সময়কে হারিয়ে
আবার খুঁজে ফিরি
পিছনের অলি গলিতে,
স্মৃতির নুড়ি সেথায়
জড়ো হয়ে আছে
পথের বাঁকে বাঁকে।
সময় হেঁটে চলে
আগামীর পথে
আমি থাকি অতীতের
চাদর জড়িয়ে।
সময় চলে যায়
বহমান পথে,
হায়! আবার যদি
একবার আসো ফিরে।
দু হাতের মুঠোয়
যতন করে রাখবো
তোমায় আপন করে।
সময় বলে–
যে যায় চলে
সে কি কভু আসে ফিরে?
যখন থাকে করোনা কদর
হারিয়ে গেলে মিছে ক্রন্দন।
১৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
চমৎকার এক অনুভব প্রকাশ কবি আপু
হালিমা আক্তার
অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
সময় চলে গেলে সে সময় আর ফিরে আসেনা।চমৎকর কবিতা।
হালিমা আক্তার
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
বোরহানুল ইসলাম লিটন
হারানো সময় আর ফিরে আসে না
তাই সময়েই তার কদর করা উচিত।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
হালিমা আক্তার
হারানো সময় আসে না ফিরে, তবু তারই মাঝে নিজেকে পাই ফিরে ফিরে। চমৎকার মন্তব্যের অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
মোঃ মজিবর রহমান
চমৎকার ভাল লাগল । শুভ সকাল
হালিমা আক্তার
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অতীত, স্মৃতি তাড়িয়ে বেড়ায় অবিরত আমাকেও। আমি যেন অতীতেই ডুবে যাই বারবার ঝিনুক সেঁচে মুক্তোর খোঁজে। কবিতা ভালো লাগলো আপু। অবিরাম শুভেচ্ছা
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা দিদি। ভালো থাকবেন। শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
এমন সুন্দর করে লিখিনি, তবে এর কাছাকাছি কিছু একটা লিখেছি কিন্তু।
হালিমা আক্তার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই ভালো লিখেন। আপনার লেখাটি পড়তে চাই। শিরোনাম বললে, পড়তে পারতাম।
ছাইরাছ হেলাল
‘শুধুই কুয়াশা’ পড়ে দেখতে পারেন, সময় পেলে।
ধন্যবাদ।