আপনি নিঃসন্দেহে অত্যন্ত আকর্ষনীয় যুবক। ভালো বেতনে সন্মানের চাকুরি করেন বা খুব ভালো ব্যবসা করেন। দেখতে সুন্দর। আপনি বিয়ের বাজারে একজন সুপাত্র , এ বিষয়ে সামান্যতম সন্দেহ নেই।
এক বিবাহযোগ্যা মেয়ের পিতা মাতার কাছে আপনি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠালেন বিয়ের জন্য। যে কোন কারনেই হোক মেয়ের পিতা মাতা এবং মেয়ে আপনার সাথে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। হয়ত আপনাকে দেখে মেয়ে বাড়ীর কারো পছন্দ হয়নি , হয়ত আপনার অতি যোগ্যতা তাদের ভালো লাগেনি , অথবা মেয়ে অন্য কারো বাগদত্তা , তারা হয়ত দেশে মেয়েকে বিয়ে দিবেন না ।
আপনি কি করলেন ?
যেহেতু আপনি যোগ্য এ বিষয়ে আপনার এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের কোন সন্দেহ নেই। আপনাকে যারা জানেন , তারাও আপনার যোগ্যতা স্বীকার করেন। কিছুটা অবাক সবাই , এমন সুপাত্রের কাছে মেয়ে বিয়ে দিতে রাজী না হওয়ায়।
আপনি দিলেন ১৫ দিনের আলটমেটাম ” ১৫ দিনের মধ্যে বিয়েতে রাজী না হলে , এর পরিনাম হবে ভয়াবহ ”
১৬ তম দিনে আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের পাঠালেন মেয়ের বাড়ীর কাছে। তারা গিয়ে মেয়ের বাড়ীর আসে পাশের ৩টি বাড়ীতে আগুন দিয়ে দিল , এবং বীরের মত ফিরে এলো আপনার কাছে । পিঠ চাপরে আপনি তাদের বাহবা দিলেন। বললেন , এই অগ্নিকান্ডের জন্য ঐ মেয়ের পিতামাতা দায়ী। আগামী ৭ দিনের মধ্যে বিয়েতে রাজী না হলে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
৮ম দিনে আপনার শুভাকাঙ্ক্ষীরা পুড়িয়ে দিলো আরো ৭ টি বাড়ী। আগুন থেকে রক্ষা পাওয়া বাড়ী গুলোর মানুষ বলাবলি শুরু করলো ” এটা কেমন কথা , মেয়েকে আইবুড়ো রাখবে নাকি ? পাত্র তো ভালোই যোগ্য , কেন সে এই পাত্রের সাথে বিয়ে দিবেনা ? ”
সিদ্ধান্তঃ মেয়ের বাবা অত্যন্ত সঠিক কাজ করেছেন । পাত্র একজন মানসিক রোগী । তার চিকিৎসার দরকার । পাত্রের যদি কোন ঝামেলা থাকে , তা ঐ পাত্রীর পিতা মাতা বা পাত্রীর সাথে। অন্য কারো বাড়ী ঘর সে পুড়িয়ে দিবে কেন ?
কোন দল যদি মনে করে , অন্য কোন দল অন্যায় করছে , তাহলে সেই অন্য দলের সাথে বুঝুক সে। সাধারন মানুষকে কেন পুড়িয়ে মারা হচ্ছে ?
২১টি মন্তব্য
শুন্য শুন্যালয়
কারন জনগণ ই তাদের সকল ক্ষমতার উত্স…
সুন্দর উদাহরণ দিয়েছেন ভাইয়া ..
এদের চিকিৎসা আসলেই দরকার 🙁
জিসান শা ইকরাম
সাধারন জনতার কি দোষ ?
আসলেই চিকিৎসা দরকার ।
নীলকন্ঠ জয়
এদের পাবনায় পাঠানো হোক। (y)
জিসান শা ইকরাম
একমত -{@
তন্দ্রা
বস, এরা শক্তের ভক্ত নরমের জম।
মাঠে দেখেন একটি বল ১১+১১ = লাথায় মানুষ রাজনিতি বিদদের
সেই বল লাগছে মানুসের তেনার (নেতা) বোলা ভিন্ন দেশে পড়ে,
দেশে নাই আগুনে তো পুড়বে না, কিন্তু সৃষ্টি করতার মার দুনিয়ার বার,
যেমন, মখার ছেলে সাগরে,
দরবেশের মেয়ে উপর থেকে,
মির নাসিরের এক্সিডেন্ট।
সুন্দর উপমার মাধ্যমে মারলেন।
জিসান শা ইকরাম
সৃষ্টি করতার মার দুনিয়ার বার—– একমত ।
স্বাধীন দেশের মানুষ গুলোকে মেরে ফেলা হচ্ছে
মানতে পারছিনা কিছুতেই।
ছন্নছাড়া
আমি একটু দ্বিমত পোষণ করছি ………………।।
একটা পরিবার বা একটা এলাকা আর একটা পুরা দেশ এক না ………
একটা দেশের ১৬ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিবিনি খেলার অধিকার কারো নাই
সবাই জনগণের জান মাল রক্ষার জন্য কাজ করে ……………।
তাহলে জনগণ কেন আগুনে পুরে ……………
যদি অসুস্থ হয় তা হলে ২জনি অসুস্থ ……………
জিসান শা ইকরাম
লেখায় দ্বিমত থাকতেই পারে
স্বাধীন দেশের নিরীহ মানুষদের মেরে ফেলা হচ্ছে
যাদের কোন অন্যায় নেই
মানতে পারছিনা এটা ।
তন্দ্রা
”কোন দল যদি মনে করে , অন্য কোন দল অন্যায় করছে , তাহলে সেই অন্য দলের সাথে বুঝুক সে। সাধারন মানুষকে কেন পুড়িয়ে মারা হচ্ছে ?”
এখানেতো দ্বিমত নাই, আসল উক্তি এখানেই।
খসড়া
ভাল উদাহরণ, সত্যিই আমি বুঝিনি শেষে এই চমক থাকবে।
জিসান শা ইকরাম
হ্যা , কিছুটা তো চমক দেখাতেই হয় 🙂
লীলাবতী
মানুষ পোড়ানো রাজনীতির অবসান চাই।
জিসান শা ইকরাম
সুস্থ এবং বিবেকবান সবাই এটা চাই ।
ছাইরাছ হেলাল
আমাদের সুস্থ মানবিক আচরণের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই ।
জিসান শা ইকরাম
বাঙ্গালী আর কতকাল অপেক্ষা করবে জানিনা ।
ব্লগার সজীব
রুপকের মাধ্যমে ভালোই বুঝিয়েছেন। তবে বাঙ্গালীরা শক্তের ভক্ত ।
জিসান শা ইকরাম
অবশ্যই বাঙ্গালীরা শক্তের ভক্ত, নরমের জম।
স্বপ্ন নীলা
কোন দল যদি মনে করে , অন্য কোন দল অন্যায় করছে , তাহলে সেই অন্য দলের সাথে বুঝুক সে। সাধারন মানুষকে কেন পুড়িয়ে মারা হচ্ছে ?,,,,,,,,,,,,,,,,,,,,,সহমত কঠিণভাবে
জিসান শা ইকরাম
সাধারণ মানুষকে পুড়িয়ে মেরে সে দল এখন ইতিহাসের আস্তকুরে নিক্ষিপ্ত হয়েছে।
মানুষের অভিশাপ লেগেছে সে দলের উপর।
হতভাগ্য কবি
পাগলে কামড়াইলে বিচার নাই, এই প্রবাদের উপর ভিত্তি করে চলছে দেশ।
জিসান শা ইকরাম
তবে ইতিহাস হতে কেউই শিক্ষা নেয় না।