সময়

হালিমা আক্তার ১৫ নভেম্বর ২০২১, সোমবার, ১২:৫৮:১৫পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

সময়কে হারিয়ে

আবার খুঁজে ফিরি

পিছনের অলি গলিতে,

স্মৃতির নুড়ি সেথায়

জড়ো হয়ে আছে

পথের বাঁকে বাঁকে।

সময় হেঁটে চলে

আগামীর পথে

আমি থাকি অতীতের

চাদর জড়িয়ে।

সময় চলে যায়

বহমান পথে,

হায়! আবার যদি

একবার আসো ফিরে।

দু হাতের মুঠোয়

যতন করে রাখবো

তোমায় আপন করে।

সময় বলে–

যে যায় চলে

সে কি কভু আসে ফিরে?

যখন থাকে করোনা কদর

হারিয়ে গেলে মিছে ক্রন্দন।

৬৪৪জন ৫৯২জন

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ