গাঢ় অন্ধকার বা রৌদ্র-উজ্জ্বলতায়
কিছু কিছু অনুভূতি সত্য-স্বপ্নের মত
সঙ্গে সঙ্গে যায়, রয়ে রয়ে ও যায়;

টু শব্দ না করে হেঁটে যাওয়া,
ইচ্ছে করে, অনিচ্ছুক ভাব নিয়ে
আলগোছে ছুঁয়ে দেওয়া, ছুঁয়ে যাওয়া,
এই খর রৌদ্রে, এই হঠাৎ হঠাৎ
বজ্র সমেত বৃষ্টি পেরেকের
অবিদ্ধ কিছু অনুভূতি পিছু নেয়,
পিছু ডাকে;

নীলাকাশ জুড়ে ঝুলে থাকা
নিরুত্তরের গিজগিজে প্রহরগুলো,
টানটান অনুভবে জ্বলজ্বল-মান এখনও
যা সেঁটে আছে প্রচণ্ড বিষণ্ণতার
প্যাঁচা এড়িয়ে।

প্রেত ও প্রেতিনীর যুগল বন্দিত্বের
হুলাহুলা নৃত্য-উল্লাস মনে পড়ে,
স্বর্গ-দূতের নেমে আসার স্বস্তি
এখন ও অনুভবে।

৬২০জন ৪৯৭জন

২০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ