেন নাকি?
বন্যা লিপি
হা হা হা…… ছেটদিভাই,আপনি তো দেখছি কট & রেড হ্যান্ড পাকরাও করলেন।
সাবিনা ইয়াসমিন
@বন্যা- এটা ভালো বললেন,কাল্পনিক সিআইডি খুঁজতে এসে আসল সিআইডি সুপর্ণা হাজির 🙂
বন্যা লিপি
@সাবিনা, তাইতো দেখেশুনে মনে হচ্ছে🤫🤫🤫
সুপর্ণা ফাল্গুনী
আহারে শেষপর্যন্ত আমাকেই সিআইডি বানিয়ে দিলেন? কি আর করা । পদবীটা খারাপ না কি বলেন আপনারা দুজন?
সাবিনা ইয়াসমিন
জগতের সব রহস্যই একদিন ফাঁস হয়ে যাবে/যায়, আর এটাতো আমাদেরই আঙিনা! কার ব্লগবাড়ির নাম্বার কত, কত নাম্বার রোড দিয়ে তার চলাচল এটা কি আর অজানা থাকে!
ইয়ে, আমার কাছেও কিন্তু অর্ধেক আপেল নেই।
আমি গরীব 🙁
রোকসানা খন্দকার রুকু
আহারে! গরীব !!!!
সুপর্ণা ফাল্গুনী
অর্ধেক নেই পুরোটা তো আছে তাই খেয়ে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।সেটাতো অবশ্যই সবকিছু জানতেই হবে।এযে আমাদের আঙ্গিনা
বন্যা লিপি
খারাপের ব্যাখ্যা জানতে চাই দিভাই@সুপর্ণা ফাল্গুনী
সুরাইয়া পারভীন
আমি কিন্তু আছি এই লিস্টে
কিন্তু কোনো ফোন কইবো না😁😁
সোনেলা অমর হোক এই কামনা রইলো💖💖
সাবিনা ইয়াসমিন
বলা দরকার ছিল। আশা করছি সহায়তা করে সোনেলার পাশে থাকবেন।
আরজু মুক্তা
আমি তো দেখি মহা গরীব। এই লিস্টে নাই।
ভালো একটা পোস্ট দিলেন।। সোনেলার পাঠক যে বড়লোক তা বোঝা গেলো।
সাবিনা ইয়াসমিন
আপনার সেটের তথ্য এখানে উল্লেখ করুন। লিস্টে না হোক কমেন্টে থাকবে।
ছাইরাছ হেলাল
আমার তো কুন মোপাইল নাই!
বন্যা লিপি
মহারাজ বলে কথা! ল্যাপি আছে কি করতে?
আলমগীর সরকার লিটন
হু সুন্দর এক বিষয়ে পোষ্ট করেছেন আপু
মনির হোসেন মমি
২ নং ক্রমিকে ১৩৭ জন ব্যবহার করেছেন …আমি এখানে আটকে আছি।।
সোনেলা পাঠক প্রিয়তা বেড়েছে জেনে ভাল লাগল।আশা করছি একদিন সোনেলা ব্লগ বাংলা ব্লগিং দুনিয়ায় সেরা তালিকায় স্থান নিবে।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
তথ্যবহুল লেখার জন্য ধন্যবাদ।
প্রদীপ চক্রবর্তী
বাপরে!
আমি আপাতত Samsung Galaxy j7 নিয়ে আছি।
মাঝেমধ্যে এটার বাটুনে কাজ করে না।
.
সোনেলা একদিন উপরের সিঁড়িতে এগিয়ে যাবে এবং যাচ্ছেও। সোনেলায় থাকতে পেরে নিজেকে ধন্য মনে হয়।
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ প্রদীপ।
আমাদের সোনেলা প্রত্যাশিত পথে এগিয়ে যাবে সবাইকে সাথে নিয়েই।
শুভ ব্লগিং 🌹🌹
জিসান শা ইকরাম
এটি আসলে একটি পরিসংখ্যান ভিত্তিক পোস্ট। আমরা চেয়েছিলাম কে কোন কোম্পানীর মডেলের সেট ব্যবহার করেন তা জানতে। কিন্তু হতাশার বিষয় যে মাত্র সামান্য কয়েকজন এই উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পেরেছেন।
আমি Iphone 8 plus এবং Huawei CHC-U01 সেট ব্যবহার করি।
পোষ্ট দাতা যদি প্রথম মন্তব্যে তার ব্যবহৃত সেট এর কোম্পানী এবং মডেল নাম্বার দিতেন, তাহলে সবাই মডেল নাম্বার দিতো। আপনি তো জানেনই মন্তব্য দেখেই অধিকাংশ মন্তব্য হয় এখানে 🙂
এমন কস্ট সাধ্য পোষ্টের জন্য ধন্যবাদ।
শুভ কামনা।
বন্যা লিপি
আমি ব্যাপারটা বুঝলেও ধরা দেইনাই😊😊😊
সাবিনা ইয়াসমিন
ভেবেছিলাম বিভাগের ( সোনেলা বার্তা) গুরুত্ব বুঝে ব্লগাররা কমেন্ট করবেন।
যাইহোক, সমস্যা নেই। পরবর্তী মন্তব্য গুলোতে হয়তো ব্লগাররা নিজেদের ব্যবহৃত ফোনের তথ্য উল্লেখ করবেন।
এত অল্পতে হতাশ হতে নেই 🙂
শুভ কামনা 🌹🌹
( পোস্ট সম্পাদনা করা হয়েছে)
রোকসানা খন্দকার রুকু
মন্তব্য দেখে মন্তব্য করা হয় এটা সবার বেলায় সঠিক নয়। যাই হোক, আমি iPhone 8 আর vivo 20 ব্যবহার করি।
মাছুম হাবিবী
চমৎকার তথ্যবহুল একটি পোস্ট পড়লাম। আমার ফোনটি ‘সামসং এম টেন’ আমি এটা দিয়েই সোনেলা ব্লগে আসি। যাক ব্লগের বাকিদের মোবাইল সম্পর্কেও জেনে নিলাম বেশ ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
আমরা এটাই চাচ্ছিলাম, ব্লগাররা যেন কমেন্টে তাদের ব্যবহৃত ফোনের তথ্য ( ব্রান্ড/ মডেল) উল্লেখ করেন।
আপনারটা দেয়ার জন্য ধন্যবাদ।
শুভ কামনা 🌹🌹
হালিমা আক্তার
আমি মোবাইলেই লিখি।আমার মোবাইল সেট Xiaomi Redmi Note 9।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।
সোনেলার সাথে থাকুন। শুভ ব্লগিং 🌹🌹
মোঃ মজিবর রহমান
মোর ফোন এখানে পাওয়া যাবিনি মোর অফিসেই চালাই ডেস্কটপে।
নিতাই বাবু
আমি আরও অনেক আগে থেকেই hTc one-9+ ব্যবহার করে আসছি। তবে এখনে এই পোস্টে আমার মোবাইলের কোনও হাদিস দেখছি না। মনে হয় আমার মোবাইলের IMEI নাম্বার বিটিআরসির ডেটাবেইজে লিপিবদ্ধ নেই। তো যাইহোক, পোস্টখানা খুবই তথ্যবহুল।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🌹🌹
আরজু মুক্তা
আমি লেখার কাজে ল্যাপটপ লেনোভো ইউজ করি। আবার ব্ল্যাকবেরিও। কিন্তু বাহিরে ব্যাগ ছোঁ মারার ভয়ে সিম্ফোনি ব্যবহার করি।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ ম্যাডাম। সব সময় এভাবেই সোনেলার সাথে থাকুন।
শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
vivo Y-11 এবং samsung J-7
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ 🌹🌹