কোন আশা নেই , ভালোবাসা নেই
– হিসেবের খাতায়
কোন চাওয়া নেই , উচ্চাশা নেই
– সুখেরই আশায়
নাজিফাহ বিশ্বাস করবে কিনা জানিনা
এ আমার মন গড়া কোন কথা নয় ।
মেহেদী রাঙ্গানো হাত নিয়ে দেখবো –
হাসবে কবে এই ঘর আমারই ?
তুমি যে আমারই , এক প্রেম জুয়াড়ি
ফেরারি অপ্সরী , প্রিয় স্বপ্ননারী ।
রাত্রিদিন তাইতো তুমিহীনা থাকে সংশয় ।
১৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
ভালোবাসা তো এমনই হওয়া উচিত আতাহার ভাই 🙂
প্রিন্স মাহমুদ
হ । ঠিক । আমি আতাহার না । যুবরাজ মাহমুদ
শুন্য শুন্যালয়
হায় হায়…তাইলে এই নাজিফাহ আপনারে বাদ দিয়া কোন আতাহার রে উত্তর দিলো ? ;?
প্রিন্স মাহমুদ
ভাবতে হবে
আফ্রি আয়েশা
সুন্দর 🙂
প্রিন্স মাহমুদ
হু
জিসান শা ইকরাম
বাহ!
ছোট , সুন্দর কবিতা (3
প্রিন্স মাহমুদ
ধন্যবাদ
আদিব আদ্নান
বেশ আবেগঘন ভালোবাসার অবগাহন ।
প্রিন্স মাহমুদ
আবেগ!!! ধন্যবাদ
লীলাবতী
ভালো লেগেছে খুব
প্রিন্স মাহমুদ
ধন্য হলাম
নীলকন্ঠ জয়
কবিতা অনেক ভালো হয়েছে। শুভেচ্ছা জানবেন।
প্রিন্স মাহমুদ
শুভেচ্ছা জানলাম :p
আমার স্বপ্ন ও মনের কথা
“তুমি যে আমারই , এক প্রেম জুয়াড়ি
ফেরারি অপ্সরী , প্রিয় স্বপ্ননারী ”
বাহ অনেক সুন্দর 🙂
প্রিন্স মাহমুদ
বাহ আপনার কমেন্ট ও অনেক সুন্দর
খসড়া
নাজিফাহ বিশ্বাস করবেই কবি এ প্রেম বৃথা হবে না।
প্রেম আপনাকে কবি করেছে প্রতিদিন আরও দক্ষ করছে। চলুক।
প্রিন্স মাহমুদ
হু , মনের আনন্দে লিখেই যাইতেছি এই নামে :p