লোকে বলবে আদিখ্যেতা, বলুক
আমি তবু পুরোটা চাই
এক আধটু টেউয়ে আমার মন ভরে না
ভালোবাসার নাও বাইতে জোয়ারই চাই
এক পলকের চোখের দেখা
একটু আধটু হাতের ছোঁয়া
ওতে আমার মন ওঠে না
সবটা তুমি বুকের মধ্যে ঘামের মাখামাখিতে চাই
ঘুম না আসা একলা রাতে
চাঁদের বুকে তোমায় দেখে মন ভরে না
মাঘের রাতে লেপের আদর
তোমার বুকের উষ্ণতাতেই ভরাতে চাই
বৈশাখে চাই বরষায় চাই
আগুন ঝরা ফাগুনে চাই
ছাঁতি ফাটা তৃষ্ণা বুকে এক ঘটি জল
ওটুকুতে প্রাণ ভরেনা
তোমায় আমি আকন্ঠ চাই
আমার এমন উথাল পাথাল চাওয়া
লোকে বলবে আদিখ্যেতা, বলুক
ভালো যখন বাসোই শুধু আমায়
আমি এমন আহ্লাদি প্রেম চাই
১৮টি মন্তব্য
মৌনতা রিতু
সবাই এমন আল্হাদি প্রেম চাছ,সোহাগ চাই।হোক না তা আদিখ্যেতা।
সুন্দর একটা ভালোবাসার প্রকাশ।
ভালো থাকুন,লিখুন।
সালমা আক্তার মনি
ধন্যবাদ, সাথে থাকবেন সবসময়
মুহাম্মদ আরিফ হোসেইন
দাড়ি নাই কমা নাই, কোলন নাই!
এ কেমন কবিতা!!
তবে কবিতা সুন্দর হইছে।
চাওয়াটা খুবই অসাধারণ ভঙ্গিতে হইছে।
সালমা আক্তার মনি
ভাই দাড়ি কমা কোলন এ সবই ভাব প্রকাশের অনুসঙ্গ, প্রকাশের তীব্রতায় এসব পয়োজনীয় কি?
জিসান শা ইকরাম
স্বাগতম সোনেলায় -{@
চাওয়া পূর্ণ হোক।
নিয়মিত লেখুন এখানে
এবং অন্যের লেখা পড়ুন
শুভকামনা।
সালমা আক্তার মনি
আপনাকেও ধন্যবাদ, সহযোগিতা কাম্য সবসময় ভাই জিসান শা ইকরাম
জিসান শা ইকরাম
একটি সহযোগিতা পূর্ণ পরামর্শঃ
অন্য লেখকদের লেখায় আপনি আপনার উপস্থিতি দেখান
অন্যরাও আপনার লেখায় উপস্থিত হবেন।
আপনার বাড়িতে অন্যরা বেড়াতে আসবেন, আপনিও অন্যের বাড়ি বেড়াতে যাবেন- এটি সামাজিকতা, তা আপনি জানেন।
সালমা আক্তার মনি
জিসান ভাই, আমি তো ব্লগে নতুন এখনো সবকিছু বুঝে উঠতে পারিনি।
আপনার সুন্দর পরামর্শ মনে রাখবো
জিসান শা ইকরাম
এখানে সবাই একটি পরিবারের মত। আপনি যে কোন বিষষে যে কারো কাছে পরামর্শ চাইতে পারেন।
ঘুমের ঘোরে কেটে যাওয়া অনন্ত পথ
স্বাগতম ব্লগে
কবিতা ভাল লেগেছে -{@
সালমা আক্তার মনি
অনেক অনেক ধন্যবাদ
ইলিয়াস মাসুদ
স্বাগতম সোনেলায়
প্রেম চাইলে এভাবেই চাইতে হবে তাতে যে যা বলে বলুক
পাছের লকে কিছু বলে তাতে প্রেমের কি এসে যায়
দারুন লিখেছেন, শুভ কামনা -{@
সালমা আক্তার মনি
ধন্যবাদ আপনাকে, সাথে থাকবেন সবসময়
আবু খায়ের আনিছ
স্বাগতম সোনেলায়। -{@ -{@ -{@
সুন্দর ভালোবাসার ভাব পূর্ণ কবিতা দিয়ে শুভাগমন। আশা করি ভালো কাটবে সময় আমাদের সাথে।
খসড়া
তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই
সালমা আক্তার মনি
চাওয়ার মতো করেই তো চাওয়া উচিৎ ভাই? আপনার পছন্দ হয়নি?
নীলাঞ্জনা নীলা
স্বাগতম সোনেলা নীড়ে।
প্রেম না থাকলে ভেবে পাইনা কিভাবে শ্বাস নিতাম।
বেশ লিখেছেন।
সালমা আক্তার মনি
ধন্যবাদ আপু, সাহায্য করবেন আপু