আমরা দুই বান্ধবী দুই ডিপার্টমেন্টে পড়ি। হলে দু’জনের রুম দুই প্রান্তে। তবুও কেমন করে যেন আমাদের গভীর বন্ধুত্ব। একসাথে টিভি রুমে, ডাইনিং রুমে গল্পে মশগুল থাকি। কি এতো গল্প করি ? আবার এভাবেও বলা যায়___ কোন গল্পটা না করি ? আমি সাদামাটা। ব্যবহারের জিনিস “একটা হলেই হয়” টাইপের। ও সৌখিন। ব্যবহারের সব “ভাল/ব্র্যান্ডের হওয়া চাই” টাইপের। বান্ধবীটির এক জন্মদিন। রাতে সবার আগে সেলিব্রেট করবো বলে বিকেলেই নিউ মার্কেটের সামনে থেকে ফুল কিনি। বেছে বেছে গোলাপ আর রজনীগন্ধা দিয়ে যত্নে তোরা বানিয়ে নিয়ে আসি। লুকিয়ে লকারে রেখে দেই চম্কে দিবো বলে। রাত বারোটা এক মিনিটে সেই রুমে যাই। ফুলের তোরা এগিয়ে দিয়ে হ্যাপি বার্থডে উইশ করি। আমার সৌখিন বান্ধবীটি সারপ্রাইজড হয়। চোখ ভিজে যায় তাঁর আনন্দে। অতঃপর রুমমেট সিনিয়র আপুরাও সবাই উইশ করে একে একে। সেই রাতে ভোর অবধি হাসি গল্পে মেতে থাকি আমরা……
হুট করেই যখন আমার এদেশে আসা নিশ্চিত হয়, তখন অনেক মনখারাপের মাঝেও মজা করে বলে, “আমার সব কস্মেটিকস এখন থেকে তুই-ই পাঠাবি কিন্তু।” আমি খুশী হই এমন আবদারে। দেশ থেকে চেনা কেউ এলে বান্ধবী ফোন করে, কি লাগবে জানতে চায়। আবার এখান থেকে চেনা কেউ গেলে আমি জানতে চাই__ তোর কি লাগবে। এভাবেই দিন, মাস, বছর, যুগ পেরোয়। বন্ধুত্ব অটুট সেই আগের মতই। শুধু অনেক অনেক গল্প হয় না… অনেক অনেক হাসি, ঠাট্টা হয় না।
ওরা স্বামী-স্ত্রী গাঁ’য়ের কলেজে শিক্ষকতা করে। ভোরে ফোন দিলে ওই প্রান্তে হাঁস মুরগীর ডাক, ফেরিওয়ালার ডাক। এমন চেঁচামেচির মাঝে কথা হয় না মন খুলে। আমি রেখে দিতে চাই। দশ মিনিট পর ফোন দিতে বলে। কলেজের উদ্দেশ্যে বের হচ্ছে। বাইরে গেলেই নাকি শান্তিতে কথা হবে। দশ মিনিট পর ফোন দেই। এবার আরো বিকট শব্দ ! কান ঝালাপালা। এইদিকে আমি চেঁচাই। ওইদিকে ও। মাথা ধরে আসে। অবশেষে জানতে পারি, বিশেষ একধরনের বাহনে করে কলেজে যাতায়াত করে। শ্যালোমেশিন চালিত যান। নাম___” ভটভটি”। আমি কল্পনায় বোঝার চেষ্টা করি, “ভটভটি” কি সিএনজি এর মতো ? নাকি মিশুক এর মতো ? নিজেকে সান্তনা দেই… যাক্, কথা হয়নি তো কি হয়েছে… আছি-ই তো এক পৃথিবীতে… এক আকাশের নীচে …
সময়, পরিবেশ আর পরিস্থিতির কাছে ভালোবাসায়, যত্নে গড়া সম্পর্কগুলো কতো না অসহায় !
২৮টি মন্তব্য
জিসান শা ইকরাম
বন্ধুতা বেঁচে থাক আজীবন
টিকে থাক এমন আন্তরিক সম্পর্ক।
জিসান শা ইকরাম
এই যে ভটভটি
http://redtimesbd24.com/wp-content/uploads/2014/02/nosimon.jpg
মারজানা ফেরদৌস রুবা
ওয়াও! রিমি রুম্মান আর জিসানভাইর কল্যানে ভটভটি দেখলাম।
রিমি রুম্মান
ভতভটি দেখা হল। এবার কল্পনায় দেখে নিবো অনেকের সাথে আমার বান্ধবীটি পা দুলিয়ে কেমন করে কলেজে যাতায়াত করে ।
শিপু
আমি এক দিন ঐ এক প্রকার ভডভডি তে চড়ে ছিলাম
ঝিনেইদহ গিয়ে।আমার অনেক ভয় লাগছিল। এটাতে চড়া
আনেক বিপদ জনক। তার পরও গ্রামের মানুষ উপাই না পেয়ে চড়ে।জীবনের মায়া ত্যাগ করে।
রিমি রুম্মান
মানুষ যখন নিরুপায় থাকে, তখন হয়তো এত কিছু ভাবে না। যাক্ , ভটভটিতে চড়ার অভিজ্ঞতা সম্পন্ন একজন পাওয়া গেলো। ভাল থাকুন সবসময়।
ব্লগার সজীব
এত সুন্দর বন্ধুত্ব আজকাল বিরল আপু।আপনাদের দুজনেরই সৌভাগ্য এমন বন্ধুত্ব আপনারা পেয়েছেন।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। কোন এক অদৃশ্য কারনে আমার সব বন্ধুদের সাথেই আমার আজও কম বেশি যোগাযোগ হয় ব্যস্ততার মাঝেও।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
ভটভটির শব্দটা মাটির মানুষের গায়ে লেগে আছে তাই বিকট শব্দের মাঝেও ওরা কথা বলে ওদের কোন সমস্যা হয় না দিব্যি কথা বার্তা বলেই যাচ্ছেন।বন্ধুত্ত্ব অটুট থাকুক পরপারেও এই কামনা।
রিমি রুম্মান
ভাল থাকুন আপনিও মা মাটি দেশ।
ছাইরাছ হেলাল
সময়ের কাছে আমরা সত্যি সত্যি অসহায়, একান্তই অসহায়।
রিমি রুম্মান
সময়, পরিবেশ আর পরিস্থিতির কাছে ভালোবাসায়, যত্নে গড়া সম্পর্কগুলো কতো না অসহায়
শুন্য শুন্যালয়
এসব কিছু মেনে যে নিতেই হবে, কস্ট হলেও। এমন বন্ধুত্ব দেখলে ভালো লাগে খুব। সময়কে হারিয়ে দেয়া যায় একটু মন থেকে চাইলেই। যত্নে থাকুক সম্পর্কগুলো।
রিমি রুম্মান
যত্নে থাকুন, ভাল থাকুন প্রবাসে।
স্বপ্ন নীলা
দুই বান্ধবীর জন্য প্রাণঢালা শুভকামনা
রিমি রুম্মান
শুভকামনা আপনার জন্যে, সোনেলা’র সকলের জন্যে।
নুসরাত মৌরিন
যতদূরেই থাকুন বন্ধুত্ব সারাজীবন এমনই থাকুক-এক পৃথিবী আর এক আকাশের নিচে যত্নে থাকুক।
রিমি রুম্মান
ভাল থাকুন আপনি। শুভ কামনা রইলো।
লীলাবতী
এমন বন্ধুত্ব আজকাল স্বপ্নের মত মনে হয়।দুজন দুজনকে ভালোই চিনেছেন আপু।
রিমি রুম্মান
ঠিক বলেছেন। আমার সব বন্ধুদের সাথে সম্পর্কগুলো আজও যত্নে আছে। ভাল থাকুন সবসময়।
কৃন্তনিকা
বন্ধুত্ব এমনই হয়। মনের সাথে মনকে একসুত্রে গেঁথে রাখে। এক দিকে টান পড়লে অন্য পাশে টের পায়…
রিমি রুম্মান
ভাল বলেছেন। এক দিকে টান পড়লে অন্য পাশে টের পায়… সুন্দর লাইন।
স্বপ্ন
আজীবন এমনই থাকুন আপু। খুব ভালো লাগে এমন সম্পর্কের কথা শুনলে।
রিমি রুম্মান
যোগাযোগ রক্ষা করতে না পারলেও কেন যেন সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। ঘুরে ফিরে বন্ধুরাই আবার যোগাযোগ করে, সম্পর্ক টিকিয়ে রাখে। কৃতজ্ঞতা ওদের প্রতি।
খেয়ালী মেয়ে
কিছু সম্পর্ক আছে যা কোন রকম বাঁধন ছাড়াও আজীবন টিকে থাকে…
বেঁচে থাকুক বন্ধুত্ব……..যত্নে থাকুক বন্ধুত্ব….
রিমি রুম্মান
ভাল থাকুন আপনিও । শুভ কামনা সবসময়।
আরিফ আরাফাত রুশো
ফেসবুকে কথা না বলেওকাছে থাকা যায়।সে কি ফেসবুকার নয়?
রিমি রুম্মান
না, সে ফেসবুকার নয়। প্রত্যন্ত এলাকায় থাকে।