
কিনতে এসে ভবের হাটে
স্বর্গ সুখের ধাপ,
মনের ভুলে কিনছি শেষে
মস্ত বড় সাপ।
ভাবনু পুষে পায় যদি সুখ
ভুলবে আপন রোষ,
হোক বা কারণ অকারণে
করবে না আর ফোঁস।
বৃথাই আমার স্বপ্ন আশা
স্বার্থে হয়ে বুঁদ,
রোজ বসে সে আসল ফেলে
কষতে হিসেব সুদ।
চিনলো না শেষ সখ্য স্বজন
আপনা কে বা পর,
মত্ত থেকে রং রোশনে
করলো মলিন দর।
সার না পেলে অন্তে আলো
শ্বাস যদি হয় লীন,
জ্বলবে কি আর কর্ম ভুবন
আত্মা হলে ভিন!!
১২টি মন্তব্য
বন্যা লিপি
যথার্থ শব্দ প্রয়োগে আপাত বাস্তবতার রুঢ় সত্য তুলে ধরেছেন। প্রবাদ বাক্যে যেমন আছে, দুধ কলা দিয়ে সাপ পুষেছি, ছোবল দিতে ছাড়বে কেন? সাপ চিনতে ভুল করি আমরা আমাদের সহজাত স্বাভাবিক আচরনে।
শুভ কামনা।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় আন্তরিক ধন্যবাদ রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
স্বপ্ন নীলা
অসম্ভব বাস্তব উপযোগী লেখা, কি মিষ্টি একটি লেখা লিখেছেন আর তার ভেতর দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন ভাল আর মন্দের তফাৎ– আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য —-
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্য পেয়ে বিমোহিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
ভাবি এক হয়ে যায় আরেক এটাই কঠিন বাস্তবতা। আর সেটাই আপনি দারুন ভাবে তুলে ধরলেন। আপন ভেবে যার জন্য করবেন সে-ই ছোবল দিবে ফণা তুলে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ বলেছেন প্রিয় কবি।
সুন্দর মন্তব্যে ভীষণ প্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রইল অন্তহীণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
চুপচাপ সাপ গুলো সংসারে ক্ষতি করে বেশি।
সাবধানী হতে হয়
বোরহানুল ইসলাম লিটন
একদম ঠিক বলেছেন।
সুন্দর মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
তৌহিদ
বাস্তবতার সত্য কথনে অপরুপ শব্দশৈলীর ঝংকার দেখলাম লেখায়। সাধু সাধু।
নিয়মিত আপনার লেখা চাই কিন্তু। অন্যদের লেখাতেও নিজের মতামত দিন বেশিবেশি।
শুভকামনা।
বোরহানুল ইসলাম লিটন
চেষ্টা করছি তৌহিদ ভাই নিয়মিত লেখার জন্য।
অন্যের লেখায় মন্তব্যও করি যথাসাধ্য।
আপনার মূল্যবান মন্তব্যে ভীষণ অনুপ্রাণিত হলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন অবিরাম।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
রোকসানা খন্দকার রুকু
অল্পকথায় সুন্দর প্রকাশ। বিষধর সাপের অভাব নেই আমরাও ভুলে- ভালে কিনে ফেলি। শুভ কামনা রইলো ভাইয়া।🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
যথার্থ অনুধাবন।
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।