সোনেলায় আমি

সুপর্ণা ফাল্গুনী ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১২:০০:৪৭পূর্বাহ্ন কবিতা ৩৪ মন্তব্য

মনের টানে সোনেলাকে ভালোবেসে যাই ,
কোথায় রাখি তোরে জায়গা না খুঁজে পাই।
ইকরাম দাদা ভাই বলে, ‘ছোটদি- লেখা চাই, লেখা চাই’।
হেলাল ভাইয়ের মন্তব্যে মজা, প্রেরণা দু’টোই পাই।
ইঞ্জা ভাইয়ের মিষ্টি মন্তব্যে- দিশা না পাই।
তৌহিদ ভাই শুধু বলে, ‘ অভিভূত হয়ে যাই’।
সাবিনা আপু – ‘অবিরাম ভালোবাসা জানিয়ে যাই’।
পারভীন আপু – ‘চমৎকার দিদি, হাততালি দিয়ে যাই’।
বাবু ভাই- ‘আপনার লেখায় ও মন্তব্যে মুগ্ধ হয়ে যাই’।
সুপায়ন দাদা ছড়ায় কাটে- ‘শুভ বার্তা জানাই’।

ইসিয়াক ভাই- ‘চমৎকার হয়েছে দিদি ভাই’।
বন্যা আপু – ‘আহ্ সাধু সাধু জানাই’।
নিতাই দাদা, ‘ভালো হয়েছে বলে যাই’।
অর্ণব ভাই, মমি ভাই, হালিম ভাই,
কামাল ভাই- এদের শুভেচ্ছায় অনুপ্রেরণা পাই।
মাসুদ রানা ভাই- ‘হাসির রহস্যে পুড়ে ছাই।’
সৈকত দাদা, প্রদীপ দাদা বলে, ‘চমৎকার লেখনী দিদি’।
আরজু আপু, নিরব ভাই, সোয়েব ভাই,
মজিবুর ভাই- ‘ভালোলাগা জানিয়ে যাই’।

বীথি আপু, শবনম আপুর মিষ্টি মন্তব্যে- হারিয়ে আমি যাই।
লিটন ভাই, মহী ভাই, মহানন্দ দাদার শুভেচ্ছা পাই।
নুর ভাই, সঞ্জয় দাদা ,নীরা আপু,
নার্গিস আপুর শুভকামনা চাই।
আসিফ ভাই,আলম ভাই, যুথী,
নাজমুল ভাই, সাদিয়া আপুর ভালোলাগা যে পাই।
পর্তুলিকা, অপার্থিব – আপু না ভাইয়া! বুঝি না যে ছাই।
রুমন ভাইয়ের ‘অসাধারণ’ মন্তব্যে ভাষা খুঁজে না পাই।
সবার অনুপ্রেরণা আর ভালোবাসায় সিক্ত আমি,
তাইতো সোনেলা-তেই চিরবন্ধন এঁকে যাই।

১১৭৮জন ৯৫৬জন
0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ