যে চোখে স্বপ্ন নেই
সে চোখের কোন মূল্য নেই’,
আমি তেমনি একজন
বহু কাল হল কোন স্বপ্ন দেখি না,
না ঘুমের ঘোরে,
না অন্তরে মায়ার সংসারের।

আগে কত স্বপ্ন দেখতাম,
একদিন আমি অনেক বড় হব!
স্বপ্নগুলো রঙীন চাঁদরে সাজাঁবো,
বড় আমি ঠিকই হয়েছি
তবে পাচ ফিট আট ইঞ্চি!
আর স্বপ্নগুলো!
স্বপ্নগুলো ঝরে পড়ে
মনের ভিতরেই যেন শিলা বৃষ্টি।

যদি রাতের গভীরতায়
কখনো হারিয়ে যাই
এ জগৎ,
মনে কি রাখবে আমায়!

বউয়ের দু’এক দিন
ভাই ব্রাদার করবে স্বরণ,
বছরের একটি দিন!
মায়ের কান্দন রবে হাজার বছর
তার যে আমি গর্ভের ধন।

জগতের সকল মা বাবা তার
মৃত্যুর শেষ মুহুর্তেও বলে,
আমার খোকা-খোকীকে
দেখে রাখিস!

কেমনে আমরা সেই বাবাকে বলি
বুড়ো আর!
মাকে করি পর!
আমরা কি তাদের সেই আপণ;
মাতার রক্ত ভক্ষনে জীবিত সন্তান
পিতার রক্তের পরিশ্রমে উজ্জ্বল ভবিষৎ।

৭৩৩জন ৫৬৬জন
0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ