
মন শীতের এই হাল্কা কুয়াশায় ভাজা ইলিশের সুঘ্রাণ মুগ্ধতায়
নাগা মরিচের ঝাঁজ ঝালে শীত আবার এসেছে
এসেছিল যেমন সেবারের নবান্নে;
সেদিন ও রাখালি করেছি দিনমান, সদ্য গজানো আগাছা নিড়িয়ে
দিনমান আত্মীয়তার বাঁধনে, কৃষক হাসে আজ সংসার-প্রণয়ে নূতন করে;
বসন্ত-পুরের জিকির-প্রাণে;
পড়শি-কুটুম দূরে ঠেলে/ছুড়েছিল যারা তাদের ডাক এসেছে ফিরে
সকাল-সন্ধ্যা জুড়ে, মহিমা-ধ্বনিতে,
এক কালের মধু পূর্ণিমা রাত ছিনিয়ে নিয়েছিল তর্জন গর্জনে
শীত ভোর উচ্ছ্বসিত এখন মাদলে মাদলে।
এসো এসো শীত সোনায় পা-মুড়িয়ে,
প্রতীক্ষা-আলোর প্রহর শেষে জুৎসই বিশ্বাসে;
কে আর কবে (কাকে) হারাতে পেরেছে
ঝাঁপ-জলের সুনামি থেকে!!
ছবি নেটের।
২৪টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
শীত আসুক, সোনায় পা-মুড়িয়ে
শীত সকালে রোদ্রের তাপে
ঠান্ডা মাড়িয়ে আসুক উত্তাপ
জনতা পাক প্রতিদিন তাপ।
ছাইরাছ হেলাল
শীত আসুক নব নব সাজে, নব নব রূপে, সোনালী আভায় দিক জুড়ে,
ধন্যবাদ, শীতের শুভেচ্ছায়।
মোঃ মজিবর রহমান
আপবনার প্রতি রইল শীতের উষ্ণ শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন। এই শীতে।
আলমগীর সরকার লিটন
শীতের আগম বেশ অনেক শুভেচ্ছা রইল কবি দা
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেচ্ছা অনেক।
ভাল থাকুন।
রেজওয়ানা কবির
শীতের ছোয়া শুরু হয়ে গেছে,সাথে খিচুড়ি আর ইলিশ ভাজা আহা ! শীতে চাদর মুড়ি দেয়াও খুব ভালো লাগে।আপনার কবিতা পড়ে শীত অনুভব করা শুরু হল।
ছাইরাছ হেলাল
আমাদের এখানে কিন্তু শীত এসে গেছে হুড়মুড়িয়ে,
আমরা ইলিশ-দেশের মানুষ, বুঝতেই পারছেন, আনন্দ অবস্থা,
শীতের শুভেচ্ছা জানালাম।
কামাল উদ্দিন
সোনা রোদে মোড়ানো শীতের সকাল, খেজুরের রস ওয়ালার হাকডাক, শিশির ভেজা ঘাস সত্যিই অনন্য। (কবিতার সাথে মন্তব্যের সম্পর্ক খুঁজে পাওয়ার বৃথা চেষ্টা না করাটাই ভালো)………শুভ কামনা জানিয়ে গেলাম বড় ভাই।
ছাইরাছ হেলাল
আপনার মন্তব্যর দরজা এখানে অবাধ, অবারিত , নো চিন্তা , মনের খুশিতে লিখতে থাকুন/থাকবেন।
আপনি ঠিক বলেছেন, শীতের কুয়াশা আর শিশির মোড়ানো সকালের তুলনা হয় না.
ভাল থাকবেন আমাদের সাথে নিয়ে।
কামাল উদ্দিন
তাহলে আমাকে আর ঠেকায় কে?
ছাইরাছ হেলাল
কে আর কাকে ঠেকায় !!
চলুক তাহলে এমন করে.
তৌহিদ
ধান কাটার পরে ক্ষেতের আগাছা নিংড়িয়ে শীতের সবজীর চাষাবাদ শুরু হবে। কৃষক প্রকৃত মুল্য পেলেই কেবল তার মুখে সোনা হাসি ফুটবে।
আসুক শীত নতুনের বাতাবরণে। ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
কৃষকের ম্যালা হ্যাপা, তও সে সুদিনের অপেক্ষায় থাকে ,
নূতন নূতন শীতে।
আপনিও ভাল থাকেব এই শীতে, ভাই।
রোকসানা খন্দকার রুকু
শীত আসুক সোনায় পা মুড়িয়ে। আমরা উপভোগ করি তার সকল আয়োজন।
শুভ কামনা রইলো ভাইয়া॥
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন এই সোনা -শীতে সোনেলায়।
ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আহ্ আমার সবচেয়ে প্রিয় ঋতু। খাওয়া, ঘুম আর ঘোরাঘুরি জম্পেশ হবে। ইলিশ ভাজা নাগা মরিচ দিয়ে খেতে হবে। ওয়াও। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
ছাইরাছ হেলাল
জম্পেশ ঘোরাঘুরি তো দেখতেই পাচ্ছি, এদিকটায় ও একটু ঘোরার লিস্টে রাখুন!
ইলিশ+নাগা ট্রাই করে আমাদের জানান দিয়েন।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
না ভাইয়া অনেক দিন সেভাবে বাইরে যাওয়া হচ্ছে না। ছবিটা তিন বছর আগের । অবশ্যই ওদিকে যাবার ইচ্ছা আছে শাপলা বিল দেখার জন্য। ইলিশ আর খেজুরের রস রেডি রাইখেন। ভালো থাকবেন
ছাইরাছ হেলাল
এইডা কুনো ব্যাপার না, খালি এসে -ই দেখুন!!
আরজু মুক্তা
আমাদের এখানে ইলেশের যে দাম। কিছু পাঠাইলে খাইয়া দেখতাম নাগা মরিচ ঢলে।
শীত আসুক পাতার উপর মুক্তো বিন্দু ছড়ায়ে। ফুল আর সবজির ঝাঁকা নিয়ে।
তবে, আমরা নিজেদের উষ্ণ রাখতে গিয়ে ভুলে যেনো না যাই ঐ রাস্তার ছেলেটির কথা, যার আগুনের আঁচটা নিভে যাচ্ছে।
সব ঋতুই সমান তালে বৈশিষ্টযুক্ত। কেউ হারতে রাজি নয়।
শুভকামনা
ছাইরাছ হেলাল
ইলিশের বলে ঘুরে/খুঁড়ে দেখার আমন্ত্রনা দিয়েই দিলাম,
ফিক্কা-মারা ইলিশে আর ইলিশ থাকে-না, থাকবে-ও না।
শীত আসে সময়ের নিয়মে, কষ্ট আর উষ্ণতাকে ঘিরে।
শুধু মানবিকতাটুকু আমাদের হলেই হয়.
শীত শুভেচ্ছা আপনাকে।
জিসান শা ইকরাম
শীত এসেই গেলো প্রত্যাশিত ভালো লাগা নিয়ে।
কেউ কাউকে হারাতে পারেনা, পারেনি কখনো।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কে আর কাকে হারায় !! শীত আসে নিয়ম মেনে, রেখে যাবে বসন্ত দ্বারে দ্বারে।
ধন্যবাদ।