
প্যান্ডেমিক প্রলয়ের পর যারা বেঁচে যাবে
তারা দেখবে এক নতুন পৃথিবী, দেখবে
সুপার আর্থ নামের এক বিশ্বব্রহ্মাণ্ড।
এই লকডাউন শেষে ভোরের জানালায়
উড়ে আসবে এক আলোর পাখি
সে ই নতুন পৃথিবীর দূত হয়ে নিয়ে আসবে
সেই খবর, যেই খবর শোনার আশায়
পৃথিবীর তাবৎ মানুষ নিষ্ঠুরতম এক
ক্রান্তিকাল অতিক্রম করছে।
একদা মানুষের অত্যাচারের কঠিন আঘাতে
অন্তর্হিত হয়েছিল সাগরের মৎস্যকন্যারা,
তিলে তিলে বিলপ্তির পথে এগিয়ে যাচ্ছিল
মায়াময় ডলফিন, তারা আবার সগৌরবে
ফিরে আসবে নতুন পৃথিবীতে, সমুদ্রতলে
শৈবাল ও জলজ জঙ্গলে ভিড় করবে
হাজার প্রজাতির রঙিন মাছ এবং শুশুকেরা।
তখন দেখবে মানুষ কোটি টন মারনাস্ত্র
নিক্ষিপ্ত হচ্ছে সাগর আর মহাসাগরের
অতল তলে, সেখান থেকেই উদ্ভব হবে
নতুন এক শান্তি সভ্যতার, সেই সভ্যতার
অংশিদার হবো তুমি আমি, আমরা সবাই
ভূমিকম্পের মতো আফটার শক প্রক্রিয়ায়
এই বিশ্ব পুনর্নির্মিত হয়ে জন্ম হবে এক
নতুন বিশ্বের যার নাম হবে সুপার আর্থ।
তখন যারা নিজেদের শোধরাতে পারবে তারা
শামিল হতে পারবে আগামীর মঙ্গলাভিযানে।
২৬ এপ্রিল ২০২০
১২টি মন্তব্য
ইঞ্জা
ভাই আমার খুব ইচ্ছে অন্য সুপার আর্থ দেখার।
চমৎকার লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ। ইস কতো সুন্দর করে কথাগুলো বললেন। আমরা অপেক্ষায় আছি সেই সুপার আর্থ দেখবার জন্য। মনটা খুব ছটফট করছে কবে সেই মুক্তি আসবে । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
বিধাতা যেন সেই আলোর পাখি দেখা পর্যন্ত বাঁচিয়ে রাখেন
সেই প্রার্থনাই করি।
সাবিনা ইয়াসমিন
লেখা পড়তে পড়তে কল্পলোকে হারিয়ে যাচ্ছিলাম। একটা সুপার আর্থ দেখতে পেলে মন্দ হতো না। আর কিছু নাহোক একটা সত্যিকারের মৎস্যকন্যা বা মানব দেখার খুবই ইচ্ছে আছে আমার।
প্রফেসর সাহেব, আপনি লেখা লেখির পাশাপাশি দয়া করে দোয়া করুন, আমরা সবাই যেন সুপার আর্থের নাগালের মধ্যেই থাকি।
ভালো থাকুন,
প্রতিদিন আমাদের এমন সুন্দর সুন্দর লেখা পড়ার সুযোগ দিন।
শুভ কামনা রইলো 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“তখন যারা নিজেদের শোধরাতে পারবে তারা
শামিল হতে পারবে আগামীর মঙ্গলাভিযানে।”
ভালো সাগলো ভাইজান।
নতুন পৃথিবীর আলো দেখার প্রত্যাশায়
শুভ কামনায়।
তৌহিদ
আশা নিয়েইতো দিন যাপন করছি। আমরা করোনাকে জয় করবো একদিন।
সুন্দর লেখা পড়লাম ভাই।
ফয়জুল মহী
সহজ সরল ও নন্দিত ভাবে উপস্থাপন ।
সুরাইয়া পারভীন
দারুণ আশাজাগানিয়া কবিতা
কি জানি হয়তো সেই সুপার আর্থ
আমাদের ভাগ্যে জোটে কি না
চমৎকার লিখেছেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
চমৎকার একটা লেখা পড়লাম,অনেক ভালো লাগলো।
আমরা সবাই একটা সুন্দর পৃথিবীর অপেক্ষায় আছি, আল্লাহ সহায় হোন।
কামাল উদ্দিন
প্রকৃতি হয়তো খুব দ্রুত রিকভারি করে ফেলছে, আমরা কি তা পারবো ভাই?
জিসান শা ইকরাম
স্বপ্ন দেখি এমন এক নতুন সভ্যতার,
যদিও জানি এমন সভ্যতা থাকবে কেবল কল্পলোকেই।
তারপরেও আশায় থাকি আমরা।
শুভ কামনা।
হালিম নজরুল
আলোকিত এক পৃথিবীর অপেক্ষায় রইলাম।