শীত-সখা

সাবিনা ইয়াসমিন ২০ জানুয়ারি ২০২০, সোমবার, ০১:০০:৩৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

আজ এসেছো,
এতদিনের আড়ালে ঢাকা মুখটি উজ্জীবিত হয়েছে শীতের কুয়াশা ভেদ করে,
হাজার-এক রাত্রির অপেক্ষা-অবসানে..

আজ এসেছো, এই শীতে,
এখানে শীত আসে শীত-উৎসব হয়ে
এখানে শীতের ভোর হয় মুক্তোঝরানো শিশিরে
এখানে শীত আরও শীতার্ত হয় অনন্ত বিস্ময়ে,

আজই এলে তুমি,
এখানে জলজ মন মেঘ হয়ে উড়ে যায়
উষ্ণ প্রেমের বিশুদ্ধতায়,
এখানে ভালোবাসা হয় ভালোবাসায় ;

অচেনা নাবিক,
এই অজানা হৃদ-বন্দরে নোঙ্গর করো
এখানেই আছে প্রেয়সী তোমার,
অফুরান প্রেমের মূর্ছনায় মুগ্ধ হবে তুমিও..

সখা,
ভুলতে পারবে না
ভুলতে দিবো না
আমার কবিতার এলোমেলো সজ্জায় তুমি
অলৌকিক অলংকার ;

★ অ-কবিতা

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ