
মনের টানে সোনেলাকে ভালোবেসে যাই ,
কোথায় রাখি তোরে জায়গা না খুঁজে পাই।
ইকরাম দাদা ভাই বলে, ‘ছোটদি- লেখা চাই, লেখা চাই’।
হেলাল ভাইয়ের মন্তব্যে মজা, প্রেরণা দু’টোই পাই।
ইঞ্জা ভাইয়ের মিষ্টি মন্তব্যে- দিশা না পাই।
তৌহিদ ভাই শুধু বলে, ‘ অভিভূত হয়ে যাই’।
সাবিনা আপু – ‘অবিরাম ভালোবাসা জানিয়ে যাই’।
পারভীন আপু – ‘চমৎকার দিদি, হাততালি দিয়ে যাই’।
বাবু ভাই- ‘আপনার লেখায় ও মন্তব্যে মুগ্ধ হয়ে যাই’।
সুপায়ন দাদা ছড়ায় কাটে- ‘শুভ বার্তা জানাই’।
ইসিয়াক ভাই- ‘চমৎকার হয়েছে দিদি ভাই’।
বন্যা আপু – ‘আহ্ সাধু সাধু জানাই’।
নিতাই দাদা, ‘ভালো হয়েছে বলে যাই’।
অর্ণব ভাই, মমি ভাই, হালিম ভাই,
কামাল ভাই- এদের শুভেচ্ছায় অনুপ্রেরণা পাই।
মাসুদ রানা ভাই- ‘হাসির রহস্যে পুড়ে ছাই।’
সৈকত দাদা, প্রদীপ দাদা বলে, ‘চমৎকার লেখনী দিদি’।
আরজু আপু, নিরব ভাই, সোয়েব ভাই,
মজিবুর ভাই- ‘ভালোলাগা জানিয়ে যাই’।
বীথি আপু, শবনম আপুর মিষ্টি মন্তব্যে- হারিয়ে আমি যাই।
লিটন ভাই, মহী ভাই, মহানন্দ দাদার শুভেচ্ছা পাই।
নুর ভাই, সঞ্জয় দাদা ,নীরা আপু,
নার্গিস আপুর শুভকামনা চাই।
আসিফ ভাই,আলম ভাই, যুথী,
নাজমুল ভাই, সাদিয়া আপুর ভালোলাগা যে পাই।
পর্তুলিকা, অপার্থিব – আপু না ভাইয়া! বুঝি না যে ছাই।
রুমন ভাইয়ের ‘অসাধারণ’ মন্তব্যে ভাষা খুঁজে না পাই।
সবার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত আমি,
তাইতো সোনেলা-তেই চিরবন্ধন এঁকে যাই।
৩৪টি মন্তব্য
সুরাইয়া পারভীন
আরে বাহ্ দারুণ দারুণ
দিদির আমার কত্তগুন
কি সুন্দর সবাইকে করেছে আপন
ভালোবেসে কবিতায় করেছে বপন
আরে বাহ্ দারুণ দারুণ👏👏👏
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। এতো সুন্দর করে ছড়ায় মন্তব্য পেয়ে ধন্য হলাম খুউব। 💓💓💓💓💓💓💓💓
সুরাইয়া পারভীন
অসংখ্য ধন্যবাদ আপনার প্রাপ্য দিদি।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের ভালোবাসা, আন্তরিকতা না পেলে আমি এতো দূর আসতে পারতাম না , ছিটকে যেতাম কবেই সোনেলা থেকে। তাই ধন্যবাদ আপনাদের সবার প্রাপ্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
সত্যি সত্যি সত্যি এই তিনসত্যি করে বলছি অভিভূত হলাম আপু। আমি সহজে লেখা প্রিয়তে রাখিনা কিন্তু এই লেখা রাখবো অবশ্যই। সবার সম্পর্কে যে সত্য লিখেছেন কবিতার মাধ্যমে তাতে আপনি যে জাত লেখক তা অস্বীকার করার আর উপায় নেই।
পর্তুলিকা, অপার্থিব – আপু না ভাইয়া! বুঝি না যে ছাই। পছন্দ হইছে ☺☺
ভালোলাগা রেখে গেলাম দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। অভিভূত, বিমোহিত আজ আমি নিজেই আরেকবার হলাম আপনার মন্তব্যে। আবারও ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
আপনাকেও শুভকামনা দিদিভাই।
ফয়জুল মহী
মন আন্দোলিত হল। উপভোগ্য পড়া। আল্লাহ সহী সালামতে রাখো।
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
হালিম নজরুল
বাহ! সাবাস। অন্যরকম উপস্থাপন। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
এত এত এত্ত এত্ত ভালুবাসা খাওয়া যায়! না কী মাথায় ঝুলিয়ে রাখা যায়!
তা বুঝতে না পারলেও উপছে পড়া সাগর-মাহাসাগরে অবগাহন দেখতে/বুঝতে পারছি খুউব।
এমন কবিতা কবে লিখতে পারব কে জানে!
সুপর্ণা ফাল্গুনী
আহা!! 😇😇😇। আপনার মন্তব্যে খুশিতে টগবগ হইয়া মাথা খালি ঘোরেএএএএএ। কি করতাম! ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
ইসিয়াক
বাহ ! সত্যি অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেলো দিদি ভাই ।
ভালো থাকুন সবসময়।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো লাগা জানিয়ে গেলাম। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
নির্দ্বিধায় এ লেখার প্রশংসা করছি দিদি।
এক কথায় অসাধারণ লেখনী।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ সকাল
সুপায়ন বড়ুয়া
ও মাই গড, কৃতজ্ঞতার শেষ নাই
এমন লেখা যাহার কাছে প্রতিদিন যে পাই
তিনি মোদের আর কেউ না
মিষ্টি বোন সুপর্না দিদি ভাই
তাই তো মোরা সবাই মিলে
শুভ কামনা জানাই।
সুপর্ণা ফাল্গুনী
😍😍😍😍😍একরাশ ভালোবাসা আবার ও জানাই দাদা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন এমন করেই সবসময় শুভ কামনা রইলো। শুভ সকাল
ইঞ্জা
ভালোবাসা ও স্নেহ বোনটির জন্য, খুব ভালো লাগলো এক কাব্যে সবাইকে পেয়ে।
ধন্যবাদ আপু।
ইঞ্জা
লেখাটি প্রিয়তে নিলাম আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ইঞ্জা
শুভেচ্ছা আপু
রেহানা বীথি
কী কাণ্ড! এ তো মহা মহা কারবার! দারুণ দারুণ!!
এত্ত ভালোবাসা দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
এত্ত এত্ত ধন্যবাদ আপনাকে ও আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো 🙂😍😍😍
জিসান শা ইকরাম
বাহ 🙂
সবাইকে নিয়ে এমন লেখা! মুগ্ধ হয়ে গেলাম ছোট দি।
সোনেলাকে কত ভালোবেসে ফেলেছো এই পোস্টের মাধ্যমে বুঝা যায়।
অনেক অনেক ভালো থেকো,
শুভ কামনা রাশি রাশি।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার তুলনা হয় না। আমি ও আপন করে নিলাম। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
আমাদের এই বন্ধন অটুট থাকুক যুগ যুগ ধরে এই কামনা। চমৎকার ছন্দে সবাই আমরা কে কিভাবে আপনাকে নিচ্ছি তা জানিয়ে দিলেন আপু…….শুভ কামনা সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ আপনার উপলদ্ধি ক্ষমতা। এই বন্ধন অটুট থাকুক নিরবিচ্ছিন্ন ভাবে এটাই চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা থাকলো।
সুরাইয়া নার্গিস
বাহ্ চমৎকার লিখছেন দিদি ভাই।
কি কমেন্টস করবো ভেবেই পাচ্ছিনা এত ভালো একটা লেখা পড়লাম যে মন আবেগে আপ্লুত হলো।
সত্যি সুন্দর ভাবে প্রত্যেক ব্লগার এর নাম এবং তাদের কমেন্টস বর্ণনা দারুন ভাবে ফুটে ওঠেছে।
সবার মনে আপনার জায়গা তার চেয়েও বড় কথা আপনার হৃদয়ে সবার স্থান এতটা ভালোবাসায় পরিপূর্ণ যা পড়ে সত্যি মুগ্ধ হলাম দিদি ভাই।
আমার মতো একজন ক্ষদ্র মানুষও বাদ যায়নি এমন নিঁখুত ছন্দ মালায় সবাইকে গেঁথে নিয়েছেন এক সুতোর বন্ধনে।
দোয়া করি দিদি ভাই সোনেলার সাথে আমাদের সবার এই পথ চলা শ্রদ্ধা,সম্মান,ভালোবাসা,স্নেহের এই সেতুবন্ধন অটুট থাকুন যুগ যুগ ধরে।
ভালো থাকুন, সুস্থ থাকুন দিদি ভাই।
অনেক অনেক শুভ কামনা রইল আপনার জন্য।
জয়তু সোনেলা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এতো বড় ও সুন্দর করে মন্তব্য তুলে ধরার জন্য। আমি চেষ্টা করেছি যারা নিয়মিত মন্তব্য করে আমার পাশে থাকছে, অনুপ্রেরণা দিচ্ছে তাদের কে তুলে ধরার জন্য। কতটুকু পেরেছি জানিনা। তবে সবার ভালোবাসা ও আন্তরিকতায় ধন্য আমি তাইতো সোনেলাতেই আছি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নৃ মাসুদ রানা
আমি কিছু লিখি নি
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂 লিখেছেন তো সেটাই লিখে দিয়েছি। ধন্যবাদ ভাইয়া। শুভ সকাল