বইয়ের জরা-ব্যাধি

সুপর্ণা ফাল্গুনী ১২ মে ২০২০, মঙ্গলবার, ১২:০০:০৪পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

বইয়ের পাতাগুলো আর বাঁধে না মোহের মাধুরীতে,
মলাটের-রঙের আল্পনায় সাজে না হৃদয়ের ক্যানভাস।
বইয়ের অক্ষরে হাসে না অন্তর মোহিনী,
শব্দগুলো আজ বড্ড বেরসিকভাবে তাকাচ্ছে অনবরত।
জরা-শীর্ণ, ক্ষীণকায় বাক্যগুলো গন্তব্য খুঁজে না পায়,
ছন্দ বিলাতে যামিনী জেগে রয় চন্দ্র হাতে।

কাব্যরা করেছে অনশন- উদ্ভিন্ন যৌবনা বিহনে,
কলমের কুঠুরিতে অবরুদ্ধ কালির ঝর্ণা ধারা।
কাগজ-কলমের অভিমানে বিরহ-ব্যথায়,শূণ্যতায়
এককোণে পড়ে রয় সবার অলক্ষ্যে।
পুষ্পার্ঘ্য লয়ে ভক্ত অপেক্ষার অভিলাষে,
দেবদূত আসবে প্রসাদ লয়ে মিটাতে মনের পিয়াস ।

১৩৬২জন ১১৭৮জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ