
শরতের মেঘ জমেছে কাশবনের গগনে,
চিত্ত নেচে উঠেছে দক্ষিণা পবনে।
শুভ্র অঙ্গে শিউলি সেজেছে গৈরিক বসনে,
রঙধনু নেমে এসেছে বাড়ির উঠোনে।
বিল-ঝিল ভরে উঠেছে ভরা-যৌবনে,
মীনদল মেতেছে উচ্ছল জলকেলির সনে।
মাছরাঙা ছিপ ফেলেছে ভোজের আয়োজনে,
তাই দেখে খোকার দল হাসছে মনে মনে।
তরঙ্গের বুক চিঁড়ে শাপলা-শালুক নিশি লগনে,
পদ্মবিলে পদ্মেরা জোট বেঁধেছে মধুর আলাপনে।
রোদ-বৃষ্টির লুকোচুরি প্রলয় নাচনে ,
দিবা-রাত্রি মিলেমিশে একাকার সঙ্গোপনে।
নদীর মাঝি বৈঠা টানে আপনমনে,
কুলবধূর মন ছুটে যায় নাইওর পানে।
সোনা রঙের ঢেউ খেলছে উলঙ্গ জমিনে,
বকের সারি একপায়ে দাঁড়িয়ে আনমনে।
কালোকেশে শুভ্র মেঘ দুলছে হাওয়ার সনে,
ঘাসফড়িংয়ের দল উড়ছে ব্যজনে।
ছোটপাখির মিষ্টি মধুর সুরের টানে,
মন ছুটে যায় দূরের হরিৎ বিজনে।
ছবি- সুপর্ণা ফাল্গুনী
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
এমন করে ধরা দেয়া শরতে, মন কেন যে হরিৎ বিজনে ছুটাছুটি করে কে জানে!!
শুধু শর্তে কুলোচ্ছে না বুঝি !! হেমন্ত এসে গেল বলে, সামান্য আক্ষেপ-অপেক্ষা মাত্র।
শরৎ বন্দনা সুন্দর হয়েছে।
সুপর্ণা ফাল্গুনী
ফার্স্ট হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। প্রকৃতি তো সবসময় আমাকে ডাকে তাই হরিৎ বিজনে মন ছুটে যায়। শুধু শর্তে কি কাজ হয়? অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আরজু মুক্তা
শরৎ বাবুর বন্দনা ভালোই লাগলো।
আবার সামনে আপনাদের পূজো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। হুম মল মাস না হলে পূজো শুরু হয়ে যেত। পূজোর অগ্রীম শুভেচ্ছা রইলো। শরতের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“শরতের মেঘ জমেছে কাশবনের গগনে,
চিত্ত নেচে উঠেছে দক্ষিণা পবনে।”
শরৎ বন্দনা ভালই হলো।
যেমন করে আকাশটা আজ রঙ মাখালো।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদার ছন্দে মন সবসময়ই ভালো হয়ে যায়। ধন্যবাদ দাদা । ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
শিউলী ফুলের শুভেচ্ছা রইল কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
আপনার জন্য ও শুভকামনা ও শুভেচ্ছা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন
রেজওয়ানা কবির
লেখা পড়েই মনে পড়ে গেল শরৎ এসে গেছে। খুব সুন্দর লিখেছেন শরৎ এর বন্দনা।ভালো থাকবেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে। শরতের শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
দিদি ভাই একেবারে গাঁয়ে নিয়ে গেলেন। ছোটবেলার দিনগুলোতে শরতের সব স্মতি যেন জীবন্ত হয়ে উঠেছে আপনার কবিতায়।
খুব সুন্দর লিখেছেন দিদি ভাই।
সুপর্ণা ফাল্গুনী
আপনাদের এমন অনুপ্রেরণা ও উৎসাহে অনেক অনেক ভাললাগা কাজ করে। অসংখ্য ধন্যবাদ আপু। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
আমার পছন্দের বর্ষা আর শীত।আপনাদের লেখা পড়ে ছুটে বেড়াচ্ছি শৈশবে।শরতের কাশ এখন আর খুব বেশি নেই।
শুভ কামনা দিদি। ভালো থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। শরতের কাশ কিভাবে থাকবে নদীর দু’তীর যেভাবে দখল আর ভরাট করছে!! ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
তৌহিদ
শরত রোদ্দুরের হাতছানি শিরোনামে একটি লেখা লিখেছলাম। আপনার লেখা পড়ে মনে হলো শিরোনামটি এই সুন্দর লেখাটির জন্যই পারফেক্ট ছিলো। আমারটা কিছুই হয়নি।
আপনি যে কত সুন্দর কবিতা লেখেন তা যদি নিজেও বুঝতেন আপু। ধন্য ধন্য।
শুভকামনা রইলো।
সুপর্ণা ফাল্গুনী
এটা আপনাদের বদান্যতা যার জন্য এমন করে বলছেন। আপনাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় সর্বদাই সিক্ত হই এটা আমার সবথেকে বড় অর্জন। প্রথম থেকেই আপনার সুচিন্তিত মতামত, মন্তব্য পেয়ে যাচ্ছি যা আমার জন্য পুরস্কারস্বরূপ। নিজের মনের খোরাকে লিখি, বিখ্যাত হবার জন্য নয়। যা পেয়েছি এতেই সন্তুষ্ট । ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ইঞ্জা
শরতের মেঘ জমেছে কাশবনের গগনে,
চিত্ত নেচে উঠেছে দক্ষিণা পবনে।
শুভ্র অঙ্গে শিউলি সেজেছে গৈরিক বসনে,
রঙধনু নেমে এসেছে বাড়ির উঠোনে।
এই লাইনটি আমার বেশ ভালো লাগলো আপু, অসাধারণ লিখলেন।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ধন্যবাদ ভাইয়া। এমন মন্তব্য পেলে আমার ও অসাধারণ লাগে। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অফুরন্ত
ইঞ্জা
শুভকামনা অনিঃশেষ আপু।
জিসান শা ইকরাম
শরত এত এত কিছু নিয়ে আসে!
শরতে সবচেয়ে ভালো লাগে রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। এই রোদ এই বৃষ্টি। সাথে রঙ ধনু, দারুন এক অনুভুতি।
এমন শরতে মন ছোটাছুটি করবেই।
কবিতা ভালো হয়েছে ছোটদি।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। অনেক সুন্দর করে বললেন খুব ভালো লাগলো। আপনার জন্য ও শুভকামনা রইলো। নিরাপদে থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
আহা কী দারুণ শরৎ বাবুর বন্দনা
লেখে যান আমাদের দিদিভাই সুপর্ণা
বাহ্ বাহ্ কী সুন্দর শব্দের গাঁথন
মন বলে দারুণ দারুণ দারুণ
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ বাহ্ আপুও সুপায়ন দাদার মতো ছন্দ কাটে ,
তাই না দেখে আমার ও মুখে হাসি ফোঁটে।
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ আপু। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সতত
রেহানা বীথি
শরতের কী মিষ্টি মধুর একটা ছবি এঁকে দিলেন আপু চোখের সামনে, আহা আহা…!
এত ভালো লাগলো যে কী বলবো!
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। ভালো লাগলো জেনে খুশি হলাম অনেক অনেক। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
পপি তালুকদার
উতলা মন ভাবনায় ডুবে গেল কবিতার সাথে সাথে।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনার মন্তব্যে আনন্দিত হয়ে গেলাম। আশা করি সবসময় এভাবেই পাশে পাবো। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অহর্নিশি