👨🏽💼Hi Ipsita
👩🏫-bolo , ki bolbe….
ইপ্সিতা ,তেমাদের সিলেটে কি দেশী রজনীগন্ধা ফুল পাওয়া য়ায় ?
-দেশী রজনীগন্ধা ফুল দিয়ে কি করবে সেটি আগে জানাও।
না, তোমাকে খোঁপায় দিতে বলতাম।
-তুমি আসবে নাকি সিলেটে? কোন কাজ আছে।
কেন ,তোমাকে দেখতে আসতে পারিনা?
-কি লাভ বলো …অযথা কষ্ট বাড়িয়ে নিয়ে যাবে।
শোন, বিধাতা মানুষকে ততটুকুই কষ্ট দেয় যতটুকু সে সহ্য করতে পারে।
-২ যুগ আগে আমার কাছ থেকে পাওয়া কষ্ট সহ্য করতে তোমার কি বিধাতাকে ডাকতে হয়েছে?
বিধাতার ইচ্ছাই সবকিছু হয় তবে আমাদেরও কিছু স্ট্যাটেজিক ভুল থাকে।
-বাদ দাও এসব পুরাতন প্যাচাল..
তোমাকে নিয়ে সিলেট শহরের সব সুন্দর যায়গা গুলোতে যেতে চাই পুরানো দিনগুলির মতো।
-কোথায় যাবে….?
মালনীছড়া, লাক্কাতুরা, পর্যটন টিলা, গল্ফ ক্লাব, সুরমা নদী, লালা খাল…..।
-লালা খাল কেন?
এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের কাছেই ..টুকের বাজার থেকে নৌকা নিয়ে যেতে হয়। সম্ভবত সুরমা নদীর একটি শাখা এটা।অনেক আগে একবার রাতের বেলা বন্ধুদের সাথে গিয়েছিলাম।ওখানে খাল পার হয়ে একটা হাট আছে যেটা রাতের বেলা বসে।
-ওখানে যেতে চাইনা বরং সুরমা নদীতে নৌকায় ঘুরে বেড়াতেই বেশী ভাল লাগবে।
ইপ্সিতা, তুমি নিশ্চয় জানো ..কয়েক বছর আগে লালা খালে বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলেমেয়ে ইন্জিন চালিত নৌকা নিয়ে ঘুরতে গিয়েছিল। খালের ভেতর এলাকার বখাটে ছেলেরা ওদের আক্রমন করে এবং মেয়েদের তুলে নিয়ে যাবার চেষ্টা করে।তখন পলিমার সায়েন্সের দুই ছাত্র অনিক এবং খায়রুল বখাটেদের রুখে দেয় ।মেয়েরা সহ বন্ধুরা নিরাপদে ফিরে আসতে পারলেও অনিক-ও খায়রুল বখাটেদের আঘাতে পানিতে তলিয়ে যায়। পরে ওদের মৃতদেহ পানি থেকে উদ্ধার করা হয়।বন্ধুদের জন্য জীবন দেওয়া এমন উদ্যাম তরুনদের পক্ষেই সম্ভব ..এটাই তারুন্যের ধর্ম।
-মন খারাপ করে দিলে।আমি তোমাকে নিয়ে সুরমা নদীতে নৌকায় ভাসতে চাই। তোমার হাত ধরে নদীর পানিতে পা ভেজাতে চাই…হাসন রাজার গান শোনাতে চাই..।আসবে??
👨🏽💼শুভরাত্রি
👩🏫শুভরাত্রি
১০টি মন্তব্য
ইঞ্জা
প্রথমেই জানাই সোনেলায় স্বাগতম, চমৎকার লেখাটি বেশ রোমাঞ্চে ভরপুর, বেশ ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
প্রেম, বন্ধুত্ব সবি ছিলো। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ফয়জুল মহী
ভালো লিখেছেন
সুরাইয়া পারভীন
বাহ্ চমৎকার কথোপকথন
হালিম নজরুল
ফিরে আসুক সুরমা নদীর দিন।
ফিরে আসুক ভালবাসার দিন।
ইসিয়াক
ভালো লাগা রেখে গেলাম ভাইয়া ।
মনির হোসেন মমি
খুব সুন্দর কথপোকথন। বন্ধুদের ভালবাসা অমুল্য। খুব ভাল লাগল।পুরনো প্রেম জেগে তুলনেন।
কামাল উদ্দিন
সবই পুরোনো স্মৃতি, তবে লালাখালের হত্যাকান্ডটার ব্যাপারটা জানা ছিল না, এটা কি সত্যি ঘটনা?
মহানন্দ
সত্য ঘটনা…।ধন্যবাদ।
কামাল উদ্দিন
হুমম, ধন্যবাদ।