জীবন তো একটা গল্প,আমি সেই গল্পের’ই একজন,
আমি চাই জীবন্ত শরীর সত্যের সিংহাসন-
আমার মায়ে’র মমতার আঁচল।
সত্য ,,
সত্য ছেড়েছি আমি সত্য ছেড়েছি
যার হাত ধরে আমি আলোর মুখ দেখেছি
আমি তাকেই ভুলে গিয়েছি?
আমি মিথ্যে কথা শিখেছি বটে….
আমি মিথ্যে কথা শিখেছি,
আমি সত্য ছেড়ে আজ অসত্যের পথ ধরেছি?
আমি প্রয়োজন করি নি কিছু
প্রয়োজন কিরিনি মায়ের মমতা পিতার স্নেহ,
দিয়েছি বহু লাঞ্চনা বহু কষ্ট?
আমি বিরক্ত ফিল করেছে সেই মায়ের সামনে
পিতার স্নেহ করেছি পঞ্চিমা রোদের গল্প,
আমি জীবিত থাকার পরেও আজ মৃত?
সত্যি’ই তো আমি বড় পাপী
মায়ের বিদায়ী যাত্রা করে বহু আনন্দ,?
আমি কোথায় দিয়ে এলাম মাকে
শ্মশানে নাকি বিদ্ধ আশ্রমে,
যার সুখের দাম দিয়েছি চিতার আগুনে?
সত্য ছেড়েছি বটে, আমি সত্য ছেড়েছি
যার চররণে আমি স্বর্গ পেতাম,
আজ তাকেই অপমান করেছি !
সঞ্জয় মালাকার//
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
মায়ের প্রকৃত মর্যাদা আমরা দিতে পারিনি।
সঞ্জয় মালাকার
হু-ঠিক বলেছেন শ্রদ্ধে দাদা মায়ের মর্যাদা আমরা দিতে জানিনা,। ধন্যবাদ দাদা শুভেচ্ছা রইলো।
সাবিনা ইয়াসমিন
মায়ের মর্যাদা যে সন্তান দিতে না পারে, সে সত্য ত্যাগী হয়। মায়ের ভালোবাসার উপযুক্ত প্রতিদান দেয়ার ক্ষমতা কোনো সন্তানেরই নেই। তবুও আমরা মাকে অপমান করতে দ্বিধা করি না।
শুভ কামনা 🌹🌹
সঞ্জয় মালাকার
মন্তব্যে মুগ্ধতা দিদি, সত্যি বলছেন দিদি উপযুক্ত প্রতিদান দেয়ার ক্ষমতা কোনো সন্তানেরই নেই।
নিজের পায়ে দাঁড়ানো শিখেগেছি তো, তাই
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
অনন্য অর্ণব
প্রয়োজন কিমরি নি মায়ের মমতা পিতার স্নেহ,
এই লাইনটা একটু দেখবেন । চমৎকার মাতৃ বন্দনা ।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দাদা, আমি সম্পাদনা করেছি।
ভালো থাকুন সব সময় শুভ কামনা।
বন্যা লিপি
আমরা সত্যই ছেড়েছি সত্যি!
মাতা-পিতার যথাযথ বন্দনা করতে পারিনা বলেই, আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য তৈরী হয়ে আছে…… ভাবা উচিত সবার।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দিদি, পিতা-মাতার প্রকৃত মর্যাদা আমরা দিতে পারিনি।
কারণ আমরা বড় হয়ে গেছি তো, তাই।
ধন্যবাদ দিদি শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
সত্য ছেড়েছি বটে, আমি সত্য ছেড়েছি
যার চররণে আমি স্বর্গ পেতাম,
আজ তাকেই অপমান করেছি !
আসলে এখনো যাদের সময় সুযোগ আছে, বাবা-মা বেঁচে আছে তাদের কাছে হয়ত এই কথাগুলি সস্তা মনে হবে, কিন্তু যেদিন দামী মনে হবে সেদিন আর কিছু করার পথ থাকবে না কান্না ছাড়া।
সুন্দর লিখেছেন।
সঞ্জয় মালাকার
মন্তব্যে মুগ্ধতা দাদা, ঠিক বলেছেন যেদিন দামী মনে হবে , সেদিন কান্না ছাড়া আর কিছুই থাকবে না।
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
আপনাকেও সুন্দর পোষ্টের জন্য শুভেচ্ছা
রেহানা বীথি
সাময়িকভাবে মনে হতে পারে জিতে গেছি, কিন্তু সত্যকে ছেড়ে কেউ জিততে পারে না। মা-বাবাকে কষ্ট দিয়েও কেউ সুখী হতে পারে না।
খুব ভালো লিখলেন।
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ দিদি , অনেক অনেক শুভেচ্ছা ও ভালো লাগা।
আরজু মুক্তা
বাবা মাকে কষ্ট দিয়ে কেউ সুখে থাকতে পারে?
সঞ্জয় মালাকার
পারে না দিদি,
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধে দিদি, শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
তৌহিদ
সত্যকে ছেড়ে মিথ্যের পানে ছুটে চলাই আমাদের নিয়তি। যা কখনো কল্যানকর হতে পারেনা। কিছু অমোঘ সত্যকে কি করে ভুলে যাই আমরা? মানুষ হিসেবে আমি লজ্জিত হই বারংবার।
ভালো লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
অজস্র ধন্যবাদ দাদা শ্রদ্ধা ও ভালোবাসা নিবেন।
নিতাই বাবু
“সত্য ছেড়েছি আমি সত্য ছেড়েছি
যার হাত ধরে আমি আলোর মুখ দেখেছি
আমি তাকেই ভুলে গিয়েছি?”
তাঁদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি অনেক আগেই। কী অবস্থায় আছে, কেমন আছে একটু খবরও নেই না। সময় পাই না!
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধে দাদা শুভেচ্ছা ও ভালোবাসা নিবেন।
ভালো থাকুন মান বৃদ্ধাশ্রমে,
সুরাইয়া পারভিন
খুব বেশি অকৃতজ্ঞ সন্তান আমরা
তাই তো অনায়াসে সত্য ছেড়ে মিথ্যের পথ ধরতে পারি।
চমৎকার লিখেছেন
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছেন দিদি,
অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইলো।
জিসান শা ইকরাম
সত্যর মাঝে থাকলে মাকে ভালোবাসতেই হবে।
ভালো লেগেছে খুব,
শুভ কামনা।
সঞ্জয় মালাকার
ধন্যবাদ শ্রদ্ধের ভাইজান, শুভেচ্ছা রইলো।