১৯৯৭ সাল!
১৭ বছর অাগের শাহানা অার অাজকের শাহানাকে অামি মিলাতে পারতেছিনা।
কি রুপ, যৌবন, লাস্যময়তা, স্ফটিকের মতো স্বচ্ছ জীবন্ত ছিলো, চন্ছল ছিলো শাহানা।
অার এখনকার শাহানাকে কোনো ভাবেই মিলাতে পারতেছিনা!
শাহানা ছিলো অামাদের মফস্বলের সবচেয়ে অাকর্ষণীয়, প্রাণবন্ত, সাংস্কৃতিমনা, অাধুনিক মেয়ে।
শাহানা’রা ৬ বোন ছিলো।
৩ জন অবিবাহিত প্রায় সমবয়সী।
৩ বোনের সেকি কলকলানি জীবন যাপন ছিলো।
বাড়িতে বাগান করতো।
পাড়ার সব ছেলেরা শুধু শাহানাদের দেখার জন্য ২১ ফেব্রুয়ারিতে ফুল অানতে যেতো।
ঈদের ঠিক অাগের দিন শাহানা’রা তাদের বাড়ির দেয়ালে ‘ঈদ মোবারাক ‘ লিখতো।
অার কি সুন্দর ফুল, পাখি, লতাপাতা এঁকে রাখতো মাটির দেয়ালে।
তখনকার অজঁপাড়া গায়ে শাহানাই ছিলো অামাদের অলঙ্কার।
বি.কম পড়তো শাহানা।
অামাদের প্রাইমারী, সেকেন্ডারী স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মূল অাকর্ষন থাকতো শাহানার গান, কবিতা অাবৃত্তি।
মাঝেমাঝেই শাহানা’রা সব বোনেরা অামাদের বাড়িতে অাসতো।
মা’র সাথে গল্প করতো। বেড়াতে যাবার জন্য মায়ের সুন্দর শাড়ি নিতো।
শাহানাকে পাবার জন্য মফস্বলের সকল যুবকের লাইন থাকতো অামাদের পাড়ায়।
কিন্তু শাহানার অবঃ প্রাপ্ত মেলিটারী বাবার কারণে কেও মুখ ফুটাতে পারতোনা।
বিধি বাম! একজন পেড়েছিলো। “মুক্তার ভাই “।
মুক্তার ভাই ছিলো অামাদের মফস্বলের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে।
কাঁশবনের মতো ঢেউ খেলানো চুল ছিলো মাথা ভর্তি।
শ্যামবর্নের মুক্তার ভাইয়ের চুলের স্টাইল অার জ্বলজ্বলে চুখের কারনে অামরা সবাই তাকিয়ে থাকতাম।
অার মুক্তার ভাইয়ের মতো হবার চেষ্টা করতাম।
মুক্তার ভাই অামাদের থানায় নামকড়া ফুটবল খেলোয়ার ছিলো।
কতো হেরে যাওয়া ম্যাচ মুক্তার ভাই জিতিয়েছে।
মুক্তার ভাইয়ের খেলা দেখার জন্য পাড়ার সবাই দল বেঁধে মাঠে যেতো।
অারেকজনও যেতো মাঠে, শাহানা।
মুক্তার গোল দিলে পুকুর পাড় থেকে দুহাত উপরে তুলে চিৎকার করে নেঁচে উঠতো শাহানা।
১১ বৎসরের বালক, তখন বুঝতামনা ; মুক্তার গোল দিলে শাহানা কেনো চিৎকার করে উঠে “গোওওওল……!
অামার জীবনের অন্যতম নিঃষ্ঠুর, হৃদয় বিদারক দিনটায় বুঝলাম, কারণটা “স্টুপিড ভালবাসা “।
মুক্তার অার শাহানার প্রেম জেনো অামাদের মফস্বলে একটা রুপকথা হতে থাকলো।
কারণ, শাহানার বাবার ভয়কে পাত্তা না দিয়ে ‘প্রেম ‘ করা রুপকথা বৈকি।
তাদের প্রেম চলতে থাকলো চুপিসারে। মুক্তার ভাই কলেজ কামাই করে শুধু শাহানাদের বাড়ির দিকে ঘুরঘুর করতো।
শাহানাও ছলেবলে বাউন্ডারির বাইরে অাসতো।
এক পলক দেখেই মুক্তার ভাই ফুটবল টেবাতে টেবাতে চলে যেতো।
ব্যাপারটা জানাজানি হলে, শাহানার বাবা মুক্তার ভাইয়ের বাড়িতে নালিশ দেয়।
মুক্তার ভাই তার বাবাকে বলে ‘শাহানাকে বিয়ে করবে ‘। মুক্তার ছিলো তার বাবার বড় ছেলে। মোটামুটি স্বচ্ছল পরিবার।
মুক্তারের বাবা শাহানার বাবাকে বিয়ের প্রস্তাব দেয়। যথারীতি শাহানার বাবা ফিরিয়েও দেয়।
শুরু হয় তাদের টানাপোড়ন। প্রায়ই শাহানাদের বাড়ি থেকে শাহানার কান্নার চিৎকার ভেসে অাসে। পাড়ার সবাই শাহানার বাবাকে বুঝানোর চেষ্টা করে।
কিন্তু শাহানার ধাম্ভিক, অহংকারী বাবা কারো কথা পাত্তা দেয়না।
মুক্তার ভাই পাড়ার এমন কেও নাই যার হাতে পায়ে ধরেনি।
কোনো ফায়দা হয়না।
১৯৯৭ সালের অাষাঢ় মাস। তারিখটা এখন ঠিক মনে পড়তেছেনা।
খুব সকালে মানুষের চিৎকার চেঁচামেচিতে ঘুম ভেঙ্গে যায়।
মানুষজন দলবেঁধে দেখি শাহানাদের বাড়িতে যাচ্ছে।
প্রতিটা মানুষ কাঁদতেছে অার বলতেছে “মুক্তাররে মাইরা লাইছে “।
শাহানাদের বাড়ির ওঠানে মুক্তারের রক্তাক্ত লাশ পড়ে অাছে। চারদিকে পুলিশ।
অার শাহানার চিৎকার “মুক্তার! মুক্তার! মুক্তার!
সেদিন মুক্তার গিয়েছিলো রাতে শাহানার সাথে দেখা করতে। কিন্তু উৎ পেতেছিলো শাহানার বাবা এবং চাচারা।
মুক্তারকে তারা সারারাত বেদম মার-ধর করে।
মুক্তারের প্রতিটা অাঙ্গুলের নখের ভিতরে সুঁই ঢুকায়!
পায়ের অাঙ্গুলে সুঁই ঢুকায়!
মুক্তারের যৌনাঙ্গ দিয়ে সুঁই ঢুকায়!
সেভেন অাপের বোতলে গড়ম পানি দিয়ে বেদম প্রহার করে!
সবই ঘটে শাহানার চুখের সামনে।
শাহানাকে তার বাপ মুখ-হাত বেঁধে পৃথিবীর সবচেয়ে কঠোর, নিঃষ্ঠুর শাস্তিটা দেয়।
তাঁর চুখের সামনে তার “মুক্তারকে ” খুচিয়ে খুচিয়ে মারে তার বাবা।
শাহানার জবানবন্দীতে শাহানার বাবার মৃত্যুদন্ড দেয় অাদালত।
৫ বছর জেলে থাকার পর অসুুস্থ হয়ে শাহানার বাবা জেলেই মারা যায়।
মারা যাবার ২ বৎসর অাগেই শাহানার বাবা বোবা & লুলা হয়ে যায়।
তারপর এলাকায় অনেকেই বলাবলি করতো যে, শাহানাই ঐদিন রাতে তার বাবার সাথে হাত মিলিয়ে মুক্তারকে রাতে অাসতে বলে।
কিন্তু, শাহানা প্রমাণ করে দেয়, অাদালতে তার বাবার নির্মম অত্যাচারের কথা বিচারককে বলে।
অামার অাব্বা বলেছিলো, জাজ সাহেব নাকি শাহানার কথা শুনে বারবার কেঁদে উঠতেন। কোর্ট রুমের প্রতিটা মানুষ শাহানার কথা শুনে বিলাপ করে কেঁদেছে।
তারপরে শাহানা প্রায়ই অামাদের বাড়িতে এসে রাতে অামাদের সাথে ঘুমাতো।
শাহানা নিচে খেজুর পাটি বিছিয়ে তাঁর “মুক্তারের ” কথা বলতো, তাদের ভালবাসার কথা বলতো।
তাঁর বেঁচে থাকার অবলম্বনের কথা বলতো।
অার মুখচোরা অামি মা’র বুকে গুটিসুটি মেরে চুপিচুপি চুখ মুছতাম।
স্টুপিড ভালবাসার কথা শুনতাম কান পেতে!
শাহানা বিয়ে করে পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় দায়বদ্বতার দায়ে।
কিন্তু “মুক্তারের ” কবরে শাহানার ফুল ঠিকই অাষাঢ়ের ঐদিনটাতে শোভা পায়।
শাহানা তার স্বামী-সন্তান নিয়ে মুক্তারের কবর জিয়ারাত করতে যায়।
স্টুপিড ভালবাসা!
শাহানা’কে হঠাৎ অাজকে মিরপুরে দেখি।
কথা হয় অল্প-বিস্তর। অাগের শাহানার সাথে অাজকের শাহানাকে দেখে, কেবলি মনে হচ্ছিলো,
“অামাকে যদি খোদা বিশেষ কোনো ক্ষমতা দিতো, তবে রিভার্স করে সেই দৃশ্যে ফিরে যেতাম “মুক্তার ভাই, গোল দিছে, অার শাহানা চিৎকার করে উঠছে ‘গোওওওওওল…… ‘
ভূমিকম্প, চাকরী, টার্গেট, প্রান্ত স্ট্রোক করে মারা যায়, ব্লগার খুন, জাফর স্যার ব্লগার, সাগরে লাশ ভাসে, পিওন বলে ‘স্যার মাথাতো স্টেডিয়াম ‘, ভাতিজা-ভাতিজি স্কুল পালায়, মেসে বাজার, সবকিছু ছাপিয়ে শুধু কানে ভেসে অাসতাছে “গোওওওওওল! ” অার,
“মুক্তার! মুক্তার! মুক্তার!…..!
[[বিঃদ্রঃ লাইলি মজনু অামার চেয়ে কি হাজার বছরের বড়ো হবেনা বয়সে! কিছু চরিত্র থাকে অামাদের জীবনে, যাদের নামের শেষে কোনো সর্বনাম লাগেনা। তেমনি, শাহানা অামার চেয়ে ১৫ বছরের বড়ো হয়েও শুধুই ” শাহানা “।
অামার দেখা ভালবাসার কিংবদন্তি। ]]
২৩টি মন্তব্য
স্বপ্ন নীলা
খুবই মনোযোগ দিয়ে পড়লাম, মনটাই ভীষণ খারাপ হয়ে গেল – মুক্তারকে ধরে আইনের হাতে তুলে দিত কিন্তু তা না করে নিজেরাই আইন হাতে তুলে নিল, কি হলো তাতে, শাহানার বাবা নিজেই জেলে ধুকে ধুকে মারা গেল —- পাপের শান্তি তার বাপেরে ছাড়ে না —–
মন ছুঁয়ানো কষ্ট পেলাম —খুবই গুছিয়ে লিখেছেন —
ইমন
মুক্তারকে আইনের হাতে তুলে দেয়ার কোনো ক্যারন ছিল না আপু। উৎ পেতে ছিলো অশুভ শক্তি। ঐদিন শাহানা আপা কে দেখার পর থেকে কেবল মন চাছিলো আপুকে যদি জড়িয়ে ধরে তার বুকের ভিতরের হা হা কার টা নিজের মধে ট্রান্সফার করে নিতে পারতাম! কিন্তু মনের ইচ্ছা মনেই থাকে। কদিন ধরেই মনটা খারাপ হয়ে আছে। ফেসবুক, অফিস, বন্ধু বান্ধব কিছুই ভালো লাগতেছেনা।
আপার জন্য দয়া করবেন।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
শাহানা একটি স্বার্থক প্রেমের ইতিহাস।এখানেই প্রকৃত প্রেম এসে লুটিয়ে পড়েছিল যা অনন্তকাল জাগ্রত থাকবে শাহানার মনে সুতরাং প্রেম বা ভালবাসা সফল পরাজয় দম্ভিকতা অহংকার রূপি মানুষগুলোর।
সুন্দর ভাবে কাহিনীর বর্ননা দিয়েছেন যা পড়ে মনে হচ্ছি আমারি এক ছোট্র বাকী প্রেমাতিহাস।১০০%মন চাঙ্গা হলো।
ইমন
মনির হোসেন মমি(মা মাটি দেশ)ভাইয়া
ধন্যবাদ।
আপার জন্য দয়া করবেন।
ব্লগার সজীব
পড়লাম ভাই।আপনি লেখায় পাঠকের আগ্রহ ধরে রাখতে পারেন।রুদ্ধশ্বাসে পড়ে গেলাম।
ইমন
সজীব ভাই
ধন্যবাদ। শাহানা আপুর জন্য দোআ করবেন।
শুন্য শুন্যালয়
কি ভয়ংকর এক বর্ননা দিলেন ভাই, এতটা পিশাচ মানুষ কিভাবে হয়?
আমি মনপ্রান থেকে প্রার্থনা করছি আপনার শাহানা সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে উচ্ছল হয়ে উঠুক। নিয়তির উপর আমাদের দখল নেই।
এমন নিষ্ঠুর প্রেমের গল্প যে সত্যি সত্যি আছে, আপনি না লিখলে জানতে পারতাম না।
ইমন
শুন্য শুন্যালয় আপু
যেখানেই মানুষ সেখানেই নির্মমতা। আমার গায়ের লুম দাড়িয়ে যায়, চুখে পানি চলে আসে সে দ্রিশের কথা মনে পড়লে। ” গোওওল “….
মারজানা ফেরদৌস রুবা
প্রেমের নিষ্ঠুরতার আরেকটি রুপ আমি জানি, দেখিনি কিন্তু শুনেছি আর প্রেমিকাকে যতোদিন চোখের সামনে দেখেছি, শ্রদ্ধায় মাথা নুইয়ে এসেছে। লিখবো, কিন্তু কতোটা ফুটিয়ে তুলতে পারবো জানিনা।
মারজানা ফেরদৌস রুবা
প্রেমের এমন হৃদয় বিদারক কাহিনী পড়ে কেবল চোখের জলেই ভাসতে হয়।
কেমন করে আগের সেই শাহানা থাকবে সে? বেচেঁ যে আছে এই তো বেশি। লাশ হয়ে বেচেঁ আছে সে।
অজানা মেয়েটির প্রতি শ্রদ্ধায় মাথা নুইয়ে আসে। কাঠগড়ায় দাঁড়িয়ে যে কিনা কেবল সত্য উচ্চারণ করে গেছে। এখানেই তাঁর প্রেমের স্বার্থকতা। ছেলেটি মরে গেলেও তাঁর আত্মা শান্তি পাবে, যে তাঁর প্রেম খাঁটি ছিলো। আমি তাঁদের দুজনকেই সালাম জানাই।
ইমন
আমাদের চারপাশে এমন অনেক শাহানা-মুক্তার আছে। না থাকলে কি প্রেম আর ভালবাসার তৃষ্ণা থাকতো মানুষের মাঝে! আমরা শুধু সময় করে মানুষের জীবনটা পড়িনা, বড্ড উদাসীন আমারা চারপাশ থেকে যে শিক্ষা নেয়া যায় সে ব্যাপারে।
আশা জাগানিয়া
উচ্ছল উজ্জ্বল এমন একজনকে এমন অনুজ্জ্বল অবস্থায় ভালো লাগার কথা না।
ইমন
আপুর জন্য দোআ করবেন।
নীলাঞ্জনা নীলা
এমন নিষ্ঠুরতার কথা আমি আগে আর পড়িনি।কেমন অসুস্থ্য বোধ করছি শাহানার কথা ভেবে।তার চোখের সামনে এভাবে তার ভালবাসাকে মেরে ফেললো? !
ইমন
নীলাঞ্জনা নীলা
আমার এখন কেবলি মনে চাচ্ছে খুদা যদি আমাকে কোন জাদুর ক্ষমতা দিত তবে আমি সব ঠিক করে দিতাম।
ওইদিনের নির্মমতা আরো ভয়ানক ছিলো।
তুমি যদি শুনতে শাহানার ছেই চিৎকার ” গোওওওওওল ”
মাটিতে লুটিয়ে পরে থাকা শাহানার আর্তনাদ ” মুক্তার! মুক্তার! মুক্তার!
ঠিক জেনো কোন ম্যুভির বিয়োগান্তক দ্রিশের চিত্রায়ন। অসম্ভব…. আমি আর ভাবতে পার্তেছিনা….
জিসান শা ইকরাম
আগেই পড়েছি লেখাটি
খুব সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছেন।
মানুষের কত বীভৎসতা থাকে ভাবাই যায় না
শাহানার জন্য শুভ কামনা।
ইমন
জিসান ভাইয়া
শাহানা আপা আসলে আমাদের দোয়াতে বেঁচে আছে।
স্বদেশী যোদ্ধা
” মুক্তারকে তারা সারারাত বেদম মার-ধর করে।
মুক্তারের প্রতিটা অাঙ্গুলের নখের ভিতরে সুঁই ঢুকায়!
পায়ের অাঙ্গুলে সুঁই ঢুকায়!
মুক্তারের … …. …”
এই করুণ এবং বীভৎস চিত্র যেন চোখের সামনেই ভেসে উঠছে !!
ইমন
:'(
খেয়ালী মেয়ে
একদিকে নিষ্ঠুরতা অন্যদিকে ভালোবাসার সাহসিকতা দারুন লিখেছেন..
স্যালুট জানাই শাহানাকে…
ইমন
খেয়ালি মেয়ে
ধন্যবাদ অাপনাকে। শাহানা অার মুক্তারের জন্য দোয়া করবেন 🙂
অলিভার
তবুও হাহাকার থেকে যায় মনের গভীরে যেখানে অবস্থান শুধুই ‘মুক্তার’ এর।
তবুও সান্ত্বনা, সব ভুলে গিয়ে পিতার অন্যায়কে লুকিয়ে রাখেনি, নিজের জন্যে না হলেও একমন মানুষ হয়ে মানুষের জন্যে সাক্ষী দিয়েছে।
ভালো থাকুক শাহানারা….
ইমন
অলিভার
হুম। ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য।