>সিনেমা কেও হার মানিয়ে
>দিনে রাতে চারদিকেতে হচ্ছে মানুষ খুন
>এই দেশেতে বাঁচতে হলে সাবধানে তে থাকুন ।
>কে যে আপন কে যে পর চেনা বড় দায়
>ছোট বেলার বন্ধুর হাতে জীবন চলে যায় ,
>দিনে রাতে চারদিকেতে হচ্ছে মানুষ খুন
>এই দেশেতে বাঁচতে হলে সাবধানে তে থাকুন ।
>শাহ আজিজ… ১..৮..২০১৩..১..৩৯ এম
১৪টি মন্তব্য
জিসান শা ইকরাম
এই দেশেতে বাঁচতে হলে সাবধানে তে থাকুন ।
ঠিক ঠিক ।
তুমি আমি এক
(y)
ছাইরাছ হেলাল
অবশ্যই সাবধানতা ! বড়ই প্রয়োজন ।
তুমি আমি এক
তারপর ও বিপদ আসে !!!
মিসু
আচ্ছা থাকবো
তুমি আমি এক
ভালো ছেলে !!
এই মেঘ এই রোদ্দুর
হুম……. সাবধানে থাকুন নিরাপদে থাকুন
সুন্দর লাগছে কিন্তু
তুমি আমি এক
-{@
খসড়া
সাবধান হলেই কি দূর্বৃত্তের হাত থেকে রক্ষা পাওয়া যায়?
তুমি আমি এক
কিছুটা হলে ও পাওয়া যায় ।
শিশির কনা
আচ্ছা ।
তুমি আমি এক
(9)
লীলাবতী
হুম 🙂
তুমি আমি এক
হুম হুম হুম ।