হলুদ পাঞ্জাবী আর পা’জামা পরে বসন্তবাবু ধী-রে ধীরে শিমুল পলাশ বাগানের ভেতর দিয়ে এগিয়ে আসছে, পাখি উড়ছে-পাখি বসছে শিমুলের ডালে,বিকেলের পরন্ত আলো শিমুল পলাশের সাথে খেলা করছে , শুকনো ঝরা বাঁশপাতায় মেঠো পথটা যেন বিছানা হয়ে আছে, বসন্তবাবুর জুতোর নীচে শুকনো বাঁশপাতা মচমচ করে ভেঙ্গে বনের নিরবতাকে জাগিয়ে দিচ্ছে, মাধবী লতার গাছের ফাঁক দিয়ে শেষ বিকেলের সূর্য্য তার সিগ্ধ হাসি ঝরাচ্ছে —— আলতা পায়ে বাসন্তীরানী মেঠো পথে ধীরলয়ে পা ফেলছে, শিমুল গাছের নীচে বাসন্তীরানীর লম্বা বেনীর উপর লালপেরে হলুদ শাড়ীর আঁচল উড়ছে ! লাল চুড়ির ঝনঝনানীতে ঘুমন্ত শিমুল ফুল জেগে যা্চ্ছে, কোকিল কুহ্ তালে গান ধরেছে, আজ বাসন্তীরানীর চোখের ওপারে কিসের এত কষ্ট-সুখ ! সেই কষ্ট-সুখই রবি ঠাকুরের গান হয়ে ঝরে পড়ছে শিমুল পলাশ বনে-বসন্তবাবুর মনে —
“আহা আজি এ বসন্তে
এত ফুল ফোটে, এত বাঁশি বাজে
এত পাখি গায় আহা আজি এ বসন্তে।।
সখির হৃদয় কুসুম কোমল
আর অনাদরে আজি ঝড়ে যায়
কেন কাছে আস, কেন মিছে হাসো
কাছে যে আসে তো, সে তো আসিতে না চায়।।
সুখে আছে যারা সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুঃখিনী নারীর নয়নেরও নীড়
সুখি জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না তারা বুঝেও বোঝেনা
তারা ফিরেও না চায়।। ” —-
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
সঠিক সময়ের গানটি পড়ে আবার দোলা লাগল।
স্বপ্ন নীলা
আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইল ভাই
নীলাঞ্জনা নীলা
দারুণ লিখেছেন।
গানটি একসময় ডুয়েট গাইতাম আমি আর আমার বাপি।
ফাগুণী শুভেচ্ছা।
স্বপ্ন নীলা
হুমম একজন শিল্পী তাহলে আবিষ্কৃত হলো আজ, আপনি গান জানেন, গান শোনানোর বায়না রইল দিদিি
– আপনাকেও ফাগুনের শুভেচ্ছা
নীলাঞ্জনা নীলা
গান এখন আর কোথায়! এখন আমার কন্ঠ GUN-এর মতো। 😀
মৌনতা রিতু
মিথ্যা কেন বলো শুনি মিশরকন্যা :@ এখনো কি মিষ্টি তোমার কন্ঠ।আমরা সেদিনই ইউটিউবে শুনলাম। স্বপ্ন এই সুযোগ হাতছাড়া কোরো না, আপুর কাছ থেকে শুনে নাও গান।
স্বপ্ন নীলা
-{@ -{@ (3 (3
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
গানটি সত্যিই মুগ্ধকর।বসন্তের নানান দিকে মনকে নিয়ে যায়।শুভেচ্ছা ফাগুণীর -{@
স্বপ্ন নীলা
আসলে গানটি আজকের দিনের জন্য খুবিই পারফেক্ট — আজকে কেন যেন এই গানটিই খুবই ভাল লাগে — হয়তো বসন্তের আগমন বলেই
শুভকামনা রইল
শুন্য শুন্যালয়
আপনাকেও বসন্তের শুভেচ্ছা আপু -{@
স্বপ্ন নীলা
আপু আপনার গোলাপ গ্রহণ করলাম — আর সাথে রইল বসন্তের শুভেচ্ছা
নিহারীকা জান্নাত
বসন্তবাবুর আগমন শুভ হোক।
আপনাকে বসন্তের শুভেচ্ছা -{@
স্বপ্ন নীলা
দিদি আপনাকেও বসন্তের শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর
জিসান শা ইকরাম
গানটির সাথে বসন্ত মিলেমিশে একাকার হয়ে আছে।
বসন্তের বাসন্তী শুভেচ্ছা আপনাকেও -{@
স্বপ্ন নীলা
ভাই আপনাকেও বসন্তের শুভেচ্ছা, ভাল থাকবেন নিরন্তর
আবু খায়ের আনিছ
বসন্ত বাবু এখন আসে ডিজিটাল ভাবে, আগে প্রকৃতি মানুষকে জানাইতো বসন্ত এসেছে, এখন মানুষ প্রকৃতিকে জানায় বসন্ত এসেছে, বিশেষত এই শহুরে জীবনে।
স্বপ্ন নীলা
ভাই আপনার এই সুন্দর মন্তব্যটিই একটি পোস্ট — আপনার মন্তব্যের সাথে আমি পুরোপুরি একমত — শুভাকামনা রইল
মৌনতা রিতু
বসন্তবাবু এসে পড়েছে। আসুক। আমি অপেক্ষায় আছি।
ভাল লাগা রইলো পোষ্টে।
স্বপ্ন নীলা
হুমম বসন্তবাবু এসে পড়েছে — বসন্তের শুভেচ্ছা আপু
ইঞ্জা
বসন্তের বাসন্তী শুভেচ্ছা।
স্বপ্ন নীলা
আপনাকেও বসন্তের শুভেচ্ছা — শুভাকামনা রইল নিরন্তর
ইঞ্জা
শুভকামনা