১)
জলছবি, রংমশাল, স্কুল ছুটির হজমিরা
রুপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল…
২)
ক্ষরিত হওয়া পৃথিবীর ক্ষুদ্রতম প্রেমকাব্য
কাগজ না দেয়াল, এই প্রশ্নটা কি খুব গুরুত্বপূর্ণ?
৩)
সভ্যতা ঘুমায়
কালান্তরিত মানুষ জেগে থাকে
গড়ে নুতুন সভ্যতা
নব উদ্দীপনায়…
৪)
লাইফ অব (আব্দুল)হাই…
৫)
নগরায়িত আকাশ…
২১টি মন্তব্য
অনিকেত নন্দিনী
অপূর্বতা সবখানেই।
অপার্থিব
অনেক ধন্যবাদ দেখার জন্য। -{@
অরুনি মায়া
অনেক ভাল লাগল |
অপার্থিব
দেখার এবং ভাল লাগাটুকু জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। -{@
ইলিয়াস মাসুদ
কি যে সুন্দর …..
খুব ভাল ভাইয়া
অপার্থিব
আপনাকেও অনেক ধন্যবাদ দেখার এবং ভালা লাগাটুকু জানানোর জন্য। -{@
হতভাগ্য কবি
অসাধারণ, আরো চাই , পোষ্টে ভালোলাগা -{@
অপার্থিব
চেষ্টা করবো দেয়ার। আপনাকেও অনেক ধন্যবাদ ছবি গুলো দেখার ও ভাল লাগাটুকু জানানোর জন্য। -{@
হতভাগ্য কবি
😀
ভোরের শিশির
দারুণ সব ছবি এবং সেই সাথে শিরোনাম…
আপনাকে নতুন করে দেখছি আবার… 😀
অপার্থিব
অসংখ্য ধন্যবাদ আপনাকে অনুভূতিগুলো জানানোর জন্য । -{@
ভোরের শিশির
😀 দেখা হবে মিলনমেলাতে 😀
মরুভূমির জলদস্যু
১ নাম্বার ছবি সবচেয়ে সুন্দর হয়েছে।
অপার্থিব
ধন্যবাদ। -{@
নাসির সারওয়ার
১ নম্বর ছবিটা বাঁশের সাঁকোর কথা মনে করিয়ে দিলো। নিশ্চয়ই আছে এখনো কোথাও না কোথাও।
বেশ বেশ। ভালো লাগলো সুন্দর ছবিগুলো।
অপার্থিব
ধন্যবাদ দেখার জন্য। -{@
শুন্য শুন্যালয়
এত সুন্দর ছবিগুলোকে আপনি সস্তা ফটোগ্রাফি বলছেন? ঠিক না।
২ নাম্বারের ক্যাপশানটা চমৎকার হয়েছে, আর ছবি সবগুলোই সুন্দর।
অপার্থিব
ভাবনা গুলো সস্তা, যাপিত জীবন থেকে নেওয়া। দেখার জন্য ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
উফ!
প্রতিটি ছবি এককথায় অনবদ্য।
বিশেষ করে বাঁশের সাঁকো। কতো বছর আগে পার করেছি ওভাবে, ভুলেই গেছি।
অপার্থিব
এটা অবশ্য বাঁশের সাঁকো নয়, পাইপ। আপনাকে আবার এখানে দেখতে পেয়ে ভাল লাগলো। ধন্যবাদ।
নীলাঞ্জনা নীলা
কতো যে মন টানছিলো আসার জন্যে।
ভালো থাকুন।