শরৎ ব্যঞ্জন

সুপর্ণা ফাল্গুনী ২৬ সেপ্টেম্বর ২০২০, শনিবার, ১২:০০:০৩পূর্বাহ্ন কবিতা ২৭ মন্তব্য

 

শরতের মেঘ জমেছে কাশবনের গগনে,
চিত্ত নেচে উঠেছে দক্ষিণা পবনে।
শুভ্র অঙ্গে শিউলি সেজেছে গৈরিক বসনে,
রঙধনু নেমে এসেছে বাড়ির উঠোনে।
বিল-ঝিল ভরে উঠেছে ভরা-যৌবনে,
মীনদল মেতেছে উচ্ছল জলকেলির সনে।
মাছরাঙা ছিপ ফেলেছে ভোজের আয়োজনে,
তাই দেখে খোকার দল হাসছে মনে মনে।
তরঙ্গের বুক চিঁড়ে শাপলা-শালুক নিশি লগনে,
পদ্মবিলে পদ্মেরা জোট বেঁধেছে মধুর আলাপনে।

রোদ-বৃষ্টির লুকোচুরি প্রলয় নাচনে ,
দিবা-রাত্রি মিলেমিশে একাকার সঙ্গোপনে।
নদীর মাঝি বৈঠা টানে আপনমনে,
কুলবধূর মন ছুটে যায় নাইওর পানে।
সোনা রঙের ঢেউ খেলছে উলঙ্গ জমিনে,
বকের সারি একপায়ে দাঁড়িয়ে আনমনে।
কালোকেশে শুভ্র মেঘ দুলছে হাওয়ার সনে,
ঘাসফড়িংয়ের দল উড়ছে ব্যজনে।
ছোটপাখির মিষ্টি মধুর সুরের টানে,
মন ছুটে যায় দূরের হরিৎ বিজনে।

 

ছবি- সুপর্ণা ফাল্গুনী

৮৫৩জন ৬৭৭জন
0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ