
অস্বচ্ছ স্বপ্নগুলো বারবার ফিরে আসে
অবিশ্বাস্য ঘূর্ণির মত, মিলেমিশে,
ফিরে যেতে চায় দূর-অতীতে,
সম্ভ্রম-সহস্রের সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে;
অবিমিশ্র একাকীত্ব-সান্নিধ্যের নিবিড়-পরম একাত্বতায়।
ভয়ংকর জাল-ফেলা বিরুদ্ধতা হাসে
পাশ ফিরে শুয়ে, আাত্মগ্লানি চেপে রেখে,
ফিরে আনা স্বপ্ন রুখে সে দেবেই
নিপীড়নের নিখাদ-নিভাঁজ অ-নির্বিষ মধু-ঢেলে;
আপাত-অদৃশ্য এ-এক আতঙ্কজনক নিশপিশ মিশ্রতা।
ছবি……নেটের।
২৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
এ অনুভূতি গুলোর কোনো সংজ্ঞা হয়না। না তিতা, না মিঠা, না ঝাল-টক। এ অদৃশ্য আতঙ্ক কবে যে দূর হবে! ছবিটা খুব সুন্দর। এখানকার সান্নিধ্য পেতে মন চাইছে নিবিড়- পরম একাত্বতায়। শুভ সকাল
সুপর্ণা ফাল্গুনী
আাতগ্লানি । পাইছি একখান
ছাইরাছ হেলাল
অবশ্যই পেয়েছেন, কৃতজ্ঞতা।
ছাইরাছ হেলাল
আমার অতিপ্রিয় ধানসিড়ি, নিজের তোলা অনেক ছবি আছে, খুঁজে পাওয়ার ঝামেলা এড়াতে নেটের ছবি নিয়েছি।
প্রকাশের আড়ালে কিছু অনুভুতি থেকেই যায়, যা কোন সংজ্ঞায় পড়ে না।
অবশ্যই ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
আপনাকেও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
ফয়জুল মহী
অনুপম লেখা।
ছাইরাছ হেলাল
ধন্যবাদ দিলাম।
সুরাইয়া পারভীন
অস্বচ্ছ স্বপ্ন যতই ফিরে আসুক
অবিশ্বাস্য ঘূর্ণির মতো
মন যতই ছুটে চলুক
সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে
নিবিড় একাকীত্বের সান্নিধ্যের খোঁজে
এই অদৃশ্য আতঙ্ক মুহূর্তে কিছুতেই
স্বপ্ন পূরণের পথে যাওয়া যাবে না/উচিত নয়।
কি জানি কোথায় ওৎ পেতে আছে মরণঘাতী করোনার ভয়াল থাবা? মুক্ত স্বাধীন মনটাকে শিকল পরিয়ে বদ্ধ ঘরে আবদ্ধ করে রাখার বিকল্প কিছু নেই।
ছাইরাছ হেলাল
নিশপিশে আতঙ্ককে হেলাফেলা করা যাবে না কিছুতেই এ সময়ে।
অনেক সুন্দর মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
সুরাইয়া পারভীন
যাক বাবা বাঁচা গেলো!
এতোক্ষণ বুক ঢিপ ঢিপ করছিলো। মন্তব্য যথার্থ হয়েছে কি না ভেবে
ছাইরাছ হেলাল
অনেক সুন্দর করেই বলতে পেরেছেন,
যা সত্যিই কঠিন ছিল, আবার ও ধন্যবাদ বলছি।
কামাল উদ্দিন
কবিতার যে ভয়ংকর জাল ফেলেছেন তার বিরোধিতা করে আমি এগোনোর পথ আর পাচ্ছি কই?
ছাইরাছ হেলাল
এ জালে তো আপনার জড়ানোর কথা না, একটু হপ স্টেপ বা হাই জাম্প দিলেই হবে,
পোলভল্টের কথা বলছি না।
ভাল থাকবেন আপনি।
সুপায়ন বড়ুয়া
“অস্বচ্ছ স্বপ্নগুলো বারবার ফিরে আসে
অবিশ্বাস্য ঘূর্ণির মত, মিলেমিশে,
ফিরে যেতে চায় দূর-অতীতে,
সম্ভ্রম-সহস্রের সবুজ-শ্যামল ধানসিড়িটির তীরে;“
স্বপ্নগুলে বারবার প্রতারনা করারটা বড়ই কষ্টের
ও বেদনার। ভাল লাগলো শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ত্যাঁদড় স্বপ্নদের নিয়ে এই এক সমস্যা, কিছুতেই ধরা দেয় না।
আবার ছেড়ে ও যায় না, ছেড়ে দেয় ও না।
শুভকামনা ভাই।
সুরাইয়া নার্গিস
চমৎকার লেখাশৈলী ভাইজান, অনেক ভালো লাগছে।
শুভ কামনা রইল সবার জন্য।
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভাল থাকুন করোনাদিনে।
জিসান শা ইকরাম
সব কিছু প্রকাশ করা যায় না,
থামিয়ে দিতেই হয় কিছু স্বপ্ন।
ছাইরাছ হেলাল
অবশ্যই অপ্রাকাশিতব্য অনেক অনেক কিছুই।
সাবিনা ইয়াসমিন
কবিতা এত্ত কঠিন লাগে ক্যান! কপি মারতে গিয়েও আটকে গেলাম,, যেটা বুঝতেই পারছিনা ওটা কপি করেও মজা নাই 🙁
মহারাজ, এখন লকডাউনের টাইম, তাই ধানসিঁড়ির আশেপাশেও যাওয়া যাবে না। মন যতই অধির হোক থাকতে হবে চুপ করে ঘরে বসে। আর চাইলে এভাবে নেট থেকে ডাউনলোড করে দেখবেন, তাহলে আর বিরোধী আতঙ্কেরাও স্বপ্নে হামলা করতে আসবে না।
ছাইরাছ হেলাল
নাহ্, তেমন কঠিন না।
দ্বান্দিকতা থাকে সব কিছুতেই, যাব কী যাব না, পাব কি পাব না, বলব কী বলব না,
এমন সব টানাপড়েন আমাদের থাকেই সর্বদা।
হামলা কী বলে কয়ে আসে! ওরা আসে চুপি চুপি।
নিরাপদে থাকুন।
তৌহিদ
অতীতকে ভেবে হতাশায় থেকে আর কি লাভ! বর্তমানকে আঁকড়ে থাকাই জীবন।
ছাইরাছ হেলাল
হতাশা থেকে আমাদের মুক্তি পেতেই হবে।
ভাল থাকুন।
হালিম নজরুল
অনেকের অস্বচ্ছ স্বপ্নেই বিরুদ্ধতা হাসে।
ছাইরাছ হেলাল
ধুর! আপনি যে কৈ কৈ থাকেন!
হায়রে অস্বচ্ছ বিরুদ্ধতা, অল্প কথায় সুন্দর মন্তব্য শুধু কবিরাই করতে পারে।
নিরাপদে থাকতে হবে, সীমিত হয়ে।
হালিম নজরুল
সপ্তাহখানেক ব্লকে ঢোকার সুযোগই পাচ্ছিলাম না। কাল জোর করে ঢুকে পড়লাম। আপনার সুন্দরী কবিতাগুলো দর্শন করলাম।
ছাইরাছ হেলাল
খালি খালি লাগে, তাই খুজছিলাম।
কবিতা না ছাই!