
এ যেন প্রকৃতির বুকে একখন্ড নকশী কাঁথা। বিধাতার নিজ হাতে গড়া অপরিসীম সৌন্দর্যের গ্রাফিতি। কত শত কাব্য , ছবি , স্মৃতির বেলাভূমি লুকিয়ে আছে এই অপার সৌন্দর্যে। শাপলার রাজ্যে হারিয়ে যাওয়া এ এক অদ্ভুত অনুভূতি, আনন্দের সমাহার। বলছিলাম উজিরপুর উপজেলার সাতলা গ্রামের শাপলার বিলের কথা। কর্মসূত্রে গৌরনদীতে থেকে শাপলা বিলে যাবো না এ হতেই পারে না। হঠাৎ প্রোগ্রাম হলো ২৬/০৮/২০২১ তারিখে অফিসের কলিগদের সাথে এই সৌন্দর্য নিজ চোখে অবলোকন করতে যাবার। এ সুযোগ তো কিছুতেই হাতছাড়া করা যায় না। ভোর সাড়ে ছয়টায় সবাই একত্রিত হলাম। মোটরবাইক-যাত্রা করবো। একেক গাড়িতে দু’জন করে রওনা দিলাম মোট ১৪ জন সঙ্গী হলাম।
যেতে যেতে রাস্তার দু’ধারে বিলের সৌন্দর্য উপভোগ করছিলাম। তারমধ্যে ফুটে থাকা অল্পবিস্তর নানান রঙের শাপলা মুগ্ধ করছিলো পুরো যাত্রাকালে। সাড়ে সাতটা বেজে গেল ওখানে পৌঁছাতে। দুইটা নৌকা ভাড়া করলাম পুরো বিলটা ঘুরে দেখার জন্য। নৌকার মধ্যেই হালকা নাস্তা সেরে নিলাম সবাই।
লাল শাপলার সৌন্দর্য কাছ থেকে দেখে কি যে ভালো লাগলো বোঝানো যাবে না। চারদিকে টলটলে পানি তারমধ্যে লালের ছড়াছড়ি সাথে বিভিন্ন জলজ ফুলের বাহার এ যেন প্রকৃতির নিঃস্বার্থ ভালোবাসা বিলিয়ে দেয়া। যেদিকে তাকাই সেদিকেই লাল যেন আবির ছড়িয়ে দিচ্ছে আপন মহিমায়।
মনের খাতায় চির অমলিন রবে শাপলা বিলের সেই মুহুর্তগুলো। কাছে দূরে যারাই আছেন তারা চাইলেই এই সৌন্দর্য উপভোগ করতে চলে যেতে পারেন। জীবনের পালকে কিছু অভুতপূর্ব মুহূর্ত যোগ করে রেখে দিতে পারেন।
ছবি -নিজস্ব
২৮টি মন্তব্য
ছাইরাছ হেলাল
ছবি আর লেখা দেখে/পড়ে মনে হচ্ছে সৌন্দর্য সব আপনি একাই দেখে/খেয়ে নিয়েছেন,
আমাদের জন্য কিছুই রাখেন নি।।
ফাঁকি ফাঁকি পোস্ট, সুন্দর বৃত্তান্ত চাই-ই।
সুপর্ণা ফাল্গুনী
একা একা খেলাম / দেখলাম কোথায়? সবার সাথে এজন্যই শেয়ার করে নিলাম। আসলে বিস্তারিত লিখতে চাইনি। শুধু ভ্রমনটাকে তুলে ধরার প্রয়াস মাত্র। আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তাই পোস্ট দিলাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য
সুপর্ণা ফাল্গুনী
প্রথম মন্তব্যের জন্য কৃতজ্ঞ ও অভিনন্দন 🎉🎉🌹🌹
জাহাঙ্গীর আলম অপূর্ব
লেখে পড়ে মনে পড়ল শৈশবের স্মৃতি বিস্মৃতি গুলো।
সুন্দর একটা লেখা।।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
তা আড়ালে চাঁদমুখ লুকিয়ে কেন? রংবেরঙের শাপলা দেখে মন ভরে গেলো। বেশি বেশি বেডিয়ে আরও কিছু ছপি দেখান।
শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
যেন নজর না লাগে 🤣🤣🤣🤣। ওখানে গেলে আরো মন ব্যাকুল হতো তবুও মন ভরতো না। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই
কাজি রাশেদ
সত্যিই এক উপভোগ্য যাত্রা। একেবারে জীবন্ত বর্ননায় মুগ্ধতা বাড়লো। লেখিকার ভ্রমন কালীন ছবি নেই
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ছবি অনেক তুলেছি তবে এখানে দেইনি। ঈশ্বর মঙ্গল করুন
ত্রিস্তান
আপু ছবিগুলো অসাধারণ, তবে লেখার বিস্তৃতি আরো বেশি সাহিত্যিক হওয়া দরকার ছিলো।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি শুধু শাপলার বিলে যাবার কথা জানাতে চেয়েছি, আমার ভালোলাগার মুহূর্ত টাকে সবার সাথে শেয়ার করতে চেয়েছি। তাই বিস্তারিত লেখা থেকে বিরত থেকেছি । অবিরত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
হালিমা আক্তার
ছবিগুলো চমৎকার। শুভ কামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
বোরহানুল ইসলাম লিটন
বিধাতার গড়া অপার সৌন্দর্যের তুলনা হয় না।
যেখানেই শাপলা সেখানেই হাসি
ছড়াতে স্নিগ্ধতা সদা প্রবাহে রাশি রাশি।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপনাকে। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো আপনার জন্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার ভ্রমণ কাহিনী এবং অপূর্ব সুন্দর ছবিগুলো। ভালো থাকবেন দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অজস্র ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
দিদি আপনার প্রতিও শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
এর আগে ছবি ব্লগ দেখেছি, পড়েছি। এই প্রথম আপনার ছবিগুলো দেখে মনে হলো এডিট ছাড়া অরিজিনাল ছবি। খুব ভালো লাগল দেখে, প্রকৃতিকে দারুনভাবে ক্যাপচার করেছেন দিভাই।আর ছবির সাথে লেখাও ভালো লেগেছে। প্রকৃতিকে কাছ থেকে দেখলাম।
শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে যাই। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকুন নিরাপদে থাকুন
সাবিনা ইয়াসমিন
শাপলা ফুল গুলো দেখে মুগ্ধ হয়েছি। ছবিতেই এত সুন্দর, বাস্তবে নিশ্চয়ই আরও সুন্দর লেগেছিল।
প্রথম ছবিব্লগ দিলেন, ভালো লাগলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে ছবি গুলো এডিট না করে দেয়ার জন্য। কিছু সৌন্দর্য প্রাকৃতিক ভাবেই ফুটে ওঠে, এডিট করলে সেটা কৃত্রিম মনে হয়।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আপনার সাথে আমার এজন্যই মিলে। আমিও এডিটিং এ প্রাকৃতিকভাবে সৃষ্ট সৌন্দর্য, ভালোলাগা খুঁজে পাই না। ওটা আমার একদমই ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ আপু সবসময় অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার জন্য। সবাই আপনার মতো উৎসাহ উদ্দীপনা দিয়ে পাশে থাকতে পারেনা। সবাই নিজেকেই বড় মনে করে। আমি আমার মতো করে উপস্থাপন করতে চেয়েছি । প্রথমবার ছবিব্লগ দিয়েছি সবাই অনুপ্রেরণা দেয়ায় কৃতজ্ঞ। ভালোবাসা অবিরাম ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹
আরজু মুক্তা
ছবি ব্লগ তবে বর্ণনার কমতি। একবার ব্লগের কেউ একজন আমাকে উৎসাহিত করেছিলো। তা তে আগের পোস্টগুলো দেখলেই বুঝতেন। এটা ছবি ব্লগ না হয়ে। ভ্রমণ পোস্ট হলে ভালো হতো।
শুভ কামনা সবসময়
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনার সুপরামর্শ এর জন্য। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম
ফারজানা আক্তার
খুব সুন্দর
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল