ভাবছি উঠোনবাগানে বন-বিড়ালের চাষ করবো, সচ্চরিত্র গাছেদের সারিতে।
দু’বেলা জল দেব, নিয়ম করে ভিড় রোদ্দুর এড়িয়ে, আগাছা পরিষ্কার রেখে জৈব সার দেব, মাটি কুপিয়ে ঝুরঝুরে করে রাখব, পাতায় ঔষধ মেশানো পানি ছুড়বো অব্যর্থ নিশানায় মাকড় এড়াতে। গুনগুনিয়ে গান শোনাব রাত-বিরাতে, জ্যোৎস্না ও বাদ যাবে না। আমোদিত উথাল প্রতিবেশী বর্ষায় গাড় ভারী পলিথিনের পর্দা টাঙাব, উদোম রোদ বাঁচাব ঘামে ভেজা জামা খুলে।
না না, ধাড়ী ইঁদুরের পিছু নিয়ে থাবা বসানো চলবে না, চলবে না আধমরা তেলাপোকা নিয়ে খেলা খেলা ছল করা, গাছের মগ ডালে চড়ার নিষেধ দিলাম। কাঠ-বিড়াল বা হুতুম-পেঁচা নকশা আঁকা মিউ মিউ মিনি বিড়াল নয়।
নখ লুকিয়ে অসম্পূর্ণ অনস্থির নপুংসকের হৃদহীন বুকে থাবা বসান যাবে। শুধু মচমচে ভাঁজা মাছ নয়, সদ্য ধরে আনা কাঁচা মাছ ও খাওয়া যাবে যখন তখন অবিশ্রান্ত ভাবে।
গাছ-বিড়াল এবার বড় হও বলছি, চোখে পাকা মরিচ ঘষে দেব সুখের এই অভিসারে, সীমা থেকে অসীমে,
সোনা-চোখা কালো বন্য বন-বিড়ালের গাছ এবার লাগাবোই।
৭৯টি মন্তব্য
মিথুন
বন বিড়ালের গাছ?গাছে কি বিড়াল হবে নাকি এখন হতে? 😀
ছাইরাছ হেলাল
তাইতো দেখছি, সব কিছু গাছে ধরতে শুরু করেছে।
আপনি প্রথম মন্তব্য করলেন!
কালে ভাদ্রে দেখা হয় আপনার সাথে।
ধন্যবাদ।
মিথুন
আমি প্রথম মন্তব্য করেছি,আমার তাহলে প্রথম বিড়াল ফল লাগবেই লাগবে।অন্য কেউ এসে যেন নিতে না পারে।কত মানুষ আছেমিষ্টি মিষ্টি কথা বলবে।মিষ্টি কথায় আমার কথা যেন আবার ভুলে না যান।
ছাইরাছ হেলাল
আমার সাথে কেউ মিষ্টি কথা বলে না, প্রথম মন্তব্য করে আপনি যা এই ই
প্রথম বার (সবার ই সব সময় প্রথম বার থাকে) একটু বললেন।
তাই দরকার হলে বাগান শুদ্ধ আপনাকে দিতে দেব, ভাববেন না।
তবে আবার হুট করে বলে দিয়েন না যেন।
অরুনি মায়া
জীবনে এত বিড়াল পেলেছি কিন্তু এমন বিড়ালের বর্ণনা আগে শুনিনি। 🙁
আমিও একটা চাই। আমাকেও একটা এনে দিবেন প্লিজ।
একা একা বিড়াল নিয়ে যাবেন তা হবেনা 🙁
ছাইরাছ হেলাল
আমাদের এত্তো এত্তো বিড়াল দেখিয়েছে, এবারে কেমন বুঝছেন?
আমাদের বিড়াল আছে, গাছে ধরা বিড়াল।
আপনার কাছে যাবে কিনা জিজ্ঞেস করে দেখতে হবে, তবে আপনি আমাদের সোনেলার আত্মীয়
দেখা হাক কী হয়।
অরুনি মায়া
আমি ভাবছি আপনি বাস্তব জীবনে কেমন। এত অদ্ভুত যার চিন্তা ভাবনা না জানি সেসে নিজে কতটা অদ্ভুত। আমি তো বিড়ালের খামার করতে চেয়েছিলাম শুধু আর আপনি কিনা চাষ করারকরার কথা ভাবছেন। গাছে ফলাবেন বিড়াল! আর কদিন সোনেলায় থাকলে নির্ঘাত পাগল হয়ে যাব ;?
অরুনি মায়া
আমি বিড়াল চাই ই চাই
ছাইরাছ হেলাল
নখ চালায় কিন্তু, নিতে পারবেন, আগে ভাবুন,
শেষে কেঁদেকেটে আকুল হবেন!!
অরুনি মায়া
যা ইচ্ছে করুক বিড়াল।
এমন একটা অদ্ভুত বিড়ালের গর্বিত মালিক আমাকে হতেই হবে,,,
আমি প্রস্তুত। আমাকে বিড়াল এনে দেন দয়া করে,,,
ছাইরাছ হেলাল
আচ্ছা গাছেদের কাছে আপনার অনুরোধ জানাবো!!
অরুনি মায়া
তবে বলে দিবেন আমি গাছেদের খুব ভালবাসি। গাছ আর বিড়াল আমার প্রাণের অংশ। গাছ নিশ্চয় অমত করবে না,,,,
ছাইরাছ হেলাল
হা হা ,আমরা অপেক্ষা করবো।
লীলাবতী
বন্য বন বিড়াল?আপনার খবর আছে জনাব।বন্য বিড়ালের নখ কিন্তু কেউ কেটে দেয়না।সাবধান :p
নীতেশ বড়ুয়া
:D)
ছাইরাছ হেলাল
মজা লন মিয়া? আমাকে হুমকি দিচ্ছে।
ছাইরাছ হেলাল
নখ কোথায় চালাতে হবে তা কিন্তু বলা আছে,
চিন্তার কিছু নেই।
আপনি কি নখের কবলে পড়েছিলেন?
নীতেশ বড়ুয়া
লীলাবতীর থ্রেট কিন্তু মারাত্মক হেলাল ভাইয়া :D)
জিসান শা ইকরাম
গাছে সার বা পানি টানি দেয়ার লুকজন লাগলে বইল্যেন,আমি আছি 😀
ছাইরাছ হেলাল
বন্য বন-বিড়াল গাছ কিন্তু মারাত্মক, তাই লুক নিতে পারছিনা,
অসুবিধা আছে।
জিসান শা ইকরাম
বুঝেছি (উবরাইয়া)অতিরিক্ত হইয়া গেছি 🙂
মনের ইচ্ছে গুটাইয়া নিলাম
একা একাই গাছ আর বিড়ালের পরিচর্যা করুন
দেখি দূরে অন্য কোথাও সাপের গাছ লাগাইতে পারি কিনা।
ছাইরাছ হেলাল
সর্প তান্ত্রিকের সন্ধানে।
চলুক।
নীলাঞ্জনা নীলা
নানা তোমারে স্যাল্যুট এমন মন্তব্যের জন্যে। ফাঁটাফাঁটি। হাসতে হাসতে পেট ফেঁটে যাচ্ছে। কতো রকমের হাসি যে দিলাম এতোক্ষণ। কেউ শুনেছে নাকি কে জানে! :D) :D) :D) :D)
ছাইরাছ হেলাল
দেখবেন ভুড়ি ফেটে যেন না যায়।
নীলাঞ্জনা নীলা
ভুড়ি হবার সুযোগ নেই। এক্সারসাইজ করি। বুঝেছেন? 🙂
ছাইরাছ হেলাল
ওহ, মনে ছিল না, আপনিই মিছ হেমিল্টন (বডি বিল্ডার)!!!
নীলাঞ্জনা নীলা
মিস হ্যামিল্টন কিনা জানিনা। তবে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিলাম।
ছাইরাছ হেলাল
তা চ্যাম্পিয়ন ছিলেন ,
তবে তা উনিশ শতকের সোনালি রূপকথা।
নীলাঞ্জনা নীলা
ওক্কে কখনো সময় যদি আসে, তাহলেই দেখা যাবে উনিশ নাকি একুশ শতক!!!
জিসান শা ইকরাম
নীলা সে আমারে নিবে না
আমারে সমস্যা মনে করে, অসুবিধা আছে নাকি।
ছাইরাছ হেলাল
অবশ্যই নেয়া ঠিক হবে না,
অবশ্যই অসুবিধা আছে।
নীলাঞ্জনা নীলা
নানা কি করে নেবে বলো কবি যে হাওয়ায় ভাসছেন!
নীলাঞ্জনা নীলা
আমি ভাবছি মাথার উকুন নিয়ে লিখবো। উকুনের গাছ। উকুনের চাষ করবো।
এভাবে মাথার উপর দিয়ে লিখলে মন্তব্য কিন্তু করবোনা। আন্দোলন-হরতাল-অবরোধ করবো একা আমি।
যেহেতু কিছু বুঝিনি, তাই ভালো না লাগা রেখে গেলাম।
ছাইরাছ হেলাল
আহারে এক্কেবারে বরফ ছুঁড়ে দিলেন?
আপনি উকুন চাষি?
সব একাই খেয়ে নেন বুঝি?
নীলাঞ্জনা নীলা
ওহ আপনি বন-বেড়ালের চাষ করছেন খাবার জন্যে?
বেচারা বন-বেড়াল।
নাহ আমি উকুন চাষ করবো, বিলিয়ে দেবার জন্যে আপনার চুলে।
তারপর আপনার যদি মন চায়, ক্ষিদে পায় খেতেও পারবেন। 😀
ছাইরাছ হেলাল
উকুন সহ বসবাস সে আপনাদের আজন্ম, তাই নূতন চাষ দরকার ই পরে না।
আপনার খাদ্যাভ্যাসের সাথে সহমর্মিতা জানাতে পারছি না।
ওয়াক,
নীলাঞ্জনা নীলা
ওমা আপনি বমি করছেন কেন?
বন-বেড়ালের মাংসের স্বাদ কেমন? উকুন তো চাষ করছি খাওয়ার জন্যে না কবিভাই।
অনেক চুল হয়েছে আপনার মাথায়, ওদের তো থাকার জায়গা চাই।
ছাইরাছ হেলাল
আগে উকুন গোলাজাত করুণ, আমাদের সব কিছুই উন্মুক্ত,
আপনি রাখতেই পারেন তবে চাষি হিসাবে আপনি বেশ পাকা।
নীলাঞ্জনা নীলা
হুম আপনার লেখার ফসল দেখে চাষী হতে বাধ্য হয়েছি। :p
ছাইরাছ হেলাল
ভাল করে হাইব্রিড জাত দেখে চাষ করুণ।
যা সাইজ, মাশাল্লা।
নীলাঞ্জনা নীলা
হাইব্রিড তো হবে যখন উকুনগুলো আপনার চুলে যাবে। :p
ছাইরাছ হেলাল
চাষের আগেই চাষির অবস্থা দেখছি লবেজান।
শুন্য শুন্যালয়
:D) হা হা হা নীলাপু :D)
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D) :D) :D)
আপু কি আর বলবো? তা বন-বেড়াল চাষী কি পলায়ন করেছেন?
শুন্য শুন্যালয়
উনি চোখ টানটান করে গাছের বড় হওয়া দেখছেন মনে হয়। আর কি চাষ করা যায় তাও ভাবছেন 🙂
নীলাঞ্জনা নীলা
হাহাহাহাহাহাহা। :D) :D)
ভাবতে থাকুক। সেই ভালো।
শুন্য আপু তুমি কিছুর চাষ কি করবে?
শুন্য শুন্যালয়
করবো শুয়োপোকা। তুমি মাথায় উঁকুন ছেড়ে দেবে আর আমি গাছের গোড়ায় শুয়োপোকা 😀
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D)
আজ হাসতে হাসতে আমি শেষ গো আপু। 😀
ছাইরাছ হেলাল
বড়দের সাথেই বসবাসের আলোচনা বা কাজকর্ম চলে।
শিশুরা দূরে যাও, দূর হও।
নীলাঞ্জনা নীলা
আপনি সুস্থ আছেন তো!
নিজেকে যুবক বলছেন আর আমাদের শিশু!!
একটু আগে না আমাদেরকে ডাবল বয়সী বললেন!!!
কবিভাই মানসিক ডাক্তারে যাওয়া উচিৎ আপনার।
ছাইরাছ হেলাল
আপনি আবারও ঠিক বলেছেন,
দাক্তার ও নার্চ এর আওতাও যাব ভাবছি।
নীলাঞ্জনা নীলা
ডাক্তার আর নার্সের আওতায় তো আছেনই। কিন্তু আপনার প্রয়োজন মানসিক ডাক্তারের।
ছাইরাছ হেলাল
আচ্ছা, দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাদের কথা বলতে হবে
তাই তো!!
নীলাঞ্জনা নীলা
হায় হায় আপনার দাঁতেও সমস্যা!!! ইসরে! যাক সমস্যা নেই, উকুন ছোট জিনিস। :p
ছাইরাছ হেলাল
আপনি কুট কুট করে একটু কেটে দিলেই হবে।
ছোট বলে হেলা করা ঠিক না।
শুন্য শুন্যালয়
নীলাপু 😀 এজন্যেই তো তোমারে খুঁজি 😀
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু কি আর বলবো বলো! বন-বেড়ালেরও চাষ হয়। বাপের জন্মে শুনিনি। ;?
তাই ভাবলাম সহজ চাষ উকুনের। 😀 :p
ছাইরাছ হেলাল
কী দিনকাল রে বাবা,
একে বারে প্রকাশ্যে……………
নীলাঞ্জনা নীলা
কবি ভাই জানেন তো, যার যেমন চরিত্র, সে তেমনই ভাবে। আপনি কি…….
ছাইরাছ হেলাল
ঠিক ঠিক যে যেভাবে অভ্যস্ত।
আমি লুক ভালু না, তবে…………না।
নীলাঞ্জনা নীলা
সে তো দেখছি। আপনি যে কি রঙ!!!
অরুনি মায়া
আপনারা আছেন কি সব ছোট খাট জিনিসের চাষ
নিয়ে।
আমি বাঘ চাষ করব ভাবছি :p
ছাইরাছ হেলাল
আপনি ই একদম ঠিক,
বাঘছাল পড়ে ঘুরবেন, সব পালিয়ে যাবে।
এই ফাঁকে বাঘ আপনাকে নিয়েই পগারপার হবে,
ঝান্তেও পারব না।
অরুনি মায়া
এমনি তেই হৃদয়হীনা নামে আমার একটা বদনাম আছে, এরপর বাঘ চাষি হলে বলবে হিংস্র।
🙁
যাই হোক আমার তাতে কি আমি বাঘ আর বাঘের মাসি দুটোই পালতে চাই।
স্বপ্নে দেখেছিলাম কি সুন্দর সোনা চোখা বিড়াল আমার জানালার পাশে বসে আছে।
যদি পেতাম,,,,,, ;( :p :p
ছাইরাছ হেলাল
পাবেন পাবেন, অপেক্ষা করুণ।
শুন্য শুন্যালয়
মাত্র ঘুম ভেংগে এই ভোর বেলা মাথা খানা পুরা 360 ডিগ্রি ঘুরায় দিলেন গো ভাউ! এতো আদর আহ্লাদে বড় করে তুলছেন বড় হয়েই অস্থির হৃদয়বান বুকে থাবা বসিয়ে দেবে কিনা কে জানে!
উদোম রোদ বাঁচাব ঘামে ভেজা জামা খুলে। দারুন লাইন। গাছ আপনার প্রিয় জানতাম তাই বলে আদুরে বন বেড়ালেন চাষ করলেন? পাকা মরিচের ভয় দেখালে ও গাছ আর বড় হবেনা বনসাই হয়ে যাবে 🙂 বড় করে দোলনা ঝুলানোর ইচ্ছা আমরা কিন্তু লেখা সব বুঝতে পারছি 😀
ছাইরাছ হেলাল
হৃদয়বানরা সতত নিরাপদ, হৃদয়হীনদের বুকে বসাবে কঠিন থাবা,
আপনাদের তো সমস্যা নেই।
দারুণ আর লিখতে পারলাম কৈ, সে তো সবই আপনাদের আয়ত্ত্বে।
কই আর করবো ভাউ, শিশুদের সাথে আর কী ই বা করা সম্ভব। প্রাণে তো ক্ত্ত কিছুই চায়!!
বনসাই হলে তো মাঠে মারা ভাউ, খাওয়াও যাবে না,
আপনারা বোদ্ধা প্রবর, না বোঝার কিছু নেই।
শুন্য শুন্যালয়
প্রাণে যে কত্তো কিছু চায় তা বুঝতে পারছি ভাউ, তবে এ বন-বেড়াল আপনার কথা শুনবে তো? পাগুল মালিক দেখলেই পালাবে। বুঝি আর না বুঝি, ভাব নিতে দোষ কী? ভাবই জীবন 🙂
ছাইরাছ হেলাল
এত্ত যত্নআত্তিতে পালাবে না, কথা দিয়েছে।
ভাব আমাদের নিতেই হয়। নিন নিন ভালো করে ভাব নিন।
তবে নিজ ও অন্যের প্রাণের দিকেও লক্ষ্য রাখবেন
মরুভূমির জলদস্যু
বন-বিড়ালের গাছ
বিষয়টা কি?
ছাইরাছ হেলাল
আমিও ভাবছি বিষয়টি নিয়ে।
মেহেরী তাজ
চাষ যখন করবেন তখন সেটা আর বন্য থাকবে না। আবার বন বিড়াল ও হবে না। হবে গিয়ে পোষ্য গাছ বিড়াল…..
আপনার হিসেবে ভুল হয়েছে…. হাহাহাহাহাহাহাহা :D)
ছাইরাছ হেলাল
আপনি যে কৈ কৈ থাকেন? আগে বললে এই ভুল কিছুতেই হতো না।
অতএব দায় আপনার ও আছে।
এখন পোষ মানানের চেষ্টায় আছি, সে যে বিড়াল ই হোক না কেন।
মেহেরী তাজ
থাকিথাকি ধারে পাশেই থাকি। আমার কাছে ইনভেজিবল লিকুইড আছে তাই দেখতে পান না।
নিজের দোষ এখন আমার ঘাড়ে চাপানো হচ্ছে নআ?
পোষ মানা বিড়াল আমার একটা চাই। দেবেন তো?
ছাইরাছ হেলাল
আপনি অবশ্যই গাছ-বিড়াল পাবেন।
আপনি একা দেখতে পেলে তো হবে না, আপনি যে পাশে আছেন তা তো আমর দেখতে চাই।
ইমন
🙂
ছাইরাছ হেলাল
ইহা খায় না মাথায় দেয়?
অরুণিমা
প্রিয় মানুষদের চাষাবাদে কেমন ফসল হলো,জানাবেন কিন্তু দাদা।
ছাইরাছ হেলাল
এত্তোদিন পরে পরে এলে কিছুই জানানো হবে না।
নিয়মিত হচ্ছেন না কেন!!