
যে চোখে স্বপ্ন নেই
সে চোখের কোন মূল্য নেই’,
আমি তেমনি একজন
বহু কাল হল কোন স্বপ্ন দেখি না,
না ঘুমের ঘোরে,
না অন্তরে মায়ার সংসারের।
আগে কত স্বপ্ন দেখতাম,
একদিন আমি অনেক বড় হব!
স্বপ্নগুলো রঙীন চাঁদরে সাজাঁবো,
বড় আমি ঠিকই হয়েছি
তবে পাচ ফিট আট ইঞ্চি!
আর স্বপ্নগুলো!
স্বপ্নগুলো ঝরে পড়ে
মনের ভিতরেই যেন শিলা বৃষ্টি।
যদি রাতের গভীরতায়
কখনো হারিয়ে যাই
এ জগৎ,
মনে কি রাখবে আমায়!
বউয়ের দু’এক দিন
ভাই ব্রাদার করবে স্বরণ,
বছরের একটি দিন!
মায়ের কান্দন রবে হাজার বছর
তার যে আমি গর্ভের ধন।
জগতের সকল মা বাবা তার
মৃত্যুর শেষ মুহুর্তেও বলে,
আমার খোকা-খোকীকে
দেখে রাখিস!
কেমনে আমরা সেই বাবাকে বলি
বুড়ো আর!
মাকে করি পর!
আমরা কি তাদের সেই আপণ;
মাতার রক্ত ভক্ষনে জীবিত সন্তান
পিতার রক্তের পরিশ্রমে উজ্জ্বল ভবিষৎ।
২২টি মন্তব্য
ইঞ্জা
মুগ্ধ হয়ে পড়লাম।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই
সাবিনা ইয়াসমিন
পিতা মাতার অবদান বর্ণনা করে শেষ করা যায় না। সন্তান বড়ো হয়, মা বাবা ছোটো হয় না। আজকের অবুঝ সন্তান একদিন ঠিক বুঝে যায় মা বাবার অমূল্য ত্যাগের দান। সেইদিন তারাও মা বাবাতে পরিনত হয়। এমনি করেই চলতে থাকে….
শুভ কামনা মমি ভাই 🌹🌹
মনির হোসেন মমি
ঠিক তাই জন্মদাতার তুলনা হয় না।
ছাইরাছ হেলাল
পিতা ও মাতার ঋণ শোধ করা যায় না, হয় না।
মনির হোসেন মমি
জি ভাইয়া ধন্যবাদ।
মাহমুদ আল মেহেদী
মুগ্ধতায় মুগ্ধ।
মনির হোসেন মমি
ধন্যবাদ প্রিয়।
তৌহিদ
পিতামাতার ঋন কখনওই শোধ হবার নয়, প্রত্যেক বাবামা’র জন্য অনেক দোয়া রইলো।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।
তৌহিদ
শুভকামনা জানবেন ভাই☺
নীলাঞ্জনা নীলা
মা-বাবার মতো ভালোবাসা কেউ দিতে পারেনা।
ভালো লিখেছেন মনির ভাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন খুব, মনির ভাই।
মনির হোসেন মমি
ধন্যবাদ ভাইয়া।
শুন্য শুন্যালয়
প্রথম প্যারাদুটো বেশ ভালো লেগেছে, লেখায় পটুত্বের আভাস দেখা যাচ্ছে মনির ভাই। ক্যারি অন।
মনির হোসেন মমি
অসংখ্য ধন্যবাদ আফা।
রিতু জাহান
স্বপ্নকে দেখতে হয়। সে স্বপ্নকে যত্ন করতে হয়।
বাবা মা পর হয় কি!!
হয় হয়তো কারো কারো কাছে।
মনির হোসেন মমি
ধন্যবাদ আপু।
মেহেরী তাজ
মা বাবার মত আপনে কেউ হয় না এ জগতে…।
মনির হোসেন মমি
জগতের সকল মা বাবারা ভাল থাকুক।ধন্যবাদ আপু।