শরৎ রোদ্দুরের হাতছানি

তৌহিদুল ইসলাম ২০ আগস্ট ২০২০, বৃহস্পতিবার, ১২:৩৮:১৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৪০ মন্তব্য

নীল আকাশে মেঘের ভেলার ফাঁক গলিয়ে
শরৎ রোদ্দুরের এক চিলতে আলো,
বিহ্বল দৃষ্টির নীরব আহ্বানের করুণ সুরে
লুকোচুরি খেলায় হাতছানি দিয়ে ডাকে-
শ্বেতশুভ্র কাশের পেলব স্বপ্নমায়া।

আচমকাসুন্দরী খেঁকশিয়ালির বিয়েভোজনে
উদরফোলানো কৃষকের চোখেমুখে
স্নেহের পরশ দেখে বড্ড হিংসে হয়।
রোগ জড়াকে পাশকাটিয়ে-
বীরদর্পে ত্রস্তপায়ে কাশের ছোঁয়ায় হেঁটে চলা
সে আমার ভাগ্যে নেই এবারেও।

মরচেধরা গ্রীলের ফাঁকগলিয়ে অনুভব করা
ঝিরিঝিরি বৃষ্টির আদুরে চুম্বনকে-
নীল আকাশের ঠিকানায় যতবার পাঠিয়েছি,
ততবারই সে চিঠি হাতঘুরে আবার ফেরত এসেছে।

ইট পাথরের শহুরে জঞ্জালে বন্দী ইচ্ছেগুলোকে
মনেই পুষে রেখেছি দীর্ঘদিন।
শরৎ রোদ্দুরে ঈষদুষ্ণ ঘাসে পা মাড়িয়ে
কাশের পেলবতার সে স্পর্শ-
আমি আজও অনুভব করি চোখবন্ধ করেই।
করোনাকালে আমার দৌড় ঐ বারান্দা পর্যন্তই।

৯৫৯জন ৭৪৯জন

৪০টি মন্তব্য

মন্তব্য করুন

ফেইসবুকে সোনেলা ব্লগ