
জমে থাকা ধুলোর পাহাড় পার হয়ে এসেছি অবলীলায়
বিদায়-হাতগুলোর ক্ষয়ে যাওয়া হাড়-গোড় সেখানেই
পড়ে থেকে থেকে নিঃশেষ হতে দেখেছি।
হতাশ-কাকদের ডানা ঝাপটানো-দাপাদাপিতে ফিরে আসেনি কেউ-ই;
শঠতা ও হানাহানির জ্বলন্ত অভিশাপ বয়ে বেড়াতে দেখেছি;
পরিত্রাণ বিহীন ন্যাড়া –মাথার সঙ্কীর্ণতা, ছিনিমিনি-চিকন খেলার ছাপ
বাতাসে, গুমোট-তুচ্ছতার প্রতিনিধি;
ধূলি আর মৃত্তিকালগ্নতার পথে শিশির-কুয়াশার ভাঁজে
শ্লীলতার অন্তহীন জীবনের হাতছানি জন্মান্তরের চোখে;
কুহক-ছোঁয়া শরীরের ফাঁকিঝুঁকিতে বন্দি হয়ে আছে/গেছে;
অকুল শূন্যতার মাঝে;
টুটি-চাপা-হাসি!!
সে এখন ধরা-ছোঁয়ায় সত্যি হয়ে গেছে!!
ছবি নেটের।
২২টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
হাজিরা দিলাম। পরে এসে বলবো কী কী বুঝিনি 🙂
ছাইরাছ হেলাল
আচ্ছা।
মোঃ মজিবর রহমান
কঠিন ভাবনায় সহজ উত্তর মেলেনা কবিসাব।
সব জঞ্জাল সরে যাক সব পংকিলতা দুরহোক। প্রত্যাশা করি।
ছাইরাছ হেলাল
অবশ্যই সব পঙ্কিলতা দূর হবে এমন আশাই রাখি
ভাল থাকুন।
মোঃ মজিবর রহমান
আলহামদুল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক। আমিন।
ছাইরাছ হেলাল
আমিন।
জিসান শা ইকরাম
আপনি যেভাবে দেখেন, আমরা অনেকেই সেভাবে দেখতে পাই না,
আপনার দেখাটা সত্যি,
” ধরা-ছোঁয়ার বাইরে ” এমনটা শুনে এসেছি এযাবৎ,
” ধরা-ছোঁয়ায় সত্যি হয়ে গেছে!! ” – এমনটা এই প্রথম শুনলাম।
ছাইরাছ হেলাল
আমার অনেকেই ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন কিছু ভাবি,
এটিও এমন একটি ভাবনা।
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
ভাইয়া আপনার কবিতা পড়া আর ইংরেজি শুনে বুঝতে পারছি কিন্তু গুছিয়ে উত্তর দিতে পারছিনা এমন। শুধু মাথা নেড়ে নেড়ে ইয়েস নো বলা আরকি!
বুঝলাম একটু একটু কিন্তু মন্তব্য করতে প্যাচ লেগে গেল। তবে মনে হল হারিয়ে যাওয়া কিংবা ফিরে না আসা ক্ষয়ে যাওয়া কোনকিছুকে নিয়ে।
তবে কবিতা ভালোবাসি পড়তেও ভালো লাগে। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
বুঝিনা বুঝিনা বলে তো কিছুই আর বাকি রাখলেন না,
অপশক্তি ক্ষয়ে গেলে সত্যই আপন মহিমায় জেগে উঠে।
ভাল থাকবেন আপনি।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর চিত্রআঁঙ্কন কবি দা অনেক শুভ কামনা
ছাইরাছ হেলাল
পড়ার জন্য শুভ কামনা আপনার জন্য।
সাবিনা ইয়াসমিন
যা কিছু সত্যি তা ধরা-ছোয়ার কারনেই বোঝা যায়। যা কিছু অদৃশ্য, অধরা, অস্পষ্ট, তা কখনো ধরা দেবার নয়। ফিরে আসা, ফেরত যাওয়া সবই বস্তুগত। কাল্পনিক অস্তিত্বের সাথে এগুলোর সংযোগ নেই।
* ছিনিমিনি চিকন খেলার ছাপ = এর অর্থ বুঝিনি
ছাইরাছ হেলাল
হৃদয়ের বৃত্তি গুলো না ছুঁয়ে-ও আমাদের ঠিক-ঠাক আমাদের ছুঁয়ে যায়/ছুঁয়ে যায়।
কিছু কিছু অর্থ আমার মাথার উপ্রে দিয়ে যায়।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
সুপর্ণা ফাল্গুনী
অদৃশ্য, অধরা এগুলো তো ধরা যায় না বলেই এমন নামকরণ হয়েছে। ‘ধরা-ছোঁয়ায় সত্যি হয়ে গেছে’ এটা ঠিক মাথার উপরে দিয়ে গেল । সত্যি হাসির ছোঁয়াতে জীবন ভরে উঠুক ফুলে ফেঁপে। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
সত্য হাসির ছোঁয়াতে ফুলে উঠলে মন্দ হয় না, তবে ফেঁপে গেলে তো বেঢপ হয়ে যাবে!!
আমার ও মাথার উপ্রে দিয়ে যায় যায় ভাব!!
ভাল থাকুন।
তৌহিদ
সব কিছুই সবসময় ধরাছোঁয়ার মধ্যে থাকেনা, আজ জানলাম ধরাছোঁয়ায় সত্যি হয়ে গিয়েছে। এ যেন পরশ পাথর!!
ছাইরাছ হেলাল
খুব ই ঠিক কথা বলেছেন, পরশ পাথরের চাওয়া আমাদের থেকেই ,
আমরা তা চাই -ই।
ধন্যবাদ আপনাকে, ভাই।
আরজু মুক্তা
ধরা ছোঁয়া না গেলেও আকর্ষণ তো থাকেই। আর তা থেকে কাল্পনিক ভাবে মনের মাধুরি মিশিয়ে কাব্য রচনা করা যায়। এভাবে উপমা মিশিয়ে সত্যি হলে ক্ষতি কি?
ছাইরাছ হেলাল
কুন্ ক্ষতি নেই, পানি বিনা চিড়া খেলে যা হয় আর কি!!
দম আটকে হাহা হু হু হুম হুম অবস্থার মত।
ভাল থাকবেন।
হালিম নজরুল
কেটে যাক সব অমানিশা
ছাইরাছ হেলাল
কবি না বললে কে দেবে আশা কে দেবে ভরসা !!
ধন্যবাদ দিলাম।