
তুমি তো মানুষ, তোমার মানবিক মনুষ্যত্ব বুধ থাকা প্রয়োজন।
তুমি পৃথিবী, তুমি প্রজ্ঞতি,
জাত নয়- জাতি’কে নিয়ে বাঁচতে শিখো,
তুমি আমি আমরা সবাই মানুষ হয়ে উঠবো।
হিংসা নয়, বন্ধুর মতো করে-
যতটা তোমার সন্তানদের সাথে আবেগ যুক্ত হোও
তুমি নিজ সংসারে যতটা ভালোবাসা বিলাও
তুমি ঠিক তথটা সমাজ চোখ নিয়ে যাও -তুমি বিশ্ব জয়ী মানব হবে।
তুমি মানুষ হোও, তবেই তো সৃষ্টি হবে সুন্দর পরিবেশ!
কোনো জাত নয় /হিন্দু মুসলিম নয়/ মানুষ হয়ে সমাজ গড়ো।
হিংসা না /ধর্ম তৈরি কর মনুষ্যত্ব বুধ থেকে।
তুমি ধার্মিক হোও /সকল ধর্মের প্রতি বিশ্বাস করে।
তুমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ /তোমার বিবেক বুদ্ধি আছে,
কর্মের প্রতিফল ঘটাও মনুষ্যত্ব বুধ মস্তিষ্কে রেখে।
তুমি তো শিক্ষা বিকাশে একধাপ এগিয়ে,
তবে কেনো আগুন নিয়ে খেলে করো মানুষ পোড়ার রণে।
তুমি মৃত্যু কূলের মানুষ /মনে রেখো তুমিও মরতে হবে।
ধন্যবাদ //
২০টি মন্তব্য
মোহাম্মদ দিদার
আপনার একান্ত অনুভুতি বেশ ভালো লাগলো।।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা শুভেচ্ছা ও ভালো লাগা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
খুবই ভালো লাগলো
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দিদি শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
নুর হোসেন
“কোথায় স্বর্গ কোথায় নরক. কে বলে তা বহুদুর?
মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর”
-ফজলুল করীম
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন শুভকামনা🌹🌹
প্রদীপ চক্রবর্তী
মানুষের মানবিক মনুষ্যত্ববোধে জং ধরছে।
তাই আজকাল মানবতাটাও কখনো একপাক্ষিক।
সেথায় মনুষ্যত্ববোধ ভাটা।
তবুও বলি মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত হউক।
সঞ্জয় মালাকার
ঠিক বলেছেন দাদা , মানুষের বিবেকে জং ধরেছে।
অসংখ্য ধন্যবাদ দাদা ভালো লাগা ও ভালোবাসা নিবেন।
এস.জেড বাবু
হিংসা না /ধর্ম তৈরি কর মনুষ্যত্ব বুধ থেকে।
মানবতার তরে লিখা
ভাল লাগলো
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ শ্রদ্ধে বাবু ভাই, আপনাকে বিজয়ের মাসের শুভেচ্ছা ও ভালোবাসা।
ছাইরাছ হেলাল
মৃত্যুই এক মাত্র জ্বলজ্বলে সত্য তা আমারা
ভুলেই থাকি, থাকতে চাই।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা –
বিজয়ের মাসের শুভেচ্ছা আপনাকেও।
মাহবুবুল আলম
“জাত নয়- জাতি’কে নিয়ে বাঁচতে শিখো,
তুমি আমি আমরা সবাই মানুষ হয়ে উঠবো।’
প্রার্থনা মঞ্জুর হোক!
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা – বিজয়ের মাসের শুভেচ্ছা আপনাকে শুভ কামনা 🌹🌹
নিতাই বাবু
সমাজ নিয়ে দারুণ লিখেছেন দাদা। আপনার ভাবনাগুলো এই সমাজ নিয়েই লক্ষ্য করছি। শুভকামনা সারাক্ষণ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা, অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা!
বিজয়ের মাসের শুভেচ্ছা রইলো।
মনির হোসেন মমি
জাত নয়- জাতি’কে নিয়ে বাঁচতে শিখো,
তুমি আমি আমরা সবাই মানুষ হয়ে উঠবো।
চমৎকার অনুভুতি।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দাদা, বিজয়ের মাসের শুভেচ্ছা আপনাকে।
জিসান শা ইকরাম
অনেক সুন্দর হয়েছে দাদা,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ ভাইজান, বিজয়ের মাসের শুভেচ্ছা আপনাকে, আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা 🌹🌹