বইয়ের পাতাগুলো আর বাঁধে না মোহের মাধুরীতে,
মলাটের-রঙের আল্পনায় সাজে না হৃদয়ের ক্যানভাস।
বইয়ের অক্ষরে হাসে না অন্তর মোহিনী,
শব্দগুলো আজ বড্ড বেরসিকভাবে তাকাচ্ছে অনবরত।
জরা-শীর্ণ, ক্ষীণকায় বাক্যগুলো গন্তব্য খুঁজে না পায়,
ছন্দ বিলাতে যামিনী জেগে রয় চন্দ্র হাতে।
কাব্যরা করেছে অনশন- উদ্ভিন্ন যৌবনা বিহনে,
কলমের কুঠুরিতে অবরুদ্ধ কালির ঝর্ণা ধারা।
কাগজ-কলমের অভিমানে বিরহ-ব্যথায়,শূণ্যতায়
এককোণে পড়ে রয় সবার অলক্ষ্যে।
পুষ্পার্ঘ্য লয়ে ভক্ত অপেক্ষার অভিলাষে,
দেবদূত আসবে প্রসাদ লয়ে মিটাতে মনের পিয়াস ।
২১টি মন্তব্য
তৌহিদ
তাহলেতো দেবদূতকে আসতেই হয়! শব্দেরা খেলা না করলে আপনার এত সুন্দর কবিতা আমরা পড়বো কি করে!
ভালো থাকুন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্য কারীর জন্য ধন্যবাদ ও অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
ফয়জুল মহী
অসাধারণ একটি লেখা । ♥️
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সবসময় শুভ কামনা ও শুভেচ্ছা রইল
ছাইরাছ হেলাল
আহা দেবদূত এসো এসো।
অনশন- উদ্ভিন্ন যৌবনে যদি এমন লেখা লিখে হাকডাক/ডাকাডাকি করা যায়।
তাহলে অনশন-ই জোড়ছে চালু থাকুক।
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂 ধন্যবাদ ভাইয়া। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা এভাবে সর্বদা অনুপ্রেরণা দেবার জন্য। ভালো থাকবেন
ইঞ্জা
কাব্যরা করেছে অনশন- উদ্ভিন্ন যৌবনা বিহনে,
কলমের কুঠুরিতে অবরুদ্ধ কালির ঝর্ণা ধারা।
কাগজ-কলমের অভিমানে বিরহ-ব্যথায়,শূণ্যতায়
এককোণে পড়ে রয় সবার অলক্ষ্যে।
অনবদ্য।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো। শুভ দুপুর
ইঞ্জা
শুভেচ্ছা জানবেন আপু।
শুভ দুপুর।
অপার্থিব
আমি আমার মত ব্যাখ্যা করলাম।
একজন লেখক/কবি কিছু লিখতে চাচ্ছেন কিন্ত লিখতে পারছেন না যেটা “কাগজ-কলমের অভিমান”। কিছু লেখার জন্য অনুপ্রেরণা লাগে, লেখক সেই অনুপ্রেরণার অভাবে ভুগছেন যেটা প্রকাশ হয়েছে “কাব্যরা করেছে অনশন- উদ্ভিন্ন যৌবনা বিহনে” লাইনের মাধ্যমে। তবু তিনি আশায় আছেন এই ভেবে যে এক সময় তার মনের দরজা খুলে যাবে, তিনি আবারো অজস্র শব্দের মালা নিয়ে বসবেন মনের পিয়াস মেটাতে।
সুপর্ণা ফাল্গুনী
এরচেয়ে ভালো ব্যখ্যা , বিশ্লেষণ আর হতে পারে না। অসাধারণ, অভিভূত হয়ে গেছি আপনার মন্তব্যে। এমন পাঠক কোথায় ডুমুরের ফুল হয়ে ফুটেন? ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
জাকিয়া জেসমিন যূথী
বাহ তুমিতো বেশ লিখছো। যত্ন করে রেখে দিও… গুণে গুণে অনেকগুলো দিয়ে একদিন বই হবে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ তোমাকে। চেষ্টা করবো রেখে দেয়ার। ভালো থেকো সুস্থ থেকো। শুভ সকাল
আরজু মুক্তা
আবারও শব্দরা খপলা করুক মনের দেয়ালে। আপনিও লিখুন মনের মাধুরীতে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। 🌹🌹 ভালোবাসা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন।
হালিম নজরুল
কাব্যদের অনশন ভংঙ্গ হোক।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
ছাইরাছ হেলাল
ঘটনা কী!!
সুপর্ণা ফাল্গুনী
কি হলো ভাইয়া?
ছাইরাছ হেলাল
আপনি অনুপস্থিত এখানে, তাই খোঁজার সামান্য চেষ্টা।
সুপর্ণা ফাল্গুনী
ও আচ্ছা। হুম অসুস্থ আর মন খারাপ ছিলো । তাই দু’দিন সব বন্ধ রেখেছিলাম। ধন্যবাদ মনে করার জন্য।