
শয়তানের উপস্থিতি অহর্নিশি,
আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়েছে।
মুক্তি মেলেনা সহজে,
মৃত্যুক্ষুধা চারপাশে ভেসে বেড়ায় শিমুল তুলার পেখমে।
ক্ষুধার্ত শিয়াল খুঁজছে অন্ন-
খুন হওয়া মানবতার নারীভুড়িতে।
কোথায় মানবতা, কোথায় কথার চর্বিত-চর্বণ!
অপব্যয়িত সমাজ বেশ্যালয়ে মুখ থুবড়ে পড়ে;
অন্ধকার গলিতে মাথা ঠুকে-
আর্তনাদের নিরাকার অবয়বগুলো।
সমাজপতিরা চুষে/খুঁচিয়ে চৌর্য করে সহোদরদের হককে,
পরিচয়হীনতায় নর্দমার কীট বনে দেবশিশু;
নানান মোড়কে, সুগন্ধে সজ্জিত বিশ্বাস বেসাতি করছে-
মনের দ্বারে দ্বারে কড়া নেড়ে।
ললাটের অদৃশ্য মানচিত্র-
ছিন্নভিন্ন হয় ব্যর্থতার জৌলুসে।
বেনোজলে ভেসে যায় যৌবনের উন্মাদনা;
রাষ্ট্রের গ্রীবায় ঝুলছে অনাহারীদের ফাঁসির রজ্জু।
২৯টি মন্তব্য
বন্যা লিপি
চিৎকার করে ভাসছে প্রতিটি শব্দে দ্রোহ, ক্ষোভ, হতাসার, ক্রুব্ধ ভাষা। তবুও আমাদের চিৎকার বাতাসে ভাসে, সমাজের ঘুণপোকা মরেনা, সরেনা আঁধারের কালো চাদর।
মেটেনা ক্ষুধার অন্ন। ঘোচেনা দূর্নিতীর কালো থাবার অভিশাপ।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হয়ে গেলাম। কি সুন্দর করে বললেন। দারুন লাগলো। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
অসাধারণ বিষয় বস্তুর নিখুঁত লেখনী l মুগ্ধ হলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। খুব ভালো লাগলো মন্তব্য টি। শুভ কামনা রইলো আপনার জন্য
ছাইরাছ হেলাল
ভালু বাসাবাসির বাইরে এসে খুব সুন্দর করেই আমাদের সামাজিক-পারিবারিক
অবিন্যস্ততা খুব সুন্দর করেই বলে দিয়েছেন। লিখুন আরো নানান কিছু সময়ে-অসময়ে।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের অনুপ্রেরণা আর আশীর্বাদে চেষ্টা করছি কিছু লেখার। অসংখ্য ধন্যবাদ আপনাকে সবসময় আমাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
মনের মাধুরি দেয়ে লেখা কবি দিদি
অনেক শুভেচ্ছা রইল————-
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা রইলো। আপনাদের মন্তব্য পেলে ভালো লাগে খুব। নিরন্তর শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
রাষ্ট্রের গ্রীবায় ঝুলছে অনাহারীদের ফাঁসির রজ্জু!
একদম ঠিক দিদি।
বাস্তবতার নিরিখে লেখনী কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন আর পাশে থেকে লেখার সমালোচনা করুন, মতামত দিন। খুব খুশি হই আপনাদের অনুপ্রেরণা পেয়ে। শুভ কামনা রইলো
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সুন্দর এবং সাবলীল লেখায় মুগ্ধ । — “সমাজপতিরা চুষে/খুঁচিয়ে চৌর্য করে সহোদরদের হককে,
পরিচয়হীনতায় নর্দমার কীট বনে দেবশিশু;” — শুভ কামনা ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া সবসময় লেখায় মন্তব্য করার জন্য। খুব ভালো লাগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আশীর্বাদ করবেন
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
শুভ কামনা রইলো দিদি।
সুপায়ন বড়ুয়া
“খুন হওয়া মানবতার নারীভুড়িতে।
কোথায় মানবতা, কোথায় কথার চর্বিত-চর্বণ!”
সময়ের কাছে রেখে যেতে চাই
বিচারের অর্পন।
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ মিলালেন দাদা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য ও শুভকামনা রইলো
তৌহিদ
মানবতা শব্দটি এখন শোভা পায় সভা সেমিনারে, সমাজপতিদের ঘরে। সাধারণ খেটেখাওয়া মানুষ দূর থেকে মানবতা দেখে আর পান্তাভাত খায়।
চমৎকার লিখেছেন আপু। শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনার বিশ্লেষণ ধর্মী মন্তব্যে খুশি হয়ে যাই। ভালো থাকবেন। অবিরাম শুভ কামনা আপনার জন্য ও
জিসান শা ইকরাম
সমাজের কঠিন বাস্তবতা অত্যন্ত নিপুন ভাবে কবিতার মাঝে তুলে এনেছো ছোটদি।
ভিন্ন ধরনের কবিতা অনেক ভালো লেগেছে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। আপনার ভালো লেগেছে জেনে খুউব খুউব ভালো লাগছে। আপনাদের অনুপ্রেরণা আর আশীর্বাদে চেষ্টা করি সবসময় ভালো কিছু দেবার। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা অবিরাম।
সাবিনা ইয়াসমিন
সামাজিকতার নামে এখন অধিকার হরণে তৎপর সবাই। সহোদর থেকে শুরু করে প্রতিবেশী স্বজন কেউ কারো নয়। রাষ্ট্র হারিয়ে ফেলেছে মানবতার সকল উপমা। এই ব্যর্থতার দ্বায় মানুষকেই নিতে হবে। মানুষের গড়া সমাজ/ সামাজিকতায় এখন মানুষেরই মুল্য নেই।
ভিন্নধর্মী কবিতায় অনেক ভালোলাগা রইলো।
আরও লিখুন,
শুভ কামনা ❤❤
সুপর্ণা ফাল্গুনী
আপু ভালো লাগা ও ভালবাসা রইল আপনার জন্য। অফুরন্ত কৃতজ্ঞতা আপনার সুন্দর মতামতের জন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো। 💓💓
খাদিজাতুল কুবরা
“মৃত্যুক্ষুধা চারপাশে ভেসে বেড়ায় শিমুল তুলার পেখমে”
একদম যথাযথ উপমা।
নির্মম বাস্তবতায় চিত্রিত আপনার কবিতাটি দিদি।
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো আপু। মন্তব্য দিয়ে পাশে থাকুন সবসময়। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুভ কামনা নিরন্তর
আরজু মুক্তা
বাস্তব কথা।
কবিতা হার মানে আপনার কাছে
সুপর্ণা ফাল্গুনী
🤭🤭 কি যে বলেন আপু কবিতা নাকি হার মানে আমার কাছে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো। শুভ সকাল
হালিম নজরুল
শয়তান দূর হোক, দূর হোক সমস্ত সামাজিক অনাচার
সুপর্ণা ফাল্গুনী
সহমত ভাইয়া। ধন্যবাদ রইল। শুভ কামনা অফুরন্ত
সাজেদুল হক
বেহাল ব্যবস্থাপনায় আষ্টে পিষ্টে সব….
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো