আজ এসেছো,
এতদিনের আড়ালে ঢাকা মুখটি উজ্জীবিত হয়েছে শীতের কুয়াশা ভেদ করে,
হাজার-এক রাত্রির অপেক্ষা-অবসানে..
আজ এসেছো, এই শীতে,
এখানে শীত আসে শীত-উৎসব হয়ে
এখানে শীতের ভোর হয় মুক্তোঝরানো শিশিরে
এখানে শীত আরও শীতার্ত হয় অনন্ত বিস্ময়ে,
আজই এলে তুমি,
এখানে জলজ মন মেঘ হয়ে উড়ে যায়
উষ্ণ প্রেমের বিশুদ্ধতায়,
এখানে ভালোবাসা হয় ভালোবাসায় ;
অচেনা নাবিক,
এই অজানা হৃদ-বন্দরে নোঙ্গর করো
এখানেই আছে প্রেয়সী তোমার,
অফুরান প্রেমের মূর্ছনায় মুগ্ধ হবে তুমিও..
সখা,
ভুলতে পারবে না
ভুলতে দিবো না
আমার কবিতার এলোমেলো সজ্জায় তুমি
অলৌকিক অলংকার ;
★ অ-কবিতা
১২টি মন্তব্য
কামাল উদ্দিন
এই অজানা হৃদ-বন্দরে নোঙ্গর করো
এখানেই আছে প্রেয়সী তোমার,
অফুরান প্রেমের মূর্ছনায় মুগ্ধ হবে তুমিও..
……….নাবিক বোধ হয় পথ হারালো এবার
রেহানা বীথি
নোঙর করতেই হবে অচেনা নাবিককে, এখানে যে ভালোবাসা হয় ভালোবাসায়!
অপূর্ব অ-কবিতা।
অনন্য অর্ণব
আমার কবিতার এলোমেলো সজ্জায় তুমি
অলৌকিক অলংকার –
এভাবে উপমায়ন করলে সে কি আর না এসে পারে ?
হৃদয় ছুঁয়ে গেছে আপু। শুভ কামনা।
তৌহিদ
এত সুন্দর আবেগময় একটি কবিতা পৌষ সংক্রান্তি উৎসবে দেননি কেন আপু? পৌষের শীতে এমন উদার্ত আহবান মনে নাড়া দিয়ে গেলো।
প্লিজ শিরোনাম এডিট করে সামনে পৌষ সংক্রান্তি উৎসব লিখে দিন। আপনি আমাদের সবার বড় আফা। আপনি লেখা দিলে আমরা উৎসাহিত হই।
কবিতা ভালো লেগেছে আপু। নাবিকের নৌকা যেন ভেড়ে আপনার মনের কাছাকাছি এটাই কাম্য।
ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
সখা,
ভুলতে পারবে না
ভুলতে দিবো না
আমার কবিতার এলোমেলো সজ্জায় তুমি
অলৌকিক অলংকার ; ভুলতে দেয়া যাবেনা সখাকে কোনো কিছুর বিনিময়ে। খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য
ফয়জুল মহী
অনন্য লিখনী।
শান্ত চৌধুরী
অচেনা নাবিক,
এই অজানা হৃদ-বন্দরে নোঙ্গর করো
এখানেই আছে প্রেয়সী তোমার,
অফুরান প্রেমের মূর্ছনায় মুগ্ধ হবে তুমিও..
নান্দনিক কথামালা …..
সুপায়ন বড়ুয়া
“আজই এলে তুমি,
এখানে জলজ মন মেঘ হয়ে উড়ে যায়
উষ্ণ প্রেমের বিশুদ্ধতায়,
এখানে ভালোবাসা হয় ভালোবাসায় ;”
লেখার পেটার্ন টা দাগ কেটে যায়
এখানে ভালোবাসা হয় হৃদয়ের উষ্ণতায়!
আপুর লেখার শুভ কামনায়।
ছাইরাছ হেলাল
শীতৎসবে এলে শীতার্ত হয়ে!
কাঁপা কাঁপা হাঁটুতে ভর করে!
দাঁতের ঠক ঠকে শব্দ করে করে!
সেই তো এলে!
না এলে, কী আর এমন হতো,
শীতের সন্ধ্যা খুবলে খুবলে খেতো!
তা খাক,
প্রত্যাখ্যানের জ্বালা তো জুড়াতো!
এক জনমের মতো!
জিসান শা ইকরাম
যাক শেষ পর্যন্ত এসেছে তাহলে সখা,
অচেনা কেন হলো শীতে আগত সে?
অনেক দিন পরে সুন্দর এক প্রেমের কবিতা নিয়ে এলেন,
মুগ্ধ হয়ে পড়লাম।
শুভ কামনা।
প্রদীপ চক্রবর্তী
সখা,
ভুলতে পারবে না
ভুলতে দিবো না
আমার কবিতার এলোমেলো সজ্জায় তুমি
অলৌকিক অলংকার ;
অ-কবিতায় সে জন্মজন্মান্তর ভরে থাকুক চিরকাল।
.
অনবদ্য এক অকাব্যকথন দিদি।
দালান জাহান
“সখা ভুলতে পারবে না
ভুলতে দিবো না”
এই তো পূণ্য এই তো অহঙ্কার