কোনো এক শতাব্দীর প্রাক্কালে
জমে থাকা বরফের নীচে চাপা পড়ে র’বে
রেখে আসা এই সব বিকেল-সন্ধ্যা-রাত-ভোর।
ছুটির দিনের হিম হিম হাওয়ার ভেতর গলিয়ে, সমস্ত বাধা উপড়ে ফেলে
সামাজিক দ্বিধার প্রাচীর ভেঙ্গে সামনে এসে দাঁড়াবে
এমনই এক নির্ভীক সন্ধ্যা
অসুস্থ সময়ের ভেতর থেকে মাথা গলিয়ে আরেক নতূনের জন্ম হবে
হঠাৎ একদিন সোনালী রোদের ডানায় ভর করে এসে
সেই যে মৃত্যু আবার জীবনের কথা বলে গেলো,
“হিংস্র এই কঠিন পৃথিবীতে ভালোবাসার প্রয়োজন খুব বেশী।”
সেই তখুনিই ক্ষমার ব্যাগ খুলে নিঃস্ব করে দিয়েছি সমস্ত বিদ্বেষ এবং বিতৃষ্ণা–
তারপর থেকেই ভালো লাগে এই হাসি এবং তুমি, মানে তোমাকে,
আর এই সময়, ঘিরে থাকা প্রিয়জনেরা।
হ্যামিল্টন, কানাডা
১৮ ডিসেম্বর, ২০১৫ ইং।
৩৮টি মন্তব্য
আমির ইশতিয়াক
ভাল লিখছেন। শুভ কামনা রইল।
নীলাঞ্জনা নীলা
ধন্যবাদ আমির। 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
সেই যে মৃত্যু আবার জীবনের কথা বলে গেলো, -{@
এত গভীর ভাবনা ;?
ধন্যবাদ সুন্দর :c
নীলাঞ্জনা নীলা
মনির ভাই আমি জীবনের গান গাই। ধন্যবাদ মন্তব্যের জন্যে। -{@
ব্লগার সজীব
সামনে এসে দাঁড়াক নির্ভীক সন্ধ্যা।ভালো লেগেছে নীলাদি।
নীলাঞ্জনা নীলা
ভাভু বাইয়া প্রতিদিন সন্ধ্যা আমায় নতূন করে বাঁচতে শেখায়।
ভালো থাকুন ভাইয়া। ওহ আমায় দিয়ে ফরমালিটিস হবেনা। যেভাবে ছিলাম, তেমনই থাকবো। কেমন জানি লাগে, একা একা হাসি। 😀
শুভ মালাকার
এটি-বাস্তবতার একটি প্রতিক :c
শুভ কামনা রইল।
নীলাঞ্জনা নীলা
অসংখ্য ধন্যবাদ শুভ। ভালো থাকুন।
মৌনতা রিতু
তোমার সবই তো আমার তাইতো ক্ষমার ঝুড়ি বারে বারে খুলি।
এই ক্ষমাতেই আমার শান্তি।তাই রাখিনা কোন বিদ্বেস।
সত্যিই বলছি সুন্দর উপস্থাপন।
শুভকামনা রইলো।
নীলাঞ্জনা নীলা
মন্তব্য এতো সুন্দর! কি যে বলি প্রতি-মন্তব্যে। ;?
ভালো থাকুন মৌনতা রিতু।
নূরু
অসম্ভব সুন্দর কিছু শব্দ চয়নে
শৈল্পীক হাতের ছোঁয়ায় গাথা
কাব্য দারুন উপভোগ্য হয়েছে।
শুভেচ্ছা কবির জন্য।
নীলাঞ্জনা নীলা
মন্তব্য পেয়ে লেখাটি ধন্য হলো। ধন্যবাদ নূরু।
অরুনি মায়া
হুম দুদিনের এই দুনিয়ায় বিদ্বেষ ,বিতৃষ্ণা ,ক্ষোভ পুষে রেখে কি লাভ | কে জানে কাল ভোরের সূর্য দেখব কিনা | বিশেষ করে মানুষ টি যদি হয় ভালবাসার , তবে ক্ষমা অনেক সহজ হয়ে যায় |
নীলাঞ্জনা নীলা
অরুনি আপু আমার আবার কৈ মাছের প্রাণ। সহজে যাচ্ছিনা। কাল ভোরের সূর্য উঠবে কিনা জানিনা। এখনও ওয়েদার রিপোর্ট চেক করিনি। তবে হুম এ জানি দৌঁড়, দৌঁড় এবং দৌঁড়। 😀
ভালো থেকো আপু। -{@ (3
ছাইরাছ হেলাল
আরও সুন্দর করে লিখুন আপনার ঘিরে থাকা প্রিয়জনদের ভেবে।
ভাল লিখিয়েদের অনেক সুবিধা।
নীলাঞ্জনা নীলা
ভালো লিখিয়ে!!! 😮
ভালো লিখিয়ের মন্তব্য পেয়ে লেখা উৎরে গেলো।
এজন্য ধন্যবাদ নয়, -{@ দিলাম।
জিসান শা ইকরাম
সময়ের কারুকাজ!
প্রথম পড়লাম এমন, কবিরা কত ভাবে যে লিখতে পারেন
কেন যে কবি হইলাম না।
নীলাঞ্জনা নীলা
সেরেছে কবি!!! কাকে কবি বলো নানা? তোমার মাথা গেছে আসলে।
ইস কেন যে কবি হইলাম না ;(
কেন, কেন, কেন??? ^:^
সাঞ্জনা চৌধুরী জুঁথী
আপনার লেখা সবসময়ই সবার থেকে আলাদা। আপনার লেখার টানে,এমনই এক নির্ভীক সন্ধ্যাই চলে এলাম আপনার বাড়ি। অনেক ভালো থাকবেন। শুভেচ্ছা অন্তহীন….. -{@
নীলাঞ্জনা নীলা
ইস ওসবে চলবে না। আমায় আপনি বলা চলবে না, চলবে না। অনেক ঝামেলা হয়।
নিজে বলে বিপদে পড়েছি। এইবার ক্ষমা দে রে মনা।
যাক বাড়ী এলি যখন, আজ আর যেতে দিচ্ছি না। কাল পার্টিতে তুই আমার নাচের পার্টনার। 😀 \|/
নে এখানে বৃষ্টি তোকে তাই -{@ (3 দিলাম।
মারজানা ফেরদৌস রুবা
কবিতা প্রায়ই আমার মাথার উপর দিয়ে যায়, কিন্তু পড়তে ভালো লাগে।
জীবনের সাথে মৃত্যু এক অনিবার্য সত্য। কাজেই কুরিপুগুলোকে ঝেরে ফেলে ক্ষণস্থায়ী জীবনে ভালোবাসাই কাম্য হওয়া উচিৎ।
নীলাঞ্জনা নীলা
আপনার লেখা পড়লে কতো কিছু জানা হয়। এসব লেখা আবার কঠিন নাকি?
আর মাথার উপর দিয়ে যায় কি করে বুঝবো? মন্তব্য তো বলছে পুরোটাই বুঝে গেছেন। -{@
মরুভূমির জলদস্যু
প্রথম তিন লাইন অসাধারণ একটা অনুভূতী তৈরি করে।
নীলাঞ্জনা নীলা
আমি ধন্য তাহলে। লেখাটা স্বার্থক। ধন্যবাদ আপনাকে।
নাসির সারওয়ার
প্রেম ভালবাসা খুবই শরমের ব্যাপার (আমার নিজের কথা)। আপনি দেখি ঢাক ঢোল পিটাচ্ছেন জোড়েসোড়েই। চালিয়ে যান, অনেক দূর থেকে আমরা শুনতে থাকি।
নীলাঞ্জনা নীলা
ভাইয়ূ এটা তো কিচ্ছু না। প্রেমের দেখলেন কি! নয় বছর যখন প্রেম করেছি, জানতো না এমন কেউ নেই।
প্রেম আর যুদ্ধ লুকিয়ে রাখা যায়না। তাহলে তো প্রেমের লেখা দিতেই হয়।
আপনার মন্তব্য পেলে মনটা ভালো হয়ে যায়। দেখবেন যেনো এ কথা শুনে বেশী অহঙ্কারী হয়ে যাবেন না যেনো। তাহলে মাথায় আগুণ জ্বলবে। কানাডা পুড়ে যাবে। 😀
মেহেরী তাজ
কেনো যে আমি কবিতা বুঝি না! আফসোস!
তবে প্রিয়জন দের উপর রাগ না করায় ভালো!
আপনার লেখা পড়তে ভালো লাগে আপু!
নীলাঞ্জনা নীলা
প্রিয়জনদের উপর অভিমান করি। রাগ না।
পিচ্চি আপু না বুঝলে মন্তব্যর সাথে লেখা মিলে গেলো কি করে? ভাববার বিষয়। ;?
অনেক অনেক ভালোবাসা রে আপু। -{@ (3
মোঃ মজিবর রহমান
পড়েই তৃপ্তি
লিখতে পারি আর নাই পারি।
সুন্দর কাব্যিক কথা জীবনের স্বাদে।
নীলাঞ্জনা নীলা
লিখতে পারেন না আপনি! 😮
আর এটা বিশ্বাস করবো আপনি? যেসব পোষ্ট লিখেন সেসব আমাদের সমাজ জীবনের কাজে আসে। 🙂
মোঃ মজিবর রহমান
এই সোনেলায়
এসে পড়তে ভাল লাগে।
সবার হ্রিদ্রতায় সংগে
মনের কিছু কথা বা দেশের কিছু কথা বলে শেয়ার করি এই আআর কি।
শুভেচ্ছা অবিরত আপু।
নীলাঞ্জনা নীলা
মনের কথা এতো সুন্দর হয় যাঁর, তাঁর লেখা নিয়ে কিছু বলার নেই। (y) -{@
শুন্য শুন্যালয়
ক্ষমা, আমার তো কারো উপর খুব বিদ্বেষই আসেনা। সত্যি বলছি। নিষ্ঠুর বাজে লোকের মাঝে তার কিছু ভালো কাজের প্রতি এক ধরনের মায়া কাজ করে।
সময় নয়, এ তোমার মনের কারুকাজ দেখলাম। শান্তিকে খুব চিনতে শিখেছ দেখছি। খুব ভালো।
নীলাঞ্জনা নীলা
বিদ্বেষ আমারও নেই শুন্য আপু। তবে প্রিয়জনদের অন্যায়ের ক্ষমার সুযোগ একবার দেই। এমন মানুষ নেই যে অন্যায় কিংবা খারাপ কিছু করেনি জীবনে। আপু একজন খুনীর সাথে দেখা হয়েছিলো। ছাত্রনেতা বলবো না, ক্যাডার। সে একজনকে খুন করেছিলো। আপু দেশের রাজাকারদের মধ্যেও খুঁজলে কিছু ভালো পাওয়া যাবে। মায়া করবে তাদের? আমি তোমার মতো অতো মহান না আপু, অন্যায়কারীকে প্রশ্রয় দেইনা, সুযোগ দেই ভালো হবার। তাও যাদের ভালোবাসি। যদি আমি কখনো কোনো অন্যায় করি, আর তুমি সেটা ধরিয়ে না দাও কিভাবে ভালো হবো? বন্ধু তো সে-ই, যে ভুল-ত্রুটি ধরিয়ে দেয়। ভালো কিছুতে ভালোবাসে।
তোমাকে অনেক ভালোবাসি, চরম সত্যি। বিশ্বাস হবে কিনা জানিনা। ভালো থেকো আপু। -{@ (3
শুন্য শুন্যালয়
ব্রড স্পেক্ট্রামে বলেছ নীলাপু, আমি আসলে আমার পরিবৃত্তেই ভেবেছি। চোখের সামনে আসলে একজন ছিল, যাকে মাঝে মাঝে খুন করে ফেলতেও ইচ্ছে হয়েছে। খুনী, রাজাকারদের কথা বলছো? যতক্ষন তারা আমার না, ততক্ষন তারা খুনী, রাজাকার। বাবা-মা, পরিবারের মানুষ তাদের মাঝেও যত নিষ্ঠুরতা থাক, আমরা মায়া টাকেই বেছে নেই। কেউ আমার সাথে খুব অন্যায় করলে, প্রশ্রয় দেবোনা, দেয়া ঠিকও না, তবে সে যদি আমাকে কিছুটা কখনো ভালো কিছু দিয়ে থাকে, আমি তাও মনে রাখি।
আমাদের নিজেদের দূর্বলতাগুলোকে আসলে আমরা আমাদের পক্ষেই রাখি, এটাই স্বাভাবিক।
তুমিও খুব ভালো থেকো। -{@
নীলাঞ্জনা নীলা
আপু কতো সুন্দর বললে! এই কথাগুলোতে সহমত প্রকাশ করছি।
ভালোটা অবশ্যই মনে রাখি, কিন্তু অন্যায় করলে আর সেটার ভার অনেক বেশী হলে ভালোটা নষ্ট হয়ে যায়।
ওই যে কথায় আছে না, গরুর দুধে এক ফোঁটা চনা পড়লে সবটুকুই নষ্ট হয়ে যায়!
অফুরান ভালোবাসা আপু। -{@ (3
অনিকেত নন্দিনী
“ক্ষমার ব্যাগ খুলে নিঃস্ব করে দিয়েছি সমস্ত বিদ্বেষ এবং বিতৃষ্ণা–”
কজনায় এমন করে ক্ষমা করতে পারে? এই ক্ষমা নিরন্তর সজীবতায় ছেয়ে রাখুক জীবন।
ভালোবাসা। (3
নীলাঞ্জনা নীলা
নন্দিনীদি ছয়টি রিপুর মধ্যে একটি রিপুই আমায় মেরেছে। আর সেটি হলো রাগ।
তবে সেও কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছি। একসাথে তো হবেনা।
“ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক…।” -{@ (3