শয়তানের ভালোবাসা!

তৌহিদুল ইসলাম ২৭ এপ্রিল ২০১৯, শনিবার, ০৮:৫৪:৪২অপরাহ্ন অন্যান্য ১৭ মন্তব্য

ভালোবাসি তোমায়।
কখনো মিথ্যে আবেগী তাড়নায় কিংবা
ইবলিশের দোসর হয়ে…
নয়তো রোহিঙ্গা প্রত্যাবাসনের মিথ্যে আশ্বাসের
নিগুড় প্রহসনে।
প্রতিনিয়ত আয়নার নিজের স্বচ্ছ প্রতিচ্ছবির
নিখাদ মিথ্যেয়…
তবুও ভালোবাসি তোমায়।

৯৪২জন ৭৮৭জন
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ