
সোনেলার উন্মুক্ত উঠোনে প্রতিনিয়ত আগমন ঘটে নিত্ত-নূতন মুখের। সোনেলা অঙ্গন কাউকে স্বাগত জানাতে কার্পণ্য করে না। সোনেলা বিশ্বাস করে সবার মাঝেই প্রতিভা আছে। উপযুক্ত প্লাটফর্ম এবং সহযোগিতা পেলে কেউ কেউ ঠিকই পৌঁছে যাবে তাদের আকাঙ্ক্ষিত গন্তব্যে। গত ২৩ সেপ্টেম্বর সোনেলা ব্লগ নয় বছরে পদার্পন করেছে। নয় বছর খুব বেশি সময় নয়, আবার কমও নয়। এই সময়ের মধ্যেই অনেক বাংলা ব্লগ সাইট বন্ধ হয়ে গিয়েছে। অত্যন্ত সফলতার সাথে মাথা উচু করে পথ চলছে সোনেলা ব্লগ। নিয়মিত পোস্ট এবং পাঠকদের অংশ গ্রহনে সারাক্ষনই সোনেলা ব্লগ থাকে উচ্ছলতার মাঝে।
সমসাময়িক, রাজনীতি, গল্প, কবিতা, ভ্রমন, মুভি রিভিউ, বুক রিভিউ, স্মৃতি কথা, মুক্তিযুদ্ধ সহ আরো অনেক বিভাগ আছে, যেসব মাধ্যমে লেখকরা নিজ প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন অবিরত।
এখানে নিবন্ধিত অনেকেই সোনেলায় আপনাপন নীড় বেঁধে নেয়ার পর দাপিয়ে বেড়াচ্ছেন সমস্ত আঙ্গিনা। মৌলিক ধারার অসাধারণ লিখন শৈলীতে গড়ে তুলেছেন বৃহত্তর পাঠক শ্রেনী। পাশাপাশি অন্যের লেখায় নিজেদের সুগঠিত মতামত, আন্তরিক বিশ্লেষণের মাধ্যমে জয় করে নিয়েছেন সহ ব্লগারদের অন্তর।
খুব বেশিদিন হয়নি তবু্ও শুধু নিজ লেখায় নয়, অথবা শুধুমাত্র মন্তব্য দিয়ে নয়, ব্লগে নিজেদের সম্পূর্ণ সত্তার সাথে যারা নিজেদের সোনেলার আলোকিত ব্লগার হিসেবে প্রকাশিত করেছেন, আজকের শুভেচ্ছা পোস্ট সেই কজন ব্লগারকে নিয়ে।
★-খাদিজাতুল কুবরা
সোনেলার উঠোনে বিচরন তিন মাস নয় দিন।
কবিতা তার প্রাণ। তার কবিতায় কি থাকে? কি থাকেনা সেটাই এখনো খুঁজে পাওয়া যায়নি। অর্থপূর্ণ শব্দ-বর্ণের কারুকাজ, সহজ সঠিক ভাষায় তার প্রতিটি লেখাতেই আছে সীমাহীন মুগ্ধতা। তিনি গল্প লিখেছেন। গল্প লেখায় তার সক্ষমতা আমরা দেখেছি। খাদিজার দেয়া মন্তব্য গুলোর ব্যাপারে একটি কথা বলতেই হচ্ছে, তিনি অন্যের লেখায় মতামত দিয়ে লেখকের আস্থা অর্জন করেন। তার মন্তব্য/ মতামত দেখে যেকেউ বুঝতে পারে, তিনি লেখাটি পড়েই মন্তব্য দিয়েছেন।
★-রোকসানা খন্দকার রুকু
সোনেলায় নিবন্ধন করেন দুই মাস আঠাশ দিন পূর্বে।
তেজস্বী একজন লেখক। সমসাময়িক লেখায় তিনি অগ্রসর একজন। অনেক সিরিয়াস বিষয়াবলী দিয়ে রম্য স্টাইলে তার পোস্ট গুলো পাঠক প্রিয়তা পেয়েছে দ্রুতই। তার মন্তব্যও কম উপভোগ্য নয়। নিয়মিত ব্লগারদের মাঝে তিনি অন্যতম।
★উর্বশী
সোনেলায় এসেছেন দুই মাস বাইশ দিন পূর্বে।
তার পোস্ট গুলোতে আমরা একজন প্রফেশনাল লেখকের অবয়ব পাই। তিনি আমাদের এখানে নবীন ব্লগার হয়ে এলেও তার প্রকাশিত বই বেরিয়েছে। তথ্য সমৃদ্ধ, সহজ সুন্দর লেখা পড়ে ভালো লাগে প্রত্যেকের।
তিনি বিস্তারিত, মার্জিত, আন্তরিকতা এবং মেধার যথাযথ সমাহারে মন্তব্য দেন। নিজ লেখার জবাবে মায়াময় আবহ রাখেন, যেখানে পাঠক স্বতঃস্ফূর্ত হয়ে বারবার মন্তব্য দিতে আগ্রহী হোন।
★রেজওয়ানা কবির
সোনেলা ব্লগে এসেছেন দুই মাস চৌদ্দ দিন পূর্বে।
মানুষের মন, মানুষের মাঝে গড়ে উঠা, জড়িয়ে রাখা সম্পর্ক নিয়ে তিনি লিখতে পছন্দ করেন। তার প্রতিটি লেখায় পাঠক নিজেদের খুঁজে পান নতুন রুপে। অনুভব করতে পারেন সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক। সম্পর্ক রক্ষণাবেক্ষণের চমৎকার সব নির্দেশনা। তার লেখাগুলো পাঠক শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পর উপলব্ধি করেন ” এ যেনো আমারই কথা! ” অনবদ্য উপস্থাপনার গুনে তার প্রতিটি লেখাই সুপাঠ্য মনে হয়।
প্রিয় নির্বাচিত ব্লগারগন, সোনেলার সকল ব্লগার এবং পাঠকদের পক্ষ থেকে আপনাদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা জানাচ্ছি। এমনি করেই আলোকিত করে রাখুন সোনেলার সোনালী আকাশ।
সোনেলার সার্বিক সাফল্য সদাগতিশীল হোক।
হ্যাপি ব্লগিং 🌹🌹
৮৮টি মন্তব্য
শামীম চৌধুরী
সাবিনা আপু,
চার জন স্বনামধন্য ব্লগারদের আপনি যে ভাবে মূল্যায়ন ও সম্মান দেখালেন তাকে স্যালুট আপনাকে।
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সহযোগিতা ছাড়া আসলে সম্ভবই ছিলনা। এভাবেই পাশে থাকবেন এ আশাই করি। শুভ কামনা।
রেজওয়ানা কবির
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া। সত্যি সাবিনা আপি স্যালুট জানাই।
খাদিজাতুল কুবরা
শামীম ভাইয়া আপনার/আপনাদের উৎসাহ ভালোবাসা না পেলে হয়তো আজকে এ সম্মাননা জুটতোনা।
তাই সদা সর্বদা আপনার/ আপনাদের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞ রইলাম।
দোয়া করবেন আজকের এ সম্মানের মর্যাদা যেন রাখতে পারি।
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়,
আন্তরিক ধন্যবাদ ও বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।সত্যি বলতে আপনাদের মত গূনীজনের সান্নিধ্য ও সহযোগিতায় ই আজ আমাদের এই সুন্দর অবস্থান।
সাবিনা আপুকে ধন্যবাদ সহ ভালোবাসা সুন্দর সাবলীলভাবে উল্লেখযোগ্য উপস্থাপনা করার জন্য। আশা করি সবার সাথে পথ চলতে আবারও সহযোগিতা পাবো।
সোনেলা পরিবারের সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। নতুনদের পাশে এভাবে থাকার জন্য, উৎসাহ উদ্দীপনা দেয়ার জন্য, তাদের লেখার মন্তব্যের মূল্যায়ন করার জন্য এমন পোষ্ট সত্যিই অসাধারণ। আগামীতে যারা আসবে তারাও বুঝবে সোনেলা ব্লগারদের জন্য কতটা আন্তরিক, আপন। এরা সবাই খুব ভালো লিখে সবচেয়ে বড় কথা তারা সবার লেখা পড়ে , মন্তব্য করে খুব সুন্দর করে। সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইলো। আপনি ও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু
ফাল্গুনী আপু শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটি লেখায় আপনি বিস্তারিত মন্তব্য রেখেছেন। ভালোলেগেছে এবং সে উৎসাহেই আরও লিখেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি আগামী দিনগুলোতেও থাকবেন। শুভ কামনা ও ভালোবাসা অবিরাম।
সুপর্ণা ফাল্গুনী
এতো এতো ভালোবাসা!! শুধুই ভালোলাগা জানিয়ে গেলাম। শুভ কামনা রইলো
রেজওয়ানা কবির
আপু সোনা,একটু আগেই তৌহিদ ভাইয়ের কমেন্টে লিখেছি মনের অজান্তেই কিছু মন্তব্য আশা করি তাদের মধ্যে আপনিতো আছেনই।এত সুন্দর করে এত ব্যস্ততায় সবাইকে মাতিয়ে রাখেন ভেবেই খুব ভালো লাগে।অনেক অনেক বেশী বশী আরও বেশী এক গামলা ভালোবাসা❤❤❤
সুপর্ণা ফাল্গুনী
💓💓💓💓 আপনার জন্য ও অসীম ভালোবাসা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
খাদিজাতুল কুবরা
দিদি ভাই সোনেলায় এসে আপনার উৎসাহ ভালোবাসা এতো পেয়েছি যে কি বলবো!
বিনিময়ে দেবার মতো বুকভরা ভালোবাসা আছে তা-ই উজাড় করে দিলাম।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা নিলাম আর বুক উজাড় করা ভালোবাসা ও দিলাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার লেখায়
আপনার উপস্থিতি সব সময় একটি ভালোবাসার সেতু নির্মাণ হতো, এটি বেশ উপভোগ করি। পরিপাটি সাজানো গুছানো উপদেশ গুলোবড় ভালো লাগা কাজ করতো। আপনাদের মত গুনীজনের সহযোগিতায় আজ আমাদের এই অবস্থান।
সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য ভালোবাসা অবিরাম। এই অবস্থান আমাদের দায়িত্ববোধ আরও বেড়ে গেল সঠিকভাবে পালন করতে পারি সেজন্য সকলের নিক ট দোয়া চাই।
সুপর্ণা ফাল্গুনী
দোয়া করি, আমিও দোয়া চাই সবার কাছে। আরো গতিময় হোক, সুন্দর হোক আমাদের একসাথে পথ চলা। শুভ কামনা অসীম 💓💓
সুপায়ন বড়ুয়া
ভালই করেছেন।
আপনি পরিচিতি তুলে ধরার আগেই
নিজেরাই আজ সোনেলা ভুবনে এক একটি পরিচিত মুখ।
তাদের মেধা ও মননে সদা বিচরণে।
সর্বাঙ্গীন মঙল কামনা করি।
আপনাকে ও ধন্যবাদ। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
আপনাদের দোয়াই নতুনদের মূল উপজীব্য। সবসময় পাশে থাকবেন দাদা। আর ত্রুটিগুলোও ধরিয়ে দেবেন।
শুভ কামনা। শুভ রাত্রি।
রেজওয়ানা কবির
অনেক অনেক ধন্যবাদ দাদা, শুভকামনা অবিরাম।
খাদিজাতুল কুবরা
দাদা আপনার/ আপনাদের মতো প্রথিতযশা সিনিয়র লেখক যখন লেখা পড়ে উৎসাহ দেন তখন আমার মতো ঘরকুনো মেয়েও লিখতে সাহস পায়।
আজকের এ সম্মাননা পেলাম আপনার/আপনাদেরই জন্য।
অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
দোয়া করবেন যেন লিখতে এবং পড়তে পারি।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের সকল গুনীজনের সহযোগিতা ই আজ আমাদের এই অবস্থান। আমার প্রতিটি লেখায় আপনার সাবলীলভাবে উপস্থিতি দারুন ভাল লাগা ও আশা জাগানিয়ার বিষয়।
সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সকলের জন্য ভালোবাসা ও শুভ কামনা অবিরাম।
হালিম নজরুল
উর্বশী অনেক আগে থেকেই আমার প্রিয় মানুষ। বাকী তিনজন খাদিজাতুল কুবরা, রোকসানা খন্দকার রুকু, রেজওয়ানা কবিরও খুব অল্প সময়ে আমার প্রিয় হয়ে উঠেছেন। আশা করি ভবিষ্যতে সবাই আরও ঔজ্জ্বল্য ছড়াবেন
রোকসানা খন্দকার রুকু
ইনশাআল্লাহ ভাইয়া ধরে রাখার চেষ্টা করব।পাশে থাকবেন।
শুভ রাত্রি।
রেজওয়ানা কবির
প্রিয় হতে পেরেছি বলে নিজেরই নিজেকে খুব ভালো লাগছে ভাইয়া।সোনেলা তো এমনি যেখানে সবাই খুব তাড়াতাড়ি আপন করে নেয়।অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
খাদিজাতুল কুবরা
আপনার মতো একজন গুণীজনের প্রিয় হতে পেরে সত্যি আবেগাপ্লুত হয়ে পড়লাম।
আপনার /আপনাদের উৎসাহই কলম ধরার সাহস যোগায়।
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন প্রিয় হালিম ভাইয়া।
উর্বশী
হালিম নজরুল ব্যস্তপাখি ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
গুনীজনের প্রিয় মানুষ হওয়াও ভাগ্যের ব্যাপার। সে ক্ষেত্রে আমরা ভাগ্যবতীও বটে। আপনাদের মত গুনীজনের সান্নিধ্য ও সহযোগিতা ই আজকের এই অবস্থান আমাদের। আপনার আশা যেন আমরা পূরণ করতে পারি।সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভ কামনা।
রেহানা বীথি
সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। অনেকদিন ব্লগে আমি অনুপস্থিতি ছিলাম। যখন ফিরে এলাম, আমার লেখায় তাদের সুচিন্তিত মতামত মন ভরিয়ে দিয়েছে। লেখাতেও তারা সমান দক্ষ। নিরন্তর শুভকামনা তাদের জন্য।
রোকসানা খন্দকার রুকু
আপনার জন্যও শুভকামনা ও ভালোবাসা নিরত্তর আপু। ভালো থাকবেন। শুভ রাত্রি।
খাদিজাতুল কুবরা
আপু আপনার গল্প পড়ে কী এক আকর্ষণ বোধ করলাম বোঝাতে পারবোনা। আপনাদের কাছে শিখব বলেই সোনেলায় এসেছি। এবং আশাতীত ভালোবাসা পেয়েছি।
তাই আজকের এই কৃতিত্বের দাবীদার আপনারা সবাই যারা আমার ছাই পাশ লেখায় মন্তব্য করে উৎসাহ যুগিয়েছেন।
বুকভরা ভালোবাসা রইলো প্রিয় আপু।
রেজওয়ানা কবির
আপনার জন্যও অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আপু।অনেক ভালো থাকেন।
উর্বশী
রেহানা বীথি আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের মত গুনীজনের সান্নিধ্য ও সহযোগিতা ই আজকের এই অবস্থান আমাদের। দায়িত্ববোধ বেড়েছে বটে। আশা করি সব সময় পাশেই থাকবেন। সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভ কামনা।
ফয়জুল মহী
সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ♥️♥️
রোকসানা খন্দকার রুকু
মহী ভাইয়া আপনাকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ভালো থাকবেন।
রেজওয়ানা কবির
অনেক ধন্যবাদ ভাইয়া।
খাদিজাতুল কুবরা
সবসময়ই অনুপ্রেরণা দিয়েছেন আপনি। আপনার প্রতি ও রইলো আন্তরিক প্রিতি ও শুভেচছা অবিরাম।
উর্বশী
ফয়জুল মহী,
স্পেশাল ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই।
তুমি যদি আমার এক একটি পোষ্টে গিয়ে মন্তব্য করতে আর ফোনে যদি না বলতে বার বার যে,অন্য কোথাও ভাল জায়গায় লেখা দিন।ব্লগে লিখতে পারেন। সোনেলার নাম নিয়ে সেখানে যুক্ত হতে বলতে, তোমার আগে ইঞ্জা ভাইয়া ইনভাইট পাঠিয়েছিলেন,বাকি তো ইতিহাস রচিত হলো।
সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভ কামনা।
তৌহিদ
অতি অল্প সময়েই এই চারজন ব্লগার সোনেলায় নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন। সোনেলায় তাদের পদচারনায় মুগ্ধ হই আমি। তারা আমাদের জন্য অনুপ্রেরণা অবশ্যই।
সোনেলায় বিচরণককারী সকল ব্লগারদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।
এরকম উৎসাহমূলক একটি পোষ্ট দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।
শুভকামনা জানবেন।
রোকসানা খন্দকার রুকু
শত ব্যস্ততার মাঝেও একটু দেরীতে হলেও আপনি সবসময় বিস্তারিত মন্তব্য রেখেছেন। লিখতে উৎসাহিত করেছেন। অনেক লেখাই আমি আপনার সাহসী মন্তব্যের কারনে লিখেছি।
চেষ্টা করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা। শুভ কামনা ভাইয়া। শুভ রাত্রি।
তৌহিদ
রুকু আপু সবার লেখা পড়া + মন্তব্য দেয়া + নিজের লেখা + আনুষঙ্গিক কাজ
এইজন্যেই মাঝেমধ্যে কিছুটা দেরী হলেও সবার লেখা পড়ি আমি আপু। সোনেলায় আপনার বিচরণ দীর্ঘতর হোক এটাই কাম্য।
রেজওয়ানা কবির
আমিও বরাবর মুগ্ধ হই আপনার মন্তব্যে ভাইয়া।কিছু লিখলেই কিছু মানুষের মন্তব্যের জন্য মন আনচান করে অজান্তেই।দোয়া করবেন,আর এভাবেই পাশে থাকবেন তবে আরও ভালো লিখতে আর পড়তে পারব ইনশাআল্লাহ।
তৌহিদ
রেজওয়ানা আপু আপনাদের লেখা পড়ে আমি নিজেও অনুপ্রাণিত হই কিন্তু। আমারো মন্তব্য করতে ভালো লাগে আপনাদের লেখায়।
ভালো থাকুন আপু।
খাদিজাতুল কুবরা
তৌহিদ ভাইয়া প্রথম যখন লেখা পোস্ট করেছি আপনি /আপনারা যখন মন্তব্য করে প্রশংসা করেছেন আমি সেদিনই সোনেলাকে ভালোবেসে ফেলেছি। আপনার মন্তব্য না পাওয়া অব্ধি আমার মনে হয়না যে লেখাটা ঠিকঠাক হয়েছে। আমি সত্যিই চাই এমন কিছু লিখতে যা পড়ে পাঠকের ভালো লাগে। সবসময় তো লেখা ভালো হয়না।
ভুল ত্রুটিগুলো শুধরে একজন ব্লগার হতে চাই মনে প্রাণে। আজকের এতোবড় প্রাপ্তি আপনাদের উৎসাহ না পেলে কখনো সম্ভব হতোনা।
কী দিবো ভাই কৃতজ্ঞতা স্বরুপ আন্তরিক কৃতজ্ঞতা এবং প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। তা-ই গ্রহণ করলে ধন্য হবো।
ভালো থাকুন সবসময়।
তৌহিদ
খাদিজা আপু, আপনার লেখায় একধরনের মোহময়তা থাকে যার রস আস্বাদন করা থেকে নিজেকে বিরত রাখতে পারিনা।
শুভকামনা সবসময়।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের মত গূনীজনের সান্নিধ্য ও সহযোগিতা ই আজকের এই অবস্থান আমাদের ভাইয়া। আমার লেখায় আপনার উপস্থিতি, মন্তব্য দারুন ভাল লাগা ও আশা জাগানিয়ার কাজ করে। সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভ কামনা।
আরজু মুক্তা
নারীর জয় জয়কার সবখানে।
শুভ ব্লগিং।
অভিনন্দন সবাইকে।🌹🌹🌹🌹🌹🌹
রোকসানা খন্দকার রুকু
আরজু মুক্তা আপনাকেও ধন্যবাদ।তবে নারীর জয়জয়কার যেমন খুশির ধরে রাখতে পারাটাও কঠিন। সবাই মিলে চেষ্টা করব। ইনশাআল্লাহ।
শুভ রাত্রি।
রেজওয়ানা কবির
ধন্যবাদ আপুনি।অনেক অনেক ভালোবাসা।
খাদিজাতুল কুবরা
আপনার হাত ধরেই এসেছি। আজকের এই সম্মাননার ভাগীদার আপনি ও।
কৃতজ্ঞতা স্বরুপ কী দিতে পারি বুকভরা ভালোবাসা ছাড়া।
সবসময় ভালো থাকুন এবং সুপরামর্শ দিয়ে বড় আপুর মতো ছায়া হয়ে থাকবেন।
আরজু মুক্তা
ভালোবাসা মানুষকে বাঁচায়।
ভালো থাকবেন।
শুভকামনা
উর্বশী
আরজু মুক্তা আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের মত গুনীজনের সান্নিধ্য ও সহযোগিতা ই আজকের এই অবস্থান আমাদের আপু। আপনি আমার লেখায় স্পষ্ট মন্তব্যে আমি আপ্লূত হই। এটি আমার জন্য বড় ভাল দিক। আশা করি আগামীতেও এভাবে পাশে পাবো। সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য অফুরান ভালোবাসা ও শুভ কামনা।
মোঃ খুরশীদ আলম
নতুনদের এমন সুন্দরভাবে মূল্যায়নে তাদের প্রতিভার বিকাশ ঘটবে প্রত্যেহ। এই প্রত্যাশা করি।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া।সত্যি উৎসাহই পারে মানুষকে আরও এগিয়ে নিয়ে যেতে। শুভকামনা অবিরাম।
খাদিজাতুল কুবরা
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া। এমন উৎসাহ পেলে সত্যি দায়বদ্ধতা অনেক বেড়ে যায়।
অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
উর্বশী
মোঃ খুরশিদ আলম ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
আপনাদের মত গূনীজনের সান্নিধ্য ও সহযোগিতা ই আজ আমাদের এই অবস্থান। আগামীতেও এভাবে সাথে থাকবেন বলে আশা করি।ভাল থাকুন,সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য শুভ কামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
আমি অপেক্ষা করছিলাম চারজনের কে কে আসে। কেউ নেই। তারমানে পানিতে পড়ে প্রথম হবার পর, আমাকেই জানতে চাইতে হবে ধাক্কাটা মারল কে?
সাবিনা ইয়াসমিন আপুকে অনেক অনেক ধন্যবাদও ভালোবাসা আমাদেরকে এমন শুভেচ্ছা পোষ্ট দেয়ার জন্য। সত্যিই আপনার কাছ থেকে এমন পাওয়া ভাগ্যের ব্যাপার।
খাদিজাতুল কোবরা আসলেই অসাধারণ! বাকি দুজনও তাই। আমি নিজের জন্য একটু চিন্তিত বোধ করছি! কারন যে কোন সম্মান পাওয়ার পর দায়িত্ব অনেক গুন বেড়ে যায়। আর যে মানুষটি সাহসী এ কাজটি করে ফেলেন তিনিও জড়িয়ে যান। রক্ষা করতে না পারলে সেটা খুবই খারাপ দেখায়।
পানিতে যখন ফেলেই দিলেন ম্যাডাম। চেষ্টা করব ইনশাআল্লাহ যেন রক্ষা করতে পারি।
আর মন্তব্য করে আমাদেরকে যাঁরা উৎসাহ প্রদান করেছেন এবং আজকেও করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ॥ এভাবেই পাশে থাকবেন এই কামনায়। শুভ রাত্রি।
খাদিজাতুল কুবরা
রুকু আপু আপনার লেখা নিয়ে কোন সন্দেহই নেই।
ভীষণ সুন্দর উপস্থাপনায় মূল বক্তব্য তুলে ধরার অভিনব কৌসল আপনাকে স্বতন্ত্র লে লেখকের স্থানে অধিষ্ঠিত করেছে বলেই আজকের এই সম্মাননা।
আমার জন্য ও আপনার কমপ্লিমেন্ট এক বিশেষ অনুপ্রেরণা।
ভালো থাকুন আর সুন্দর সুন্দর লেখায় মন ভরিয়ে দিন এটাই প্রত্যাশা।
রেজওয়ানা কবির
রুকু আপু শুধু জিসান ভাই আর সাবিনা আপু না আমার সোনেলা নামটা আর সোনেলা সম্পর্কে সব জানা এখানে আসার প্রথম ধাপতো তুমি।শুধু সোনেলায় না, সারাজীবন বাস্তবে ও এভাবেই তোমার পাশে থাকব ইনশাআল্লাহ। আর তোমাকে আগলে রাখব।অনেক বেশী তোমাকে ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না সেভাবে। বুঝে নিও❤❤❤কি করবে বল তোমার ইকরি এমনি😋😋😋মেনে নাও।আর আজকের আমার এই সম্মাননার ভাগিদার তুমিও সোনা।ভালো থেক।
উর্বশী
রুকু আপু,
পানিতে যখন ফেলেই দিল,সমস্যা নেই, আমরা মনের সুখে সাঁতার কেটে যাব। আমি মনে করি সোনেলায় যারা আছেন,তাদের পাশাপাশি যারা আসেন,তারাও এক সময় একটি অবস্থানে চলে যায় তার প্রমান আজ আমাদের অবস্থান।যদিও দায়িত্ববোধ বেড়ে গিয়েছে।আর এই নীতি বোধ টুকু আমাদের কাজে লাগাতে হবে। আপনাদের তিনজনের উপস্থিতি অনেক ভাল। যেখানে আমার অসুস্থতা ও ব্যস্ততায় তুলনামূলকভাবে কম। সাবিনা আপুর হাসি মুখ ই যেন আমরা সব সময় দেখতে পাই। সেভাবে সবাই এগিয়ে চলি। আপনাদের সবার জন্য ভালোবাসা রইলো।
রেজওয়ানা কবির
দুঃখিত দেরীতে আসার জন্য।সাবিনা আপু আমাদের নিয়ে এত সুন্দর একটা পোস্ট দিয়েছেন আনন্দে কি বলব,কি করব বুঝতেই পারছি না।আত্বহারা হয়ে গেছি।আপনাকে অনেক অনেক ভালোবাসা আপু।খুব খুব ভালো লেগেছে। এবার আসি সোনেলায়,প্রথমে রুকু আপুর কাছে কয়েকদিন আপনার অনেক প্রশংসা শুনেছি, সোনেলারও কথা শুনেছি।দেখা হলেই জানিস সাবিনা আপু এই,ওই এটা, সেটা আরও কত কি! প্রথমে বিরক্ত হতাম।তারপর ফেসবুকে একটা কবিতা লেখার পর জিসান ভাইয়ের ফ্রেন্ড রিকুয়েষ্ট আকসেপ্ট করলাম।বাকিসব দায়িত্ব নিয়ে বেঁচারা জিসান ভাই হাতে কলমে শিখিয়ে দিল।তারপর সাবিনা আপুর সাথে পরিচয়।এভাবেই সোনেলায় আসা।প্রথম লেখার পর কমেন্ট পেয়ে আর লোভ সামলাতে পারলাম না লোভে লোভাতুর হয়ে সবাই পড়বে এই আশায় লেখা শুরু করলাম,এই যে শুরু করে যে মজাটা পেলাম এই মজাটার আনন্দে মনে হয় লিখেই যাই সারাজীবন। আর আমি শুধু লিখি না ছোটবেলা থেকেই পড়তেও ভালোবাসি,তাই সোনেলা এমন একটা প্লাটফর্ম যেখানে হরেকরকম লেখা পড়া যায়,যেখানে এত ভালো আর বড় বড় লেখকের লেখায় আমি মুগ্ধ হয়ে গিয়েছি।আর অনেকের লেখা পড়ে লেখার প্রেমে পড়েছি তার মধ্যে আপনিও আছেন কিন্তু❤❤❤তাই এখন মনে হয় সোনেলা আমার এমন এক বন্ধু যেখানে অবলীলায় সব বলা যায়,লেখা যায়,যেখানে সবাই ছেড়ে যাবে কিন্তু সোনেলা থেকে যাবে।মানুষকে ভালোবাসলে অবহেলা পাওয়া যায় কিন্তু সোনেলা বিনিময়ে অগাধ ভালোবাসা দেয়।তাই তোমাকে ছেড়ে যেতে চাই না সোনেলা তুমি এখন আমার প্রকৃত প্রেম।আর শুধু লিখতে চাই না,আরও বেশি বেশি পড়তে চাই,ভালো পাঠক হতে চাই।সোনেলার সকল ব্লগারদের জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামন। সাবিনা আপু,
“দেবার মত নেইকো কিছু তবু্ও দিবার আশা,
তাইতো তোমায় দিলাম এত সুন্দর উপহারের জন্য অনেক অনেক ভালোবাসা”।
উর্বশী
রেজওয়ানা কবির আপু,
সুন্দর উপস্থাপন করেছন। আপনার সম্পর্কেও কিছুটা জানলাম,যা খুব ভাল লাগার বিষয়।অসুস্থতার কারনে কিছুটা পিছিয়ে পড়ি। আগামীতে সুস্থতা নিয়ে ভাল পাঠক হওয়ারও চেষ্টা থাকবে আশা করি। সাবিনা আপুর জন্য ও সোনেলার সবার জন্য ভালোবাসা রইলো
রেজওয়ানা কবির
ধন্যবাদ উর্বশী আপু।আপনি অনেক ভালো লেখেন।আমি আপনার লেখাও পড়েছি।অনেক অনেক ভালো থাকেন।যত্ন নিয়েন।
জিসান শা ইকরাম
খাদিজাতুল কুবরা, রোকসানা খন্দকার রুকু, উর্বশী, রেজওয়ানা কবির সোনেলার উঠোনে এসেছেন দুই তিন মাস হয়েছে। এই চারজনের প্রতি জনই আলাদা আলাদা ভাবে নিজস্ব স্বকীয়তায় উজ্জ্বল। প্রতিনিয়য়ত চার জন যেভাবে এবং যে মান এর পোষ্ট দিচ্ছেন তা তুলনাহীন। নিজেরা তো অত্যন্ত মান সম্পন্ন লেখা দিচ্ছেনই সাথে সাথে অন্যদের লেখাও পঠন পূর্বক লেখা অনুযায়ী বিস্তারিত মন্তব্য দিয়ে লেখককে উজ্জীবিত করছেন।
এত কাছাকাছি সময় এমন চারজন ব্লগার একসাথে সোনেলায় আর আসেননি ইতিপূর্বে।
তাঁদের লেখায় সোনেলা সমৃদ্ধ হচ্ছে।
খাদিজাতুল কুবরা, রোকসানা খন্দকার রুকু, উর্বশী, রেজওয়ানা কবিরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করব এই চারজনই তাঁদের সোনেলার উঠোনে বিচরণে সোনেলাকে আরো সমৃদ্ধ করবেন।
খাদিজাতুল কুবরা
জিসান ভাইয়া আমি ফেবু খোলার মাত্র কয়েক মাসের মধ্যে আপনার সহযোগিতায় সোনেলায় এসেছি। আমি ফোন চালাতেই পারিনা ভালো করে সেখানে আপনি আপনার আন্তরিক প্রচেষ্টায় ব্লগিং শিখিয়েছেন এবং ব্লগিং এর গুরুত্ব বুঝিয়েছেন।
লিখতে উৎসাহিত করেছেন।
তা না হলে আমি হয়তো ব্লগে লিখিতাম না। আজকের আমার এই সম্মাননা পাওয়ার নেপথ্য নায়ক আপনি।
আপনাকে কৃতজ্ঞতা জানাবার ভাষা খুঁজে পাচ্ছিনা।
শুধু এক বড় ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি।
সুস্থ এবং হাসিখুশি প্রাণোচ্ছল থাকুন এই দোয়া করি।
রোকসানা খন্দকার রুকু
আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে। আমরা এ কয়জন যখন এসেছি আপনার চোখের সমস্যা চলছিল। তা নিয়েই কিভাবে এত ধৈর্য সহকারে শেখালেন। অনেক দোয়া করেছিলাম। আল্লাহ বোধহয় ভালো কাজের প্রতিদান হিসেবে আপনার চোখ ভালো করে দিয়েছেন।
আমি অবাক হই মানুষ কি পরিমান বিরক্ত করলেও বিরক্ত হয়না সেটা আপনিই প্রমান। আপনি “ধ্যত গাধা” এই শব্দটা একবার হলেও আমার জন্য বলেন। কিচ্ছু মনে করব না বরং নিজেকে একটু হালকা মনে হবে। আমি আজও শিক্ষক হয়ে উঠতে পারিনি বলেই শিক্ষার বেহাল দশা। একটুতেই বিরক্ত হই।
এমন একটি ব্লগ তৈরি করে আমাদের জায়গা দেবার জন্য কৃতজ্ঞতা অপার। শুভ রাত্রি ভাইয়া।
উর্বশী
জিসান শা ইকরাম ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বিশেষভাবে। আপনাদের মত গূনীজনের সান্নিধ্য ও সহযোগিতায় আজ আমাদের এই অবস্থান। যদিও দায়িত্ববোধ বেড়ে গিয়েছে সবার। ইঞ্জা ভাইয়া ও মহী দুজনেই আমার সোনেলায় আসার আহবান জানায়।বাকি কাজের সহযোগিতাও ইঞ্জা ভাইয়া করেন।সেজন্য দুজনকেই আন্তরিক ধন্যবাদ।
আমার লেখায় মাঝে মাঝে আপনার উপস্থিতি দেখতে পাই। এটি ভাল লাগার বিষয়। আরও জানা ও শেখার বিষয়। পুরোপুরি সুস্থতা লাভ করতেও পারিনি এখনো। চেষ্টা থাকবে আগামীতে সোনেলায় আরও ভালভাবে বিচরণ করার।
সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য ভালোবাসা ও শুভ কামনা।
জিসান শা ইকরাম
@সাবিনা ইয়াসমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সহ- ব্লগারদের নিয়ে এমন পোষ্ট দেয়ার জন্য।
এমন ব্লগার্স প্রফাইল ব্লগারদের ব্লগিং এ উৎসাহ কয়েকগুন বৃদ্ধি করে দেয়।
ভালো থাকবেন, শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
সাবিনা আপুকে বলতে চাই। আপনাকে অনেক অনেক ভালোবাসি। আমি ভালোবাসা খুব বেশি প্রকাশ করতে পারিনা। আর লাভ স্টিকার দেয়া জিসান ভাইয়ের কাছে শেখা হয়নি তাই সেটাও দিতে পারছিনা। আমার খুব কাছাকাছি না থাকলে আমায় কেউ খুব একটা আপনও করে নিতে পারেনা। ফেসবুক অন করে প্রথম পোস্টটা আপনার খুঁজি না পেলে আপনার প্রোফাইলে ঢুকি যদি মিস্ হয়ে যায়।প্রতিদিন লেখা খুঁজি না পেলে পুরোনো যে কোনটা পড়ে ফেলি। এত মুগ্ধতা আপনার লেখায়।
আমার একবার স্টোক হয়েছিল। করোনা এসে মনে হচ্ছিল আর একবার হবে। আল্লাহর কাছে প্রার্থনা করতাম। তিনি কোন একপ্রান্ত থেকে আপনাকে এনে দিয়েছেন। সারাদিনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ব্লগে ঢুকে ভূলে যাই। মনে হয় আমার পাশে অনেকজন আছেন বন্ধু হয়ে।
এভাবেই থাকতে চাই সারাজীবন আপনাদের সাথে। ভালো থাকবেন।
বন্যা লিপি
আপনার চলতি ফোনেই আছে লাভ স্টিকার…. চেক করেন রুকু আপু,
দেখুন আমি দিচ্ছি❤❤❤❤❤💕💕💕💕💕💜💝💜💝💜💝💔💔💔💖💙💚💛💙💚💛💙💖💚💛💔💓💕💙💝💘💗💞💞💞💘💘💝💝💘💗💖💖💖💟💟💟💟💟💟💟 কত লাগবে বলেন। যত দিতে চান তাও কম পড়বে লাভ লাভ লাভ😊😊😊😊😊
রোকসানা খন্দকার রুকু
হা হা হা হা। বন্যা আপু ফোনে তো সবই আছে। সব কিছুই থাকে।
সবাই ঠিকঠাক প্রপোজ করতে জানে না কিন্তু প্রেম সবাই করতে চায়।
আমার অবস্থা তেমন। অনেক ভালোবাসা আপনার জন্যও।
বন্যা লিপি
@রুকু আপু , আপনাগো রচনা(কমেন্ট) দেইখা সাবিনা পলাইছে। একেকজন কমেন্ট করছেন না যেন ২০০শব্দের রচনা লেইক্খা ফালাইছেন। এত বড় বড় কমেন্টের জবাব দেয়া যায় নাকি? শুভেচ্ছা পোষ্ট হলো আড্ডা পোষ্টের মতো। অল্পকথায় মন্তব্য করতে হয়। তা না, একেকজন রচনা লিখতে বসছেন। বাপুরে বাপু😳😳😳😳😳😳
রোকসানা খন্দকার রুকু
পালায় নাই। মজা নিচ্ছে। কারন আমরা সবাই জয়ের খেলায় নেমেছি। কে কাকে ডিঙিয়ে কতখানি সাবিনা আপুর ভালোবাসা নিতে পারি। আর ভালোবাসা দুরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে!!! কারন অলরেডি সে এনগেজড। ভালো!!!!
রেজওয়ানা কবির
ইনশাআল্লাহ ভাইয়া। তবে এসেছিতো আপনার আর সাবিনা আপুর হাত ধরে। হয়তো আপনাদের জন্যই এই এত বড় সম্মননা পাওয়া।আর কেমন লিখি জানি না,নতুনের যেকোনোর প্রতি আমার অগাধ আগ্রহ তাই নতুন বিষয় জানতে, শিখতে, পড়তে এই সোনেলাকে আঁকড়ে থাকতে চাই। আর সাথে আপনাদের দোয়া আর ভালোবাসাও।মরে গেলে এগুলোই স্মৃতি হয়ে থাকবে।সত্যি হতাশা কাটানোর একটা বড় যায়গা সোনেলা।আপনাকে অনেক অনেক শ্রদ্ধা আর আন্তরিক ভালোবাসা ভাইয়া।ভালো থাকবেন সবসময়।
খাদিজাতুল কুবরা
@প্রিয় সাবিনা আপু পোস্টটি জমা হওয়ার সাথে সাথে দেখেছি কিন্তু কি আমি তখন আনন্দে আত্মহারা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। এ প্রাপ্তি আমার! অনেক বড় কিছু উপহার দিয়েছেন আপু। পড়তে ভালোবাসতাম বরাবরই। বৈবাহিক জীবন পরবর্তী নানা প্রতিকুলতায় পিছিয়ে ছিলাম পড়া থেকে।
ছোট বেলা থেকে ডায়েরি লিখতাম। আমি যে কখনো এতোবড় প্লাটফর্মে লিখবো এবং আপনার/ আপনাদের মতো গুণি লেখকদের সান্নিধ্য পাবো এ আমি কখনো ভাবতে ও পারিনি। আমার প্রথম লেখায় আপনার মন্তব্য মনের মধ্যে যে সাহসের সঞ্চার হয়েছে সে আমি আপনাকে বলে বোঝাতে পারবোনা।
আজকের এই বিশেষ প্রাপ্তির অংশীদার প্রিয় সোনেলার প্রিয় লেখক পাঠক সবাই।
আপনার এই মর্যাদা দানের প্রতিদান স্বরুপ লেখা এবং পড়ার ক্ষেত্রে আমার দায়বদ্ধতা শতগুণ বেড়ে গেলো।
বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা আপনার এবং আপনার সুবিশাল মনের জন্য।
আপনার লেখা পড়ে ও খুব আনন্দ পাই। কতো সহজ বিষয়কে প্রাঞ্জল শব্দের গাঁথুনিতে সাজিয়ে তোলেন।
লিখার চেয়ে ও শিখতে চাই বেশি আপনাদের সকলের কাছ থেকে।
প্রিয় সোনেলাতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থধারার সাহিত্যকে এগিয়ে নিবো ইনশাআল্লাহ।
মনির হোসেন মমি
খাদিজাতুল কুবরা,রেজওয়ানা কবির,উর্বসী,রুকু প্রত্যাকে সহ ব্লগার হিসাবে অভিনন্দন-শুভেচ্ছা।সোনেলায় নতুন হলেও তাদের লেখায় কিন্তু একজন অভিজ্ঞ লেখক হিসাবেই খুজেঁ পাই।এতো অল্প সময়ে সোনেলাকে আপণ করে নেয়া এ দৃষ্টান্ত স্বরণীয়। আপনাদের লেখায় ভরে উঠুক সোনেলার অঙ্গণ,সাহিত্যের তথ্য ভান্ডার ছড়িয়ে পড়ুক বিশ্বের সাহিত্যাঙ্গণে।
শুভ ব্লগিং।
রেজওয়ানা কবির
মমি ভাই সবই আপনাদের উৎসাহ আর অনুপ্রেরণা।দোয়া করবেন যেন এভাবেই থাকতে পারি সোনেলার সাথে বাকিটা পথ। ভালো থাকবেন।শুভকামনা।
উর্বশী
মনির হোসেন মমি ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের মত গূনীজনের সান্নিধ্য ও সহযোগিতা য় আজ আমাদের এই অবস্থান। যদিও দায়িত্ব বেড়ে গিয়েছে। আশা করি সব সময়ের মতই সাথে পাবো। সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য ভালোবাসা ও শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
আমাদের সাথে থাকুন এই কামনা।
খাদিজাতুল কুবরা
অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া আপনাদের উৎসাহ না পেলে এ সম্মান কখনো পেতামনা।
সুরাইয়া পারভীন
সবাই সবটা লিখেছেন আমি কী করবো সেটাই শুধু ভাবছি বসে বসে! সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সহ অনেক অনেক ভালোবাসা দিলাম💜💜💜উনাদের লেখা, মন্তব্যদানে বাকী লেখকদের উৎসাহিত করা সত্যিই মনে গেঁথে থাকার মতো। সোনেলার উঠানে সোনা ফলানো আপুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সোনেলার সাথেই থাকুন। লাভ ইউ অল
উর্বশী
সুরাইয়া পারভীন আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আপনাদের মত গূনীজনের সান্নিধ্য ও সহযোগিতা ই আজ আমাদের এই অবস্থান।।সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য শুভ কামনা ও ভালোবাসা।
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আপুনি।
অনেক ব্যস্ততার মাঝেও মন্তব্য করেন এবং খুব খারাপ লিখলেও সুন্দর করে উৎসাহ প্রদান আমাদের পাথেয়।
ভালো থাকবেন।
বন্যা লিপি
খুব অল্প সময়ে নিজেদের স্বাক্ষর রেখে আজ সোনেলার উঠোনে স্বমহিমায় উজ্জ্বল এই চার ব্লগার। লেখনী এবং মন্তব্যে প্রমান রেখে চলেছেন নিজেদের দীপ্ত পদচারনা। আন্তরিক অভিনন্দন এই চার গুণী ব্লগারকে।
এবং সাবিনা ইয়্সমিন আপনাকে বলছি- সহ ব্লগারদের এমন উৎসাহিত করার মতো পোষ্ট কেবল আপনার পক্ষেই সম্ভব। এ জন্যই আপনি সোনেলা ইয়াসমিন। এ কারনেই আপনি নতুন পুরোনো সকল ব্লগারদের অন্তপ্রাণ একজন সুহৃদ আপনজন প্রিয়জন এক নাম সাবিনা ইয়াসমিন। আমার কিঞ্চিত হিংসাও হয় আপনার 😊😊😊
আপনাকে অষেশ ধন্যবাদ।
উফফফ….. ধ্যাত্ পারুম না আপনি আপনি করতে। তুমি আমার ময়না। ভালবাসা তোমাকে💕💕💞💞💞💞
রেজওয়ানা কবির
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপু।ভালো থাকবেন।
উর্বশী
বন্যা লিপি আপু,
আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাই।
আপনাদের মত গূনীজনের সান্নিধ্য ও সহযোগিতা ই আজ আমাদের এই অবস্থান। পাশাপাশি দায়িত্ববোধ বেড়ে গিয়েছে সবার। সাবিনা আপু সহ সোনেলা পরিবারের সবার জন্য শুভ কামনা ও ভালোবাসা।
রোকসানা খন্দকার রুকু
আপনার ধ্যাতানি খেয়ে খেয়েই শিখতে পারা। আপনার লেখনির তেজ আর মন্তব্য হল অনুপ্রেরণা। ভালো থাকবেন আর সাথে থাকুন।
খাদিজাতুল কুবরা
বন্যা আপু জেলাসির শাস্তি হচ্ছে সাবিনা আপু রাজি থাকলে উনাকে দলনেতা করে আপনার বাসায় অতর্কিতে বিনা দাওয়াতি হামলা করা হবে। তৈরি থাকবেন।
রেজওয়ানা কবির
বন্যা আপু,আসলে একেকজন একেকরকম মানুষ তাই অনুভূতির প্রকাশ ও আমাদের ভিন্ন।তাই ভাবলাম সাবিনা আপুকে কৃতজ্ঞতা এভাবেই প্রকাশ করি। সাবিনা আপুর পোস্ট টা এত ভালো লেগেছে আমাদের তাই আমরা একেকজন বিশাল উপন্যাস লিখেছি।এই সুযোগে লেখার হাতটা আরেকবার যাচাই করলাম আর কি! শুভকামনা। ধন্যবাদ।
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,,
এক আকাশ ভালোবাসা সহ কৃতজ্ঞতা জানাই।
আপনার দেয়া এই খুশির পোষ্ট দায়িত্ববোধ এর চাবিকাঠি। আপনাদের মত গূনীজনের সান্নিধ্য ও সহযোগিতা ই আজ আমাদের এই অবস্থান। সোনেলা পরিবারের সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিশেষ প্রাপ্তি সোনেলা পরিবারের জন্য। সকলের জন্য ভালোবাসা ও শুভ কামনা অবিরাম। ভাল থাকুন শুভ কামনা সব সময়।
খাদিজাতুল কুবরা
@বন্যা আপু আপনার/ আপনাদের উৎসাহ পাই বলেই হয়তো কলম ধরার সাহস পাই। বিশেষ করে আপনার যে ভালোবাসা পেয়েছি এই অল্প সময়ে সেটা অবিস্মরণীয়। মনে হয় এটা শুধু সোনেলাতেই হয়। না দেখে ও দেখতে পাওয়া না ছুঁয়েও ছুঁয়ে যাওয়া।
একবুক ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা জানবেন প্রিয় আপু।