সোনেলার জন্মমাস

আরজু মুক্তা ৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ০৮:৪৮:০০অপরাহ্ন একান্ত অনুভূতি, সোনেলা বার্তা ৩১ মন্তব্য

সোনেলায়, আমি কু্ঁড়ি মাত্র। বয়স পাঁচমাসের মতো হবে। এখানে এসেই একটি ঝড়ের সম্মুখীন হই। অনেকেই অনেক কথা বলে! আমার স্বভাবের একটা দিক হলো, কে কি বললো, তাতে পাত্তা না দিয়ে; নিজের সেরাটা দেয়ার চেষ্টা করা। আমি কতটুকু দিতে পেরেছি,  তা জানিনা! তবে সকল সদস্যের ভালোবাসা পেয়েছি। এখানকার এডমিন হয়ে যারা কাজ করেন, তাঁদের তুমুল অনুপ্রেরণা আমাকে আমার অবস্থান আরও সুসংযত করতে সাহস  যুগিয়েছে। আমি লেখক হয়ে ডানা মেলতে শিখছি। আমি নিজেও সাহিত্যের ছাত্রি হয়েও  কলম ধরতে ও লিখতে যখন দ্বিধা কাজ করছিলো তখন এই প্লাটফরম পেয়ে নিজেকে বিকশিত করতে পেরেছি।

সবাই খুব আন্তরিক।  যে কোন সমস্যায় তারা হাত বাড়িয়ে দেন।

এখানে লিখতে পেরে আমার আত্মবিশ্বাস ও বেড়ে দ্বিগুণ হয়েছে! কলম আর খাতা নিলে আমিও লিখতে পারি এখন, ইচ্ছমতো ঘুড়ির ডানায় পাখা মেলে প্রজাপতির মতো সাতরঙা পরাগ মেখে উড়তে পারি অজানায়।

সোনেলা এগিয়ে যাক, তার সাবলীল পথচলা কন্টকমুক্ত হোক!  মহাকাশে এর বিজয় নিশান উড়ুক। তোপধ্বনি হোক বারবার। এর উঠোন নতুন নতুন লেখক দিয়ে পরিপূর্ণ থাকুক।

শুভ হোক জন্মমাস।

১২৪৯জন ১০০৭জন
0 Shares

৩১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ