
সোনেলায়, আমি কু্ঁড়ি মাত্র। বয়স পাঁচমাসের মতো হবে। এখানে এসেই একটি ঝড়ের সম্মুখীন হই। অনেকেই অনেক কথা বলে! আমার স্বভাবের একটা দিক হলো, কে কি বললো, তাতে পাত্তা না দিয়ে; নিজের সেরাটা দেয়ার চেষ্টা করা। আমি কতটুকু দিতে পেরেছি, তা জানিনা! তবে সকল সদস্যের ভালোবাসা পেয়েছি। এখানকার এডমিন হয়ে যারা কাজ করেন, তাঁদের তুমুল অনুপ্রেরণা আমাকে আমার অবস্থান আরও সুসংযত করতে সাহস যুগিয়েছে। আমি লেখক হয়ে ডানা মেলতে শিখছি। আমি নিজেও সাহিত্যের ছাত্রি হয়েও কলম ধরতে ও লিখতে যখন দ্বিধা কাজ করছিলো তখন এই প্লাটফরম পেয়ে নিজেকে বিকশিত করতে পেরেছি।
সবাই খুব আন্তরিক। যে কোন সমস্যায় তারা হাত বাড়িয়ে দেন।
এখানে লিখতে পেরে আমার আত্মবিশ্বাস ও বেড়ে দ্বিগুণ হয়েছে! কলম আর খাতা নিলে আমিও লিখতে পারি এখন, ইচ্ছমতো ঘুড়ির ডানায় পাখা মেলে প্রজাপতির মতো সাতরঙা পরাগ মেখে উড়তে পারি অজানায়।
সোনেলা এগিয়ে যাক, তার সাবলীল পথচলা কন্টকমুক্ত হোক! মহাকাশে এর বিজয় নিশান উড়ুক। তোপধ্বনি হোক বারবার। এর উঠোন নতুন নতুন লেখক দিয়ে পরিপূর্ণ থাকুক।
শুভ হোক জন্মমাস।
৩১টি মন্তব্য
তৌহিদ
আপনি আপনার যোগ্যতায় সোনেলার প্লাটফরমে এসেছেন আপু। সবাইকে যেভাবে আপন করেছেন এর তুলনা নেই। আপনার লেখার সুপ্ত প্রতিভা বিকশিত করতে সাহায্য করেছে সোনেলা। এটি আমাদের সবার জন্যই আনন্দের খবর। লিখুন নিজের মতন করে। সোনেলা লেখকদের সম্মান জানাতে বদ্ধ পরিকর। এমনি করেই পাশে থাকবেন সবসময়।
শুভকামনা রইলো।
আরজু মুক্তা
পাশে থাকবো।
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
কুঁড়ি থেকে ফুল ফোটানোর দায়ীত্বটাই সোনেলা করে যায় আনন্দচিত্তে। তাইতো সোনেলা আমাদের সকলের ভালোবাসার প্রাণকেন্দ্র হয়েছে। এগিয়ে চলুন সোনেলার সাথে। শুভ কামনা অবিরত 🌹🌹
আরজু মুক্তা
আপনাকেও একরাশ শুভেচ্ছার ফুলঝুড়ি থাকলো।
মনির হোসেন মমি
আমি সাধারনত এ ব্লগটিকে সোনেলা পরিবার বলে থাকি।এখানে যার যার যোগ্যতায় প্রতিভাবান হন।আর সোনেলা আমি দেখেছি তাদের পাশে থাকেন। খুব সুন্দর ভাবে স্মৃতি চারণ করেছেন আপু।শুভ হউক সোনেলা জন্ম মাস।
আরজু মুক্তা
শুভকামনা।
দোয়া করবেন।
নিতাই বাবু
আপনাকে শুভেচ্ছা। সোনেলার সবাই স্বর্ণকমল। এখানে মান-অহংকার নেই। সবাই সবার জন্য। তবে আমিও কিন্তু আপনার মতো এখানকার অতিথি মাত্র। ক্ষণে আসি, ক্ষণে যাই। শুধু বলি সময় নাই সময় নাই।
আরজু মুক্তা
শুভকামনা,দাদা
শবনম মোস্তারী
অনেক অনেক শুভেচ্ছা আপু।
আপনার অসাধারণ লেখনীতে ভরে উঠুক সোনেলার বাগান। শুভকামনা রইলো আপু
আরজু মুক্তা
আপনার জন্যও শুভকামনা
মোস্তাফিজুর খাঁন
কলম আর খাতা নিলে আমিও লিখতে পারি এখন, ইচ্ছমতো ঘুড়ির ডানায় পাখা মেলে প্রজাপতির মতো সাতরঙা পরাগ মেখে উড়তে পারি অজানায়।
খুব ভালো লাগলো,,, আপু ।
এই ছোট ভাইটির পক্ষ থেকে অনেক শুভ কামনা রইল ।
আরজু মুক্তা
শুভকামনা,ভাইটি
প্রদীপ চক্রবর্তী
অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দিদি।
অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সোনেলাকে।
আরজু মুক্তা
আপনাকেও শুভেচ্ছার ফুলঝুড়ি
বন্যা লিপি
কুঁড়ি ফুল হয়ে ফুটে উঠুক আপন মহিমায়।সোনেলা আমাদের সকলের আপন ঘরের ঠিকানার মতো। সোনেলার জন্য আন্তরিক শুভ কামনা, শুভেচ্ছা। আপনার সুন্দর লেখার গতিময়তা বৃদ্ধি পাক দিন দিন। আপনার জন্য অফুরান ভালোবাসা।
আরজু মুক্তা
শুভকামনা!
অফুরন্ত ভালোবাসা
ছাইরাছ হেলাল
লেখা-লেখি আর কাব্জাবে তো মনে হয় না মাত্র-ই পাঁচ!
এ দেখছি হিমালয় ভ্রমণ, আমাদের একটু রাস্তা বাৎলে দিলে একটু লেখা-লেখি করতাম!!
আরজু মুক্তা
তাজিনডং পারলামনা আরও হিমালয়!!!!
আপনাদের মতো হতে পারলাম কই?
তবুও শুভকামনা
ছাইরাছ হেলাল
আমাদের থেকেও বেশি-ই পেরেছেন,
আর-ও এগুবেন আমাদের পেছনে ফেলে তা-ও জানি!
মাছুম হাবিবী
অাপমুণি অাপনাকে পেয়ে অামরা ‘সোনেলা পরিবার অনেক খুশি। শুভ জন্মমাস সোনেলা
আরজু মুক্তা
শুভেচ্ছা অহর্নিশি!
ইঞ্জা
আপু আপনার মতো একনিষ্ঠ এক ব্লগার পেয়ে সোনেলা সমৃদ্ধ হয়েছে, সোনেলার পক্ষ থেকে এক সমুদ্র ভালোবাসা। 😍
আরজু মুক্তা
ভাই, একজন পাহাড় দিলো আর একজন সমুদ্র। আর কি লাগে?
রান্না বান্না নিয়ে ঝামেলায় আছি।একজন শেফ পাঠালে, সোনেলায় লিখতে পারতাম আরও।
শুভকামনা
নাজমুল হুদা
সোনেলার উঠোন হোক, লেখকের প্রাণকেন্দ্র।
ধন্যবাদ আপু 😍
আরজু মুক্তা
শুভেচ্ছার ফুলঝুড়ি!
রেহানা বীথি
পরিপূর্ণভাবে বিকশিত হয়ে উঠুক কুঁড়িটি।
ভালোবাসা আপনার জন্যেে
আরজু মুক্তা
ধন্যবাদ আপি!
জিসান শা ইকরাম
খুব অল্প দিনেই আপনি সোনেলার একজন জনপ্রিয় ব্লগার হয়ে গিয়েছেন।
ব্লগারদের সাথে পারস্পরিক যোগাযোগ, যা ব্লগিং এর জন্য অত্যন্ত প্রয়োজন তা আপনি করতে সক্ষম হয়েছেন।
নতুন লেখকদের পাশে সোনেলা অতীতেও ছিলো,
ভবিষ্যতেও থাকবে।
আপনার পদচারনায় সোনেলা আরো মুখরিত হোক, এই প্রত্যাশা করি।
সোনেলা ব্লগ টীমের পক্ষ হতে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা।
আরজু মুক্তা
এটাই পরম পাওয়া।
শুভকামনা!
রুমন আশরাফ
নিঃসন্দেহে সোনেলা ব্লগটি আমার কাছে সেরা একটি ব্লগ। এখানে সবাই বেশ আন্তরিক। সবাইকেই বেশ মূল্যায়ন করা হয়। নতুন লেখকদের উৎসাহ দেয়া হয়। ব্লগের এডমিনগণ অনেক বেশী আন্তরিক। আমি গর্বিত এই পরিবারের একজন সদস্য হতে পেরে।
শুভ ব্লগিং।
কমলিনী
এক আকাশ উড়াল দিক আপনার ইচ্ছেডানা…