
আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
আমি ৫২ কিংবা ৭১ সংখ্যা দুটিকেও অস্বীকার করতে
পারি না, পারবও না।
মুক্তিযুদ্ধ,মুক্তিযোদ্ধা, বীরসন্তান, বোনদের ইজ্জত, শহীদের রক্ত
আমি অস্বীকার করতে পারি না, পারবও না।
কারণ, আমি মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
আমি ২১,২৬,১৬ সংখ্যাগুলো অস্বীকার করতে পারিনা,
পারবও না।
কারণ,আমি মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
৬৯ এর অভ্যুত্থান, ছয় দফা, ৭০ এর সাধারণ নির্বাচন আমি অস্বীকার করতে পারিনা, পারবোও না।
কারণ,আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
৭ মার্চের জ্বালাময়ী ভাষণ আমি অস্বীকার করতে পারিনা,পারবোও না।
কারণ আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালি।
আমি অকৃতজ্ঞ নই।
অস্বীকার করতে পারবো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান।
কারণ আমি একজন মানুষ এবং তারপর একজন বাঙালী।
আমি অকৃতজ্ঞ নই।
মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি মহান নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
৯টি মন্তব্য
প্রহেলিকা
জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি
সালমা আক্তার মনি
বঙ্গবন্ধুর মানেই বাংলাদেশ, জাতির জনক ও পনেরোই আগষ্টে তাঁর পরিবারের সকল শহীদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি
জিসান শা ইকরাম
ভাল লিখেছেন,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি -{@
নীলাঞ্জনা নীলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি স্বশ্রদ্ধ অঞ্জলি।
আবু খায়ের আনিছ
জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি।
মৌনতা রিতু
বঙ্গবন্ধু তোমার মতো তোমায় ভালোবাসতে পারিনি। জয় বঙ্গবন্ধু। জয়বাংলা।
শুন্য শুন্যালয়
চমৎকার লিখেছেন, বঙ্গবন্ধু মানেই ৫২, ৭১, ২১, ২৬, ১৬। একজন বাঙ্গালিমাত্রেই তা স্বীকার করবেই, করা উচিৎ।
জাতীর এই অপূরণীয় হত্যায় আমরা তোমার ও তোমার পরিবারের কাছে ক্ষমাপ্রার্থি।
সশ্রদ্ধ শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধুর প্রতি।
মিষ্টি জিন
জাতির পিতা বংগোবন্ধুর প্রতি শ্রদ্ধান্জ্ঞলি।
ইঞ্জা
জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি