
বাতাসে- আমি তোমার শরীরের গন্ধ খুঁজি,
বৃষ্টির ফোঁটায় স্পর্শের মাদকতা;
পাখির ডানায় উড়তে চাই- রাডারবিহীন ভালোবাসায়।
প্রজাপতির প্রিজমে রাঙাতে চাই ভালোবাসার প্রাচীর;
তোমার আলতো ছোঁয়ায় সুখের লোনা জল ছুঁয়ে যাক কপোল জুড়ে-
প্রেমের বন্যায় আদিমতা উছলে পরুক শহরের অলিগলিতে।
নষ্টনীড়ে নবপল্লব ফুটে উঠুক নবজাগরণে মলয় সমীরণে;
তোমার বুক পকেটে জমাট বাঁধা তুষার-কামনার আলিঙ্গনে ঝরে পড়ুক দেহবল্লরীর কুঠুরীতে।
চার-পায়ের খুনসুটিতে অলস দুপুরে হারিয়ে যাবো;
বিরহী বিকেল পড়ে রবে চার-চোখের শুভ দৃষ্টিতে।
রচনা-০৭ই এপ্রিল
ছবি-নেট
২৭টি মন্তব্য
প্রদীপ চক্রবর্তী
ভালোলাগার এক অনুভূতি প্রকাশ।
তোমার আলতো ছোঁয়ায় সুখের লোনা জল ছুঁয়ে যাক কপোল জুড়ে-
ভালোবাসা এমন আলতো ছোঁয়া পরখ খুঁজে,
নষ্টনীড়ে নবপল্লব ফুটে উঠুক নবজাগরণে মলয় সমীরণে;
বেশ লাগলো, দিদি।
তবে হোক চার চোখেতে শুভদৃষ্টি।
রুমানা পারভিন রনি
ভীষণ সুন্দর
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞ। ভালো থেকো সুস্থ থেকো শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
রেজওয়ানা কবির
ভালোবাসা থাকলে সত্যি এত সুন্দরভাবে শব্দচয়নে কবিতায় ভালোবাসার অনুভূতি লেখা সম্ভব। ভালো লাগল দি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো। অফুরন্ত ধন্যবাদ আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
হালিমা আক্তার
আপনার প্রতিটি লেখায় খুব ভালো লাগে। শব্দের গাথুনি খুব সুন্দর। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ । নিয়মিত পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল
আরজু মুক্তা
শুভদৃষ্টি হোক। কবিতার কাব্য কথায় হারিয়ে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। অবিরাম শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
ছাইরাছ হেলাল
করোনা সাবধানতা খুউব দরকার এ ভীষণ সময়ে।
অনেক দিন পর লিখলেন!!
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবাইকে সাবধান থাকতে হবে। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
তৌহিদুল ইসলাম
তাড়াতাড়ি করোনা কেটে যাক, আপনার মনের সকল আশা পূরণ হোক। এ পৃথিবীতে আবার শান্তি নেমে আসুক। প্রেমে প্রেমে ছুঁয়ে যাক সকলের হৃদয়।
শুভকামনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। আপনার মনের আশা ও পূরণ হোক। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
পপি তালুকদার
শুভ দৃষ্টির জন্য শুভক্ষনটি তাড়াতাড়ি চলে আসুক জীবনে।এতো সুন্দর ভাবে মনের অভিব্যক্তি গুলো প্রকাশিত হল যে চমৎকার শব্দটিও অল্প হয়ে যায়।
সুপর্ণা ফাল্গুনী
আপু আপনাদের অনুপ্রেরণা ও আশীর্বাদে ধন্য হয়ে যাই। পাশে থাকার জন্য কৃতজ্ঞ ও ধন্যবাদ। ভালো থাকুন নিরাপদে থাকুন। শুভ সকাল
সৌবর্ণ বাঁধন
শব্দের ঝংকারে মুগ্ধ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাই। ভালো থেকো সুস্থ থেকো শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
রোকসানা খন্দকার রুকু
প্রেম যেন উথলে উঠছে। বয়ে যাক এমন প্রেমের উম্মাদনা।
শুভ কামনা দি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা । হয় হয় প্রেম এক্কেরে উতলে পড়ছে। দোয়া করবেন আপু যেন ভালো থাকি সুস্থ থাকি এই কঠিন সময়ে। আপনার জন্য ও অবিরাম শুভকামনা
মনির হোসেন মমি
শুভ দৃষ্টিতে শুভ কামনা রইল।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দোয়া করবেন আমার জন্য। আপনি ও সবাইকে নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন
কামাল উদ্দিন
ভালোবাসার ভালো কবিতায় ভালোলাগা, তবে কবিতার ভাষা আমি বরাবরই একটু কম বুঝি……….শুভ কামনা জানবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার কাছে কঠিন বলে কিছু আছে অন্তত আমার জানা নেই। আপনি অনেক অনেক ভালো বুঝেন, লিখতে ও পারেন। শুধু শুধু মিথ্যা অজুহাতে দূরে সরে থাকবেন না মন্তব্য থেকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
কামাল উদ্দিন
ব্যস্ততা আমায় দেয় না অবসর
সাবিনা ইয়াসমিন
প্রেমময় লেখার প্রেম এখানেও ছিঁটকে পড়ছে!
দারুণ! অনেক অনেক দিন পর এমন সহজ সুন্দর মিষ্টি এক কবিতা পড়লাম।
ভালো থাকুন অবিরাম ভালোবাসায় ❤️❤️
সুপর্ণা ফাল্গুনী
আপনি ও ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা নিরন্তর। অফুরন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সময় করে মন্তব্য করার জন্য, অনুপ্রেরণায় রাখার জন্য। ভালোবাসা অবিরাম