
“লিখতে ভালো লাগেনা, তাও মনের জানালায় বসে কথা বলি। ফটোগ্রাফিতে অজানা আনন্দ খুঁজে পাই। বাকিটা অজানা থাক! বন্ধু নির্বাচন করি ধীরে, আরও ধীর হই পরিবর্তনে।”
উপরের কথাগুলো যার প্রোফাইলে ঝকঝক করছে তিনি হচ্ছেন সোনেলার অন্যতম জনপ্রিয় ব্লগার আরজু মুক্তা। তার নাকি লিখতে ভালোলাগেনা অথচ তিনি সবসময় ভিন্নধর্মী লেখা দিয়ে নিজের কলমের ছোঁয়ায় সোনেলাকে পাঠকসমৃদ্ধ করে জনপ্রিয়তা অর্জন করেছেন।
পড়তেও ভালোবাসেন তিনি, ভালোবাসেন ফটোগ্রাফি করতে। সাধারণ মানুষের কথা, পারিবারিক সম্পর্কের কথা যার লেখায় উঠে আসে বারবার। নিত্যনৈমিত্তিক যাপিত জীবনের কথাগুলোকে যিনি পাঠকদের জন্য মন উজার করে লিখতে পারদর্শী।
ব্লগার আরজু মুক্তা এক বছর ছয় মাস আগে সোনেলায় প্রথম কদম রেখেছিলেন প্রেম লেখাটির মাধ্যমে। তিনি রংপুরে কফি চাষে বিপ্লব লেখাটির মাধ্যমে নিজের শততম পোষ্টের মাইলফলক স্পর্শ করলেন।
সোনেলায় বিচরণের শুরু থেকেই দুর্দান্ত সব লেখা দিয়ে অভিজ্ঞ ব্লগারের মতই হাতেখড়ি হয়েছে তার। এরপর থেকে বুলেট গতিতে ছুটে চলেছে কলম তার ক্ষুরধার লেখায়। যার প্রমাণ পাওয়া যায় আরজু মুক্তার প্রতিটি লেখায় শব্দের ঝংকারে। তার লেখা গল্প, কবিতা, একান্ত অনুভূতি, বইয়ের রিভিউসহ প্রভৃতি বিষয়ে পাঠক খুঁজে পান সাহিত্যরসের ভিন্নধর্মীতা।
তিনি এ পর্যন্ত মন্তব্য করেছেন ৪১১৯ টি এবং মন্তব্য পেয়েছেন ২৭৩২ টি। তিনি যে অন্যন্য ব্লগারদের লেখা গুরুত্ব সহকারে পড়েন তা এই সংখ্যাটি দেখলে সহজেই বোঝা যায়।
ব্লগার আরজু মুক্তার সবচাইতে বড় গুণ হচ্ছে তার লেখার সমালোচনাকে পজিটিভলি গ্রহণ করতে পারার ক্ষমতা। আমি দেখেছি যেকোনো মন্তব্যকে খুব সুন্দরভাবে নিজস্ব ব্যাখ্যায় তিনি পাঠককে বুঝিয়ে দেন যা তার নিজের মুন্সিয়ানাকেই প্রমাণ করে। একজন ভালো ব্লগারের এটি অনেক বড় একটি গুন। আপনার এ গুনটি দেখে আমার কিন্তু খুব হিংসে হয়!
আরজু মুক্তা আপু, সোনেলায় শততম পোস্টের জন্য আপনাকে সোনেলা ব্লগ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। সোনেলায় আপনার এই পথচলা দীর্ঘ থেকে আরো দীর্ঘতর হোক এটাই কাম্য। ভালো থাকবেন সবসময়।
৪৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই কবি মুক্তা আপু কে
আরজু মুক্তা
ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ।
ভালো থাকবেন সবসময়
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো ভাই।ভালো থাকুন।
রোকসানা খন্দকার রুকু
অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, শুভ কামনা।
অসাধারণ সব পোস্ট লিখে আমাদের ধন্য করুন। সাথে শতব্যস্ততার মাঝেও গঠনমূলক মন্তব্য পেশ করে আমাদের ও তৈরি হতে সাহায্য করবেন এটা প্রত্যাশা।
সর্বোপরি বলা দরকার কিছু মানুষ অত অনন্য যে তার সমকক্ষ্য বলার মত কিছু খুঁজে পাওয়া যায় না।
ভালোবাসা রইলো।😍😍😍
আরজু মুক্তা
রুকু এটা আপনার বেশি ভালোবাসার বহিঃপ্রকাশ।
দোয়া করবেন।
আর বেশি বেশি পোস্ট দিয়ে সোনেলাকে আগলে রাখবেন। নতুনদের মেধা বেশি।
শুভকামনা সবসময়
তৌহিদ
ধন্যবাদ আপু, ভালো থাকুন।
উর্বশী
অভিনন্দন।
অপার শুভ কামনা।
লিখেন ভাল,বলেন ভাল। এক কথায় অনন্য গুনবতী সামিয়া।
আগামীর পথচলা আরও প্রশস্ত হোক,অফুরান ভালোবাসা অহর্নিশি।
আমার দ্বারা মাইল ফলক সৃষ্টি হবেনা মনে হয় আপু।
ভাল থাকার শুভ কামনা রইলো।
আরজু মুক্তা
এতো ভালোবাসা পাওয়ার যোগ্য হইনি। তবুও মাথা পেতে নিলাম।
কে বললো? আপনার শব্দবুননে আমরা চমৎকৃত।
লিখতে লিখতে গায়েন। সামনে অনেক সময়।
আপনারও পথচলা সুগম হোক।
শুভকামনা
তৌহিদ
একদিন আপনিও এই জায়গায় নিজেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ।
ভালো থাকুন আপু।
শামীম চৌধুরী
শততম পোষ্টের মাইল ফলক পার করার জন্য অভিনন্দন মুক্তা আপু।
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই। দোয়া করবেন
তৌহিদ
ধন্যবাদ ভাইজান। দোয়া রাখবেন।
মনির হোসেন মমি
মন্তব্য দেয়ার পরিমান পাওয়ার চেয়ে অনেক বেশীী তাতেই বুঝা যাায় ব্লগের প্র্রতি তার আন্তরিকতার বহিঃঃপ্রকাশ। তার লেখাগুললোও ছিলো ভিন্ন ভিন্ন ধাচে কখনো কবিতা কখনো গল্প কখনো বই রিভিউ মোট কথায় সে একজন পারফেক্ট ব্লগার। শততম পোষ্টে অভিনন্দন ও শুভ কামনা।
তৌহিদ
ব্লগার হিসেবে মুক্তা আপু নিজেকে সোনেলায় তার অবস্থান ধরে রেখেছেন সুন্দরভাবেই।
আপনার জন্যেও শুভকামনা।
আরজু মুক্তা
ভাই, দোয়া করবেন। সোনেলার সাথে যেনো পথ চলতে পারি।
শুভকামনা
প্রদীপ চক্রবর্তী
শততম পোস্টের জব্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, দিদি।
আর আপনার প্রতিটি লেখা খুবি প্রশংসনীয়।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন।
আরজু মুক্তা
আপনারা পড়েন। এটাই পরম পাওয়া। দোয়া করবেন।
ভালোবাসা অবিরাম
সুপর্ণা ফাল্গুনী
ডাবল সেঞ্চুরির অপেক্ষায় রইলাম। আপাতত শততম পোস্ট এর জন্য অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। আপুর লেখাগুলো অন্যরকম, লিখতে না চাইলেও শিক্ষক কি আর কলম না ধরে পারে! ভালো থাকুন সুস্থ থাকুন।
তৌহিদ ভাইয়ের জন্য অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুন।
তৌহিদ
আপনাকেও শুভেচ্ছা রইলো দিদিভাই। সকলে মিলে একসাথে সোনেলায় এগিয়ে যাব এটাই চাওয়া।
আরজু মুক্তা
দিদি, দোয়া করবেন। এভাবে যেনো সোনেলার পাশে থাকতে পারি।
শুভকামনা
নাজমুল হুদা
শততম পোস্টের জন্য অফুরন্ত শুভেচ্ছা।
সত্যিই উনার আচরণ আমাকে মুগ্ধ করে। দূর থেকেই অনুভব করতে পারি আপু একজন বড় মনের মানুষ। ভালো থাকবেন সবসময়।
তৌহিদ
তোমার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো ভাই।
আরজু মুক্তা
হায় হায়!
দোয়া করবে। সবসময় যেনো মানুষের পাশে থাকতে পারি।
আর সোনেলার ছাত্রি হিসেবে এগিয়ে যেতে পারি।
তোমার জন্য শুভকামনা
কামাল উদ্দিন
শততম পোষ্টে শত গোলাপের শুভেচ্ছা, হাজারতম পোষ্টের অপেক্ষায়……
আরজু মুক্তা
আপনার জন্য শুভকামনা। দোয়া করবেন।
হালিম নজরুল
শত গোলাপের শুভেচ্ছা
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভেচ্ছা আপনাকেও।
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভেচ্ছা আপনাকেও।
রেজওয়ানা কবির
প্রথমে ধন্যবাদ জানাই তৌহিদ ভাইয়াকে এত সুন্দর করে পোস্ট দেয়ার জন্য। এবার ধন্যবাদ জানাই, আরজু আপুকে যে কিনা এতদিন ধরে এত ভালো ভালো লেখা উপহার দেয়ার জন্য। ভালো থাকুন, আরও নতুন নতুন লেখা উপহার দিন এই কামনা।
আরজু মুক্তা
দোয়া করবেন। সুস্থ যেনো থাকি।আর সোনেলায় লিখতে পারি
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা আপু। ভালো থাকুন সবসময়।
জিসান শা ইকরাম
আরজু মুক্তা একজন কোয়ালিটি সম্পন্ন ব্লগার। শুরুর জড়তা কাটিয়ে উঠে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন বলা চলে। তাঁর লেখায় আস্থার ভাবটি বুঝা যাচ্ছে। দিন দিন তিনি নিজেকেই অতিক্রম করে চলছেন ভালো ভালো লেখা দিয়ে।
তিনি সোনেলার একজন উজ্জ্বল নক্ষত্রসম ব্লগার।
তাঁর প্রাপ্ত মন্তব্যের তুলনায় সহ ব্লগারদের লেখায় প্রায় চৌদ্দশত মন্তব্য করেছেন। যা প্রকারন্তরে সোনেলা ব্লগকে ভালোবাসার পরিচয় বহন করে।
শততম পোস্টের জন্য আরজু মুক্তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আরজু মুক্তা
এখনও সোনেলার ছাত্রী।
নিয়মিত যেনো কলম চলে। নতুনত্ব যেনো থাকে।
আপনাদের দোয়া থাকলে আমার পথচলা সুগম হবে।
শুভকামনা বরাবর
তৌহিদ
মুক্তা আপু একজন অনন্য ব্লগার। তার প্রতিটি লেখাই ভিন্নধর্মী। ব্লগের প্রায় সব বিভাগে তার বিচরণ ভালোলাগার জন্ম দেয়।
আপনাকেও অনেক শুভেচ্ছা রইলো ভাই। ভালো থাকুন এটাই প্রার্থনা।
জিসান শা ইকরাম
আপনাকে অনেক অনেক ধন্যবাদ তৌহিদ ভাই,
নিয়মিত এমন শুভেচ্ছা পোষ্ট দিয়ে সহ ব্লগারদের কাজের স্বীকৃতি দিচ্ছেন।
শুভ কামনা।
তৌহিদ
পাশে থাকার জন্য ধন্যবাদ ভাই। শুভকামনা জানবেন।
হালিম নজরুল
শত গোলাপের শুভেচ্ছা
আরজু মুক্তা
ধন্যবাদ ভাই। দোয়া করবেন
তৌহিদ
শুভেচ্ছা আপনাকেও। ভালো থাকুন সবসময়।
সাবিনা ইয়াসমিন
শততম পোস্টের জন্য ব্লগার আরজু মুক্তাকে অভিনন্দন। তিনি দ্রুততম সময়ে সহস্র পোস্টের অধিকারীনি হয়ে সোনেলার গর্বিত ব্লগারে পরিনত হোক এই কামনা করি। শুভেচ্ছা নিরন্তর 🌹🌹
আরজু মুক্তা
আপনারা পাশে থাকলে হয়তো পারবো। তবে লিখালিখি কঠিন।
ধন্যবাদ আপনাকে।
তৌহিদ
ধন্যবাদ আপু, শুভেচ্ছা আপনাকেও।
আরজু মুক্তা
তৌহিদ ভাই, আমি কৃতজ্ঞ। এতো সুন্দর করে আমাকে অল্প কথায় চমৎকারভাবে উপস্থাপন করেছেন। যদিও এর যোগ্য হতে আরও অনেক পথ পাড়ি দিতে হবে।
আর সোনেলা ব্লগ কে ধন্যবাদ। এরকম একটা প্ল্যাটফর্ম না পেলে হয়তো মনখুলে লিখতে পারতাম না।
আমি জিসান ভাইকেও সালাম। যাঁর অশেষ প্রেরণা না পেলে হয়তো এই অবস্থানটুকু তৈরি হতো না।
তৌহিদ আপনার সুস্থতা ও শুভকামনা করছি।
একঝুড়ি লাল গোলাপ শুভেচ্ছা।
আরজু মুক্তা
★★ তৌহিদ ভাই
তৌহিদ
আপনি আপনার যোগ্যতায় সোনেলায় নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। আপনার ভিন্নধর্মী সব লেখা অত্যন্ত পাঠকপ্রিয়। এভাবেই সোনেলায় বিচরণ করুন এটাই চাই।
দ্রুত ২০০ তম পোষ্ট দেখতে চাই। ভালো থাকুন আপু।
সুপায়ন বড়ুয়া
শততম পোস্টের জব্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আপু,
তৌহিদ ভাইকেও ধন্যবাদ।
শুভ কামনা দুজনা।