
ভোর রাতের গভীরে বিন্যস্ত লঞ্চ কেবিনে
ঘুম ভেঙ্গে উঠে গেলাম, সুতীব্র কটু গন্ধ বুকে টেনে,
বুড়ি গঙ্গায় সওয়ার হয়েছি (বুড়া গঙ্গা না), আহা আহা!
স্বাগতম হে মোহময় মহামায়া-ঢাকা-নগরী, কালে ভাদ্রে আসি;
অমাবস্যা বা জ্যোৎস্নার হিসেব ঠেলে ফেলে, আনন্দ-বেদনা
বুক পকেটে এঁটে; এ শহরে, শহুরে হতে একটু -ও না।
এ শহর আমাকে টানে, সে প্রাণের টান নাকি প্রাণ হরণের !
পেয়েছি অজস্র হারিয়েছি অগুনতি, এই সোহরাওয়ার্দী উদ্যান
এই টিএসসি এখানে পড়ে আছে/মিশে আছে বেশুমার ধুলোরেনু
আমাকে স্পর্শে রেখে, এ শহর আমার শহর, শহুরে নই।
নাই নাই শীতে, এই উত্তুরে-দক্ষিণে হাওয়া,
প্রাণহীন প্রাণকে কাছে ডাকে ইশারায়,উঁকি ঝুঁকি দিয়ে
কুহক সেজে, জানি, এ শুধুই ক্ষণিকের ব্যঞ্জনা,
কুমির হিংস্রতা আর সাপ লুডু দিনের পর দিন,
এখানে যা এমনিতেই হয়, বৈধ-বৈধ ভাব নিয়ে;
এ ঠাট্টাটা নিয়ে-ও ক্রমাগত বেঁচে-বর্তে থাকা।
তাও ভালোবাসি অচ্ছুৎ-বসন্ত-যন্ত্রণার ঢাকা।
১৮টি মন্তব্য
হালিম নজরুল
এ শহর আমাকে টানে, সে প্রাণের টান নাকি প্রাণ হরণের !
পেয়েছি অজস্র হারিয়েছি অগুনতি, এই সোহরাওয়ার্দী উদ্যান
এই টিএসসি এখানে পড়ে আছে/মিশে আছে বেশুমার ধুলো-রেনু
আমাকে স্পর্শে রেখে, এ শহর আমার শহর, শহুরে নই।
ছাইরাছ হেলাল
পড়ার জন্য ধন্যবাদ।
সুপায়ন বড়ুয়া
“এ শহর আমাকে টানে,
সে প্রাণের টান নাকি প্রাণ হরণের !”
এ শহরে আসে ভবগুরে
জীবিকার সন্ধানে
এ শহরে পড়ে লাশ
জেগে উঠে শহীদ মিনার
এ শহর আমার প্রানের
জীবন ও জীবিকার।
অফুরন্ত সম্ভাবনার।
ভালো লাগলো। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
অবশ্যই অফুরন্ত সম্ভবনার শহর, জীবনের ও জীবিকার।
ভাল থাকুন, ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আসেন আসেন । অচ্ছুৎ-বসন্ত-যন্ত্রণার রাজধানী, রাজধানীবাসী আপনাকে ডাকছে । শুভ হোক অমর একুশে
ছাইরাছ হেলাল
এ ডাক উপেক্ষার শক্তি বা সাহস কোনটাই নেই।
ভাল থাকুন আপনি ও।
নিতাই বাবু
অমর একুশের শুভেচ্ছা রইল!
ছাইরাছ হেলাল
আপনাকেও শুভেছা জানাচ্ছি।
কামাল উদ্দিন
কোথ্থেকে বেড়াইয়া আসলেন ভাই, বরিশালের দিকে গিয়েছিলেন নাকি? বুড়িগঙ্গার গন্ধে ঘুম ভাঙ্গলো?
ছাইরাছ হেলাল
গ্রাম থেকে ঢাকায় এসেছি, বুড়িগঙ্গা পাড়ি দিয়ে।
ফয়জুল মহী
চমৎকার ।
ছাইরাছ হেলাল
এমন এক শব্দে মন্তব্য মেনে নিতে চাচ্ছি না, ব্লগের মত করে লিখুন।
আরজু মুক্তা
ঢাকা প্রাণের ঢাকা। উৎসবের ঢাকা
ছাইরাছ হেলাল
অবশ্যই প্রাণের প্রিয় ঢাকা, উৎসবের-ও।
সুরাইয়া পারভীন
এ শহরে মানুষ কি করে ঘুমায় সেটাই শুধু ভাবছি? সারারাত গেছে এক ফোঁটা ঘুম আসেনি। উফফ! বিশ্রী সব গাড়ির শব্দ।
ছাইরাছ হেলাল
এটিও প্রাণের শহরের আর একটি রূপ। জীবন যেখানে যেমন।
ধন্যবাদ।
দালান জাহান
এ শহর আমার শহর, শহুরে নই।
শহরের প্রতি ভালোবাসা ও শহরের দুঃখ সুন্দর অঙ্কন করেছেন।
ছাইরাছ হেলাল
সব ভালবাসায়-ই সুখ-দুঃখ থাকে/আছে।
ধন্যবাদ আপনাকে।