
সময় হেঁটে যায় রেখা-এঁকে, ফিরেও আসে,
পিছু তাকালেই প্রকট হয় তিতে-রেখা,
বিরহ-বিস্ময় বিদ্রূপ-বিদ্রোহের
ঘাই খেয়েও হেসে ওঠে বেঁচে থাকা;
মুখোশের আড়ালে সেলাইয়ের
রঙিন সুতোর কারুকাজে
শিকারি সময়ের হাত-সাফাই থাকে,
নাশপাতির মত বেঢপ এক-চোখা পেত্নী
ঐ-তো ঠায় দাঁড়িয়ে;
তবুও সহসাই
অপরাজিত মন, বর্ষা-জলে
নিঝুম দ্বীপের সোনালী কাঁকড়া দেখতে দেখতে
খুঁজে নেয় রূপকথার কোন এক দারুচিনি দ্বীপ;
ছবি নেটের।
১৬টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার ভাবনাময় কবি দা
ছাইরাছ হেলাল
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
মুখোশের আড়ালে সেলাইয়ের
রঙিন সুতোর কারুকাজে…।। অতিব চমৎকার ভাল লাগা রেখে দিলাম।
ছাইরাছ হেলাল
আপনি ও ভাল থাকবেন।
আরজু মুক্তা
বাহ্ বা। শেষের দু লাইনে মন বাধা পরলো। কবির আশাবাদী মন সদা জাগ্রত থাকুক।
শুভ কামনা বরাবর
ছাইরাছ হেলাল
আশাবাদ আনন্দের আবার বিষাদের ও, তবুও সেখানেই আমাদের চোখ রাখতে হয়।
ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
সোনালী কাঁকড়া কই থাকে? ঠিকানা দিন, নাশপতি পেত্নীদের চোখ এড়িয়ে একবার দেখে আসবো।
ছাইরাছ হেলাল
হিংসুটে ও বিটকেলে নাশপতি-পেত্নী কাউকে ঘেষতে দেবে বলে মনে হচ্ছে না।
ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
সময় বহমান। পিছনে ফেলে আসা তিক্ত অভিজ্ঞতা ফিরে আসে সময়ের হাত ধরে মনের ক্যানভাসে। ভবিষ্যতের সুন্দর ভাবনায় বেঁচে থাকার লড়াইয়ে অবতীর্ণ আমরা সবাই। ভালো থাকবেন সুস্থ থাকবেন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
টিকে থাকার লড়াই করার সামর্থ ই আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখায়।
আমরা বেঁচে থাকি।
শুভকামনা আপনার জন্য।
হালিমা আক্তার
আশা আছে বলেই জীবন সুন্দর ভাবে বেঁচে থাকে। আশা আমাদের সোনালী স্বপ্নের পথ দেখায়। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
আশা নিয়েই আমাদের পথচলা।
ভাল থাকুন।
হালিম নজরুল
আপনার কবিতার উপমা, উতপ্রেক্ষা, অসাধারণ চিত্রকল্প আর শৈল্পিক কারুকাজ আমাকে আটকে রাখে। বারবার ফিরে আসি পাঠে।
ছাইরাছ হেলাল
কী না কী কন, কুড়িয়ে নেয়া শব্দরাশি, এর বেশী কিছু না।
প্রিয় কবির প্রশংসা শোনা ভাল পাই।
ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
ছবি দেহি হরিনের, কাকড়া কই? 🙂
ছাইরাছ হেলাল
হরিন দেখতে হবে না, কাঁকড়া ও আছে।
ধন্যবাদ।