সোনালী স্বপ্নের আস্বাদ

নীলাঞ্জনা নীলা ২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার, ১১:০৩:৩৬পূর্বাহ্ন কবিতা ৪৭ মন্তব্য
হার্দিক আন্তরিকতার পতন
হার্দিক আন্তরিকতার পতন
গভীর আহ্লাদ ভেসে ওঠে সময়ে সময়।
তখন প্রতিচ্ছবি বদলে যায় কতো সহজে!
আমি দেখেছি কিভাবে বন্ধুত্ত্ব, স্বার্থপর চাহিদার কাছে
পরাজিত হয়।
হার্দিক আন্তরিকতা আকাশ থেকে উল্কার মতো ছিটকে এসে মাটিতে গলে গলে পড়ে যায়!
আঙুলের ফাঁক থেকে টুপটাপ করে যেমন জল ঝরে গিয়ে শূণ্যতায় ভরে থাকে হাতের পাতা
হৃদয়ের ফাঁক-ফোঁকড় বন্ধ হয়ে বহমান রক্ত আটকে গিয়ে
ঝরে যেতে দেখেছি সুগভীর প্রেম, জীবন্ত নিঃশ্বাস।
শীতের উচ্ছৃঙ্খল কাঁপুনি যে নম্র উষ্ণতার কাছে নীরবে আত্মসমর্পণ করে,
নীল জ্যোছনায় ব্যালকনির বারান্দায় চাঁদের আলো আলোকে ছোঁয়—
চাওয়া-পাওয়ার সমীকরণে দাঁড়িপাল্লা না-পাওয়ার দিকে একটু ঝুঁকলেই
তখন স্বপ্ন জোড়া লাগেনা, কেবলই ছিঁড়ে যায়
হেমন্তের কুয়াশায় ছলকে ওঠা কচি-নরম আলোয় মাকড়শার জালের মতো।
ভালোবেসে যারা এক পা পিছিয়ে যায়,
তখুনি খুন হয় নীল জ্যোছনা, নম্র উষ্ণতা আর যা কিছু জমিয়ে রাখা ছিলো।
আবেগী ঈর্ষা থেকে প্রতিহিংসা,
প্রেম থেকে বিতৃষ্ণা;
কতো সহজে রূপান্তরিত হয় সম্পর্কের সম্পর্ক।
স্মৃতি কিংবা অতীতের ডায়েরীতে অলিখিত অক্ষরগুলো ভুল বানানের জন্যে
মুখ থুবড়ে পড়ে
একদিন নিস্তব্ধতার মধ্যে ম্লান হয়ে যায়, অথবা বিলীন।
বয়ে যায় নদী
বয়ে যায় নদী
একটুকরো নদী বয়ে যেতে থাকে,
বয়ে যেতেই থাকে—
সবশেষে ক্ষেতের আলের ভেতর গিয়ে ধাক্কা খায়।
চৈত্রের বন্ধ্যা মাটি কালবোশেখীর আদরে স্বপ্ন সাজায়;
বৈশাখ থেকে শ্রাবণ ছুটে এসে আগলে নেয় শরতের নীল আকাশ।
ধানি জমিতে আবার চাষ, লাঙলের ফলা চষে বেড়ায় মাটির বুকে
ফসলের জন্ম হয়।
হেমন্তের হলুদ আলোয় সোনালী ধান চিকচিক করে।
কিশোরীর পায়ের নিক্কণে ঝঙ্কার ওঠে নতূন সুরে—
নারীর কাঁখে গাগরী চুমু খায়,
কুয়াশা মুঁছে গিয়ে নদীর জল ভোর জড়িয়ে নেয়।
ঋতুর হাওয়ায় ওড়ে আঁচল, সলজ্জ্ব মুখ জলের আয়নায় চোখে রাখে।
হঠাৎ বৃষ্টি নামে, জলে ভেঁজে জল, নারীর মুখের ছায়া নদীর জলে স্নান করে।
অবশেষে বৃষ্টি নামে
অবশেষে বৃষ্টি নামে
হ্যামিল্টন, কানাডা
২৭ আগষ্ট, ২০১৫ ইং।কবিতা মাত্র শেষ হলো। প্রথম ছবিটি ১৯ আগষ্ট, শেষের ছবিটি ২০ আগষ্ট, ২০১৫ ইং-এর দ্বিতীয় ছবিটি বে-ফন্ট লেক-এ ৮ আগষ্ট, ২০১৪ ইং-এ এই হ্যামিল্টনে তোলা।
১৩০০জন ১৩০০জন
0 Shares

৪৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ