
পারিনা উচ্ছিষ্ট নিঃশ্বাসের তীব্রতায়
ভাসিয়ে দিতে অনন্ত পথে
তোর নামে লিখা উড়ো চিঠি ,
হাজার পৃষ্ঠার উপন্যাস উল্টিয়ে
খুঁজে বের করে নিতে পারিনা
সন্ধি-বিচ্ছেদের শব্দ ক’টি ।
পৃষ্ঠার সীমাবদ্ধতায় সারমর্মে
এঁকে দিতে পারিনা
তোর আমার সম্পর্কের ভাস্কর্য ,
হাতে গুনা দুই চার পাতায়
অনুশীলন করতে পারিনা
তোকে নিয়ে লিখা কাব্যের তাৎপর্য ।
সহ্য করতে পারিনা ব্যভিচারিণীর তালিকায়
তোর নামের দুটি বর্ণের
চিরায়ত কোন অবস্থান ,
পারিনা ভুলে যেতে আমার এই বর্ণের রাজ্যে
তোর হাস্যোজ্জল উপস্থিতি আর
তোরই যত সহিংস প্রতিদান ।
পারিনা ভুলে যেতে সকাল, দুপুর, সাঁজে
হৃদয়ের প্রস্তরখন্ডে অংকিত
অমলিন কিছু স্মৃতি ,
তোর মতো করে আজও পারছিনা
পারবোওনা কোন দিন
আমি যে সত্যিই পারিনা তিথী_____॥
-০-
২৩টি মন্তব্য
সুরাইয়া পারভিন
হৃদয়ের রক্তক্ষরণ!
পারা উচিত। তার মতো করেই সবটা পারা উচিত
এস.জেড বাবু
চেষ্টা করলেও কি কেউ পারে ?
কয়জন পারে ?
কি জানি, কেউ হয়ত পারে বটে।
অনেক শুভেচ্ছা আপু।
সুরাইয়া পারভিন
পারে না
অনেকেই পারে না।
আবার অনেকেই পারেও।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
এস.জেড বাবু
যারা পারেনা তাদের জন্য সমবেদনা
যারা পারে তাদের প্রতি কৃতজ্ঞতা ।
অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন আপু।
ছাইরাছ হেলাল
হৃদ-পাথরের জ্বলন্ত ক্ষরণে লিখে রাখা
একটি নাম তিথী, দিব্যি হাস্যোজ্জ্বল-স্থিতি;
চিরায়ত দান প্রতিদানের নিয়মে
সহিংসতার বীজ বুনিনি,
তোমার মেলে ধরা শস্য খেতে!
শকুনি বিন্যাসে হেলেফেলা যতই ওড়াও
পারিনি/পারিনা ফিরে যেতে, এবেলা-অবেলায়।
এত ভাল কী করে লেখে ভাবতে হবে দেখছি।
এস.জেড বাবু
তোমার মেলে ধরা শস্য খেতে!
হাহাহা
বেশ মজা পেলাম এইবার।
কৃতজ্ঞতা প্রিয় ভাইজান।
নিতাই বাবু
“পারিনা ভুলে যেতে সকাল, দুপুর, সাঁজে
হৃদয়ের প্রস্তরখন্ডে অংকিত
অমলিন কিছু স্মৃতি ,
তোর মতো করে আজও পারছিনা
পারবোওনা কোন দিন
আমি যে সত্যিই পারিনা তিথী_____॥”
দিলেন তো দাদা মনে করিয়ে! একটু ভুলে থাকতে চাই! কিন্তু আপনার জন্য আর ভুলে যেতে পারছি না।
এস.জেড বাবু
মন আছে বলেই তো মনে পড়বে।
সবাই কি আর হৃদয়হীনের তালিকায় ?
কিভাবে ভুলে থাকা যায় তা যদি শিখতে পারতাম।
অনেক শুভেচ্ছা প্রিয় ভাইজান।
জিসান শা ইকরাম
” পারিনা ভুলে যেতে আমার এই বর্ণের রাজ্যে
তোর হাস্যোজ্জল উপস্থিতি আর
তোরই যত সহিংস প্রতিদান। ”
সবাই সব কিছু পারেনা ভাই,
যারা পারে তারা অন্য ধাতুতে গড়া।
ভাল লিখেছেন খুব।
এস.জেড বাবু
তারা অন্য ধাতুতে গড়া
বাহ্
চমৎকার বললেন।
শুভকামনা সেই সব প্রিয় অপ্রিয়দের জন্য।
কৃতজ্ঞতা রইলো ভাইজান
জিসান শা ইকরাম
আমিও এমন দু একজনের কথা জানি, তাই বলতে পারলাম 🙂
এরা পিছনের কথা ভুলে যায় মুহুর্তের মধ্যে।
এস.জেড বাবু
সবাই যদি দুই একজন করে জানে, ওদের মোট সংখ্যা শতকোটি ছাড়াবে।
কিন্তু সত্যি হলো- একজন বড়জোড় দুই একজনই তেমন রূপে চিনে।
ধন্যবাদ ভাইজান
নৃ মাসুদ রানা
হাতে গুনা দুই চার পাতায়
অনুশীলন করতে পারিনা
তোকে নিয়ে লিখা কাব্যের তাৎপর্য ।
এস.জেড বাবু
দুই চারটা ডাইরিতে কি জায়গা হয় ?
হয় না।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই
সুপর্ণা ফাল্গুনী
ভালো লাগছে
এস.জেড বাবু
কৃতার্থ হলাম আপু
আপনার সুস্বাস্থ কামনা করছি।
মাহবুবুল আলম
ভাল লাগলো বিষয়বস্তু চমৎকার। শুভেচ্ছা জানবেন।
এস.জেড বাবু
অনেক খুশি হলাম ভাইজান।
কৃতজ্ঞতা রইলো
তৌহিদ
পারিনা অনেক কিছুই। তবুও বালোবেসে যাই একান্ত আপন করে। নামহীন কত কবিতা জমা হয়ে আছে মনের খাতায়, প্রকাশ করতে পারিনা। তবুও ভালোবাসি তোমায় আমি আমার মতন করে।
দারুণ লেখা ভাই।
এস.জেড বাবু
বাহ্
লিখাগুলি আসুক পাঠকদের নজরে। পাঠকদের ভালবাসতে শিখতে চায় যে।
চমৎকার মন্তব্য তৌহিদ ভাই।
মুগ্ধ
সঞ্জয় মালাকার
“পারিনা ভুলে যেতে সকাল, দুপুর, সাঁজে
হৃদয়ের প্রস্তরখন্ডে অংকিত
অমলিন কিছু স্মৃতি ,
তোর মতো করে আজও পারছিনা
পারবোওনা কোন দিন
আমি যে সত্যিই পারিনা তিথী_____॥”
ভালো লাগা ও ভালোবাসা রইলো শ্রদ্ধে দাদা।
এস.জেড বাবু
অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইজান।
জাকিয়া জেসমিন যূথী
আসলেই এটা অনেক কষ্ট। সব কষ্ট মেনে নেয়া যায় না। আবার নিরাময়ও অত সহজ নয়। চমৎকার লিখেছেন।