শূন্যতা…

রিমি রুম্মান ৬ নভেম্বর ২০১৩, বুধবার, ০৭:৫৪:১১পূর্বাহ্ন বিবিধ ১৮ মন্তব্য

যেখানে যাবার পথে মন ভরে থাকতো অন্যরকম উচ্ছ্বাস আনন্দে,
সেখানে যাবার পথ আজ কেনো এতো দীর্ঘ আর নিরানন্দের___?
একি জীবনের দীর্ঘতম পথ পাড়ি দেওয়া আমার_________?
যেখানে কেটেছিলো শৈশব কৈশোরের প্রাণোচ্ছল শ্রেষ্ঠ সময়গুলো,
সেইস্থান আজ কেমন করে এমন অচেনা অজানা হলো____?
মনের ভেতরের চড়াই-উতরাই ডিঙ্গিয়ে পরিশেষে গন্তব্যে যখন,
প্রবল ঝাঁকুনি ব্যথাতুর ভাবে নাড়া দিয়ে গেলো আমায় তখন।
দুচোখ কেবলই হন্যে হয়ে এখানে ওখানে খুঁজেছে ফিরেছে____
কেউ ছিলোনা কোথাও চিরচেনা সেই আনাচ কানাচে।
অবশেষে খুঁজে পেয়েছি তাদের ছয় ফুট মাটির গভীরে,
ক্ষুদ্র অপরিসর চৌদিক ঘেরা গুমোট আঁধার ঘরে__
দশহাত দূরত্বে পাশাপাশি ছিলো তারা গভীর ঘুমে__।
খুঁজেফেরা দু’চোখ তখন ঝাপসা চোখের জলে,
ঝরনা যেমন স্রোতবতি হয়ে লেকের জলে যায় পাহাড় গড়িয়ে।
মনের গভীরে গভীর ক্ষত নিয়ে ফিরে আসার পথে____
চমকিত আমি দাঁড়াই ফিরে ক্ষণিকের তরে___।
সেই মায়াভরা মুখে করুন চাহনিতে আমায় যেনো বলে___
এতোদিন পরে এলি____ সেই তো এলি,
যখন পৃথিবীর পথচলা ফুরিয়ে, মহাকালের অংশ হলাম আমি__!!
(২ বছরের ব্যবধানে বাবা-মা দুইজনকেই হারিয়ে শুন্য বাড়িটিতে যাবার সময়কার অনুভুতি…)

১জন ১জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ