
এই শীত-শীতে, মেঘলা করে-করে বৃষ্টি উঁকি দিচ্ছে,
এক্ষুণি নামবে বলে, না নামলেও; প্রচ্ছন্ন ভ্রুকুটিতে মজে আছে;
সংক্রামক যখন একান্ত কুঁড়েমিতে,
শীতের শ্বাসরোধ করে উষ্ণতায় ফেরাবে
না-কী তীব্র শীতের কাঁথা মুড়িয়ে দেবে!
শীতের আয়ুষ্কাল আন্দাজের চেষ্টা!
ভাবনার দূর প্রতিধ্বনিতে,
সোমত্ত বসন্তের প্রতিচ্ছবি।
(canadian film board এর) ডকুমেন্টারি দেখতে দেখতে
কপালে ভাঁজ ফেলে জন্ম নেবে কোন এক মহা বিস্ময়ের বসন্ত-জ্বর;
কোনও-না-কোনও ভাবে
ঝ’রে ঝ’রে পড়ে ত্রোস্ত-পাঠের গুঞ্জনের মত
ঝড়ের সংকেত, বা আচমকা অতিবৈদ্যুতিকায়,
নিবিড় বাসন্তী আঘ্রাণের বার্তা, যাতনা-ভোগ-ঋতুর শেষে।
ছবি নেটের।
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
বসন্তের আগমণী বার্তা অন্তরে পৌঁছে দিলেন সুন্দর করে!
ক’দিন বাদেই বিদায় নিবে শীত
আসবে কোকিলের কুহুতানে
রঙিলা বসন্ত।
অগ্রীম বাসন্তীক শুভেচ্ছা রইল সতত আপনার জন্য।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এই বসন্তে।
ধন্যবাদ।
আলমগীর সরকার লিটন
শীত প্রায় শেষের দিকে সুন্দর অনুভব প্রকাশ কবি দা
ছাইরাছ হেলাল
ভাল থাকবেন আপনি।
মোঃ মজিবর রহমান
ঝরা পাতার গুঞ্জন শোনা যাচ্ছে। আগোমনী বসন্তের গান শুনব আগামীতেই। ভালো থাকুন ভাইসাব।
ছাইরাছ হেলাল
অবশ্যই আমরা বসন্ত-গান শুনব সবাই মিলেমিশে।
ভাল থাকবেন আপনি।
হালিমা আক্তার
বসন্ত জ্বরে কাঁপছে দেশ।ঝরা পাতার দিন শেষ। ফাগুনের শুভেচ্ছা রইলো।
ছাইরাছ হেলাল
আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এই বসন্তে।
অনেক ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
মহারাজ, কথায় আছে এক মাঘে শীত যায় না। কিছু ভয়-ডর আগামী শীতের জন্যে তুলে রাখুন। আর বসন্ত নিয়েও টেনশনের কিচ্ছু নেই। হঠাৎ-হঠাৎ কালবৈশাখী এসে জ্বর সব উড়িয়ে দিবে।
আপনি ঐসব ডকুমেন্টরী না দেখে গোটা কয়েক তামিল/তেলেগু মুভি নিয়ে বসেন। দেখবেন লাইফ ইজ সো মাছ ( much) বিউটিফুল 🙂
ছাইরাছ হেলাল
তাহলে কালবৈশাখীর আক্ষেপ অপেক্ষা এখন ই চালু রাখতে বলছেন!
তামিল/তেলেগু নিয়ে নিয়ে বললে তো আবার অন্য কথা বলবেন!!
পড়ার জন্য ধন্যবাদ।