বাড়ে রাত ছাড়ে হাত
নির্ঘাত বেদনায়,
দেহ মন সারাক্ষণ
আমরণ বাসনায়।
হেঁটে যায় অজানায়
খালি পা’য় স্বপ্নেরা,
ভেবে পাই শুধু নাই
মাথাটা ঘুণ ধরা।
ভাসে চোখ ফুঁসে বুক
বুকে বিঁধে খঞ্জর,
ছিঁড়ে যায় কুঁড়ে খায়
যায় ভেঙ্গে পিঞ্জর।
যারে যা উড়ে যা
পুড়ে যা স্মৃতি সব,
থেমে যাক ঘুম পাক
যতসব কলরব।
শেষ রাতে আখি পাতে
শেষ হলো কল্প,
বেনো জলে ভেসে চলে
ছকে বাঁধা গল্প।
জবরুল আলম সুমন
সিলেট।
৬ই অক্টোবর, ২০১২ খৃষ্টাব্দ।
১৬টি মন্তব্য
লীলাবতী
যারে যা উড়ে যা
পুড়ে যা স্মৃতি সব,
থেমে যাক ঘুম পাক
যতসব কলরব।
খুবসুন্দর!
জবরুল আলম সুমন
প্রীত হইলাম… 🙂
জিসান শা ইকরাম
ছন্দ মিলিয়ে কবিতা খুব কঠিন মনে হয় আমার কাছে
এরপরে আবার একটি বক্তব্য থাকতে হবে – আমি তা পারবো না কোনদিন।
অনেক ভালো লেগেছে কবিতা , সুমন।
জবরুল আলম সুমন
ছন্দবদ্ধ কবিতাই আমার কাছে সবচে ভালো লাগে, তাই সেরকম কবিতা লেখার চেষ্টাও করি… সাথেই থাকুন, ঠিক এভাবেই।
এই মেঘ এই রোদ্দুর
জটিল হইছে………………… সুপার লাইক
খুব সুন্দর ভাল লাগা শুভকামনা রাখলাম
গেলাম না কিন্তু আরো পাওয়ার আশায় থাকলাম
জবরুল আলম সুমন
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, খুব অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে। সাথেই থাকুন, আবারো হাজির হচ্ছি… 🙂
ছাইরাছ হেলাল
দেখবেন – খালি পায়ে স্বপ্নদের আবার ঠান্ডা লেগে না যায় ।
অবশ্য একই ছাদের নীচে এখনও আছেন ধরেই নিচ্ছি ।
এই মেঘ এই রোদ্দুর
আর কইয়েন না স্বপ্ন কেন আমারও ঠান্ডা লাগতাছে
পায়ে মোজা পড়ে বসে আছি 🙁
জবরুল আলম সুমন
শুধু মোজা পরে থাকলে হবে? চুলো জ্বালিয়ে উপরে বসে থেকে ট্রাই মারতে পারেন…
বিঃ দ্রঃ কোন বিপদের সম্মুখীন হলে পরামর্শদাতা দায়ী নয়… 😛 @ছB
এই মেঘ এই রোদ্দুর
অফিসে চুলো পাব কই?……….. এসি ছাইড়া রাখছে ……… খালি অপচয় আর অপচয়
সব শয়তানের ভাই
পরামর্শদাতাকে দায়ী করব না 🙁
জবরুল আলম সুমন
সব অপচয়কারীই কি শয়তানের ভাই? এখানে কি বোনের অবস্থান নেই? নারীবাদীরা কিন্তু আপনার কথায় ফুসে উঠতে পারে, নারী অধিকার খর্ব করেছেন বলে… 😛
ছাইরাছ হেলাল
এ সময়ে ঠান্ডা থেকে সাবধানে থাকবেন ।
পায়ে মোজা খুব ভাল ।
আমি মোজা পরতে খুব পছন্দ করি ।
কিছুদিন পরেই পরতে শুরু করব ।
জবরুল আলম সুমন
এখন আবহাওয়ার পরিবর্তন ঘটছে তাই খালি পায়ে হোক কিংবা মোজা পায়ে হোক ঠান্ডা লাগবেই…
আকাশটাকে আমরা যদি ছাদ হিসেবে ধরে নিই তবে আমরা সবাই-ই কিন্তু একই ছাদের তলেই আছি… 🙂
আদিব আদ্নান
এখনই পিঞ্জর ভেঙ্গে ফেললে সমস্যা হবে ।
একটু রয়ে সয়ে ।
যাযাবর
বেনো জলে গল্প ভেসে যাওয়া চলবে না 🙂
সুরাইয়া পারভীন
বাহ্ দারুণ লিখেছেন
ভালোলাগা রইলো