
ঘাতপ্রতিঘাত ধরায় সবারই
কষ্ট দুখ ব্যাথা বেদনা ডিঙ্গিয়ে রই
বুকে বুকে বুক মিলিয়ে রয়েছি আমরাই
সকলেই সোনেলার আপনজনেরাই।
আল্লাহ-মাবুদ তুমিই জান কতটুকু
ভালবাসা থাকলে ভালবাসা এ অন্তরে
সোনেলায় থাকা যায় কত প্রাণ নিয়ে
সোনেলা জাগুক লেখক আসুক প্রতিমুহূর্তে।
সবুজ ঘাসের বুকে সোনেলা রবে
সোনালী ফসল সোনেলা ফসল ফলাবে
সোনেলায় ষড়ঋতু জাগ্রত রবে
গল্প কবিতা অনুগল্প কাব্য রচিবে।
জেগেই আছি জেগেই থাকবে
সোনেলা হৃদয়ে ধারণ থাকবে
সোনেলা পরিবার একত্রিত থাকবে
অন্তরমম স্বর্ণ ধারায় সর্বদা জাগিবে।
৩৯টি মন্তব্য
বন্যা লিপি
প্রথম হইলাম ✋
মোঃ মজিবর রহমান
Phuleswari
বন্যা লিপি
ওয়া কি কইলেন দাদা? ফুলেশ্বরী?😊😊
মোঃ মজিবর রহমান
পছন্দ হুয়নি ফুলেরশ্বরী।
মোঃ মজিবর রহমান
একগুচ্ছরজনী শুভেচ্ছা।🕌🏦🏠🌎
সুপর্ণা ফাল্গুনী
দারুন কবিতা উপহার দিলেন সোনেলার এই শুভ ক্ষণে অসংখ্য ধন্যবাদ আপনার প্রাপ্য। সোনেলার জন্মদিন শুভ হোক, শুভেচ্ছা ও শুভকামনা সবার জন্য। জয়তু সোনেলা
মোঃ মজিবর রহমান
সোনেলায় ভরে থাক সব প্রফুল্লবদন।
আরজু মুক্তা
দারুণ কবিতায়, চমৎকার অভিব্যক্তি।
সোনলা এগিয়ে চলুক সোনালি পথ ধরে। জন্মদিনে ফুলেল শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
সোনেলার স্বপ্নযাত্রা সুনদর ও গতিময় হোক কায়মন বাক্য কামনা করি।
খাদিজাতুল কুবরা
সোনেলাকে নিয়ে লেখা খুব সুন্দর কবিতা উপহার দিলেন ভাইয়া।
ভালো থাকুন আর সোনেলায় বিচরণ করুন আনন্দ
চিত্তে।
আপনারাই আমাদের আদর্শ।
মোঃ মজিবর রহমান
আমরা সবাই সোনেলার অন্তপ্রাণ। সোনেলা থাক হৃদয়ে। সকলকে সোনেলার জন্মদিনে শুভেচ্ছা।
তৌহিদ
সোনেলা ব্লগের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে সোনেলায় বিচরণকারী সকল ব্লগার, পাঠক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই।
চমৎকার একটি লেখা উপহার দিলেন ভাই।
মোঃ মজিবর রহমান
আপনাদের সবাইকে সোনালীয় শুভেচ্ছা। সোনেলার জন্মদিনে।
ফয়জুল মহী
ফুলেল শুভেচ্ছা সোনেলা । দীর্ঘায়ু হোক, জয়তু সোনেলা।
মোঃ মজিবর রহমান
জয়তু সোনেলা।
ছাইরাছ হেলাল
সবাইকে আন্তরিক শুভেচ্ছা সোনেলার জন্ম দিনে।
মোঃ মজিবর রহমান
কবি ভাই, আপনার পোষ্ট থেকেই আমি আমার এই লেখার প্রয়াস পেয়েছি। আপনার পোষ্টে মন্তব্য করে লিখে এসে দেখি আপনি উধাও। আপনার পোষ্টখানি নায়। কষ্ট পাইলাম। আবার দেখিন মনির ভাইয়ের পোষ্ট। ষূভেচ্ছা ভালো ঠাকূণ।
ছাইরাছ হেলাল
কিছু এডিটের জন্য নামিয়েছিলাম।
ধন্যবাদ।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ ধন্যবাদ প্রিয়।
রেহানা বীথি
সোনেলা পরিবারের সবাই সবসময় একত্রিত থাকবে। খুব সুন্দর লিখলেন ভাই। সোনেলার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা আপনাকে এবং সবাইকে।
মোঃ মজিবর রহমান
আমার পক্ষ থেকেও সোনেলার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা আপনাকে এবং সবাইকে।
সুরাইয়া পারভীন
সোনেলার নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে
সোলেনার সাথে বসবাসকারী সবার জন্য রইলো
আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
সুন্দর পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ভাইয়া
মোঃ মজিবর রহমান
সোনেলার জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা আপনাকে এবং সবাইকে।
আলমগীর সরকার লিটন
চিরসবুজ হোক এই সোনেলা এর শুভ জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল মজিবর দা
মোঃ মজিবর রহমান
সর্বপরি আমি লিখাটি লিখে পোষ্ট দিতে পারছিনা। কোন ছবিও পারিনা। নক করলাম মনির ভাইওকে। তিনিও বললেন মোবাইল সমস্যা। পরে বললেন সরাসরি জিসান ভাইজানকে বলেন। তিনিই ছবি ও লিখা এডিট করে আমাকে সাহায্য করেছেন।
অন্তরনিহিত শ্রদ্ধা জিসান ভাইয়াকে।
সুপায়ন বড়ুয়া
কতটুকু ভালবাসা থাকলে এ অন্তরে
সোনেলা এগিয়ে যায় মন্দ আর মন্থরে
তোমার জন্মদিনে শুভেচ্ছা মুজিব ভাইরে।
মোঃ মজিবর রহমান
সুপায়ন দা আপনাকেও অন্তরের মধ্যি থেকেই শুভেচ্ছা সোনেলার জন্মপার্বনে।
জিসান শা ইকরাম
সোনেলার জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা মজিবর ভাই।
সোনেলার প্রতি কতটা প্রানের টান আপনার, কতটা ভালোবাসেন সোনেলাকে তা আমরা জানি।
কঠিন সময়েও সোনেলাকে আগলে রেখেছিলেন আপনি।
আপনার ভালোবাসায় সোনেলার সমস্ত ব্লগারগন মুগ্ধ।
শুভ কামনা, শুভ ব্লগিং।
মোঃ মজিবর রহমান
সোনেলাকে আমি ভালবাসি। সোনেলায় আমি আনন্দ পেতে আসি, আনন্দ করতে আসি। পড়ে, ও আমার মতই লিখে। কাউকে অনুসরণ করি কিন্তু কাউকে নকল করতে নয়। আপনাদের সকলের দোয়ায় আল্লাহ যেন ভাল রাখে সেই কামনা করি। সবাই ভাল থাকি, সবাইকে ভাল রাখি। জয়তু সোনেলা, শুভব্লগিং।
রেজওয়ানা কবির
শুভকামনা, শুভজন্মদিন সোনেলা।
মোঃ মজিবর রহমান
শভকামনা আপনার প্রতি সোনেলা থাক জাগ্রত সবার মাঝে।
প্রদীপ চক্রবর্তী
সোনেলার জন্মতিথিতে এত সুন্দর কাব্য উপহার।
বেশ ভালো লাগলো,দাদা।
শুভ জন্মতিথি সোনেলা।
মোঃ মজিবর রহমান
শুভজন্মতিথি দাদা। শুভেচ্ছা নেবেন।
হালিম নজরুল
অফুরান শুভকামনা
মোঃ মজিবর রহমান
আপনার প্রতি অফুরান শুভেচ্ছা হালিম ভাই।
শামীম চৌধুরী
সোনেলা জন্মদিনে শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ সোনালীয় শুভেচ্ছা ভাইয়া।
ত্রিস্তান
সোনেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে “শ্রদ্ধার্ঘ্য” খুব সময়োপযোগী একটা পোস্ট। ধন্যবাদ ।
মোঃ মজিবর রহমান
ত্রিস্তান আপনাকে সোনেলার জন্মতিথিতে একরাশ ফুলের শুভেচ্ছা।
আপনাকে নিয়মিত পাইনা।। আশা রাখি আপনার লিখা থেকে বঞ্চিত হবনা।
শুভব্লগিং।