
সবুজ মাঠে ঢেউ খেলে বাও
দোলে ধানের শীষ,
পত্র নাচে ঠিক নীচে তার
রব করে ফিস ফিস!
দোয়েল বাজায় শিস!
উজান গাঙে পাল উড়ে গায়
ভাটিয়ালি গান,
বাউল বুঝে একতারা তার
বক্ষে রেখে প্রাণ!
মুয়াজ্জীন আজান!
হরেক সাজে ছয় ঋতু গা’র
পাল্টে বলে চাম,
কৃষক শ্রমিক রোজ হেসে তার
কর্মে সপে ঘাম!
বাপ-দাদার সুনাম!
বেলা শেষে সবাই তবু
খোঁজ করে তকদীর,
লাল বরণের সূর্য শুধু
গড়ে সবুজ নীড়,
রাখতে সে তার বীর!!
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
১৫টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ গীতিকবিতা সুর কণ্ঠ হলে আরও ভাল লাগবে কবি দা
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ জানবেন কবি দা।
ছাইরাছ হেলাল
সবুজের নীড় আমাদের সবার প্রত্যাশা।
বোরহানুল ইসলাম লিটন
তৃপ্ত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তন।
ভালো থাকুন সর্বদা কামনা চিরন্তন।
মোঃ মজিবর রহমান
দেশমাতৃকার শিল্পজ কাহিনী সুন্দর ছন্দে দিলেন মন ভরিয়ে ভাই।
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম!
আন্তরিক ধন্যবাদ ও শুব কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন সর্বদা কামনা চিরন্তন।
মোঃ মজিবর রহমান
আপনিও ভালো থাকুন সর্বপদা মহান রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি।
খাদিজাতুল কুবরা
ছন্দে ছন্দে চমৎকার গ্রাম বাংলার রুপমাধুরি চিত্রায়ন করেছেন।
বোরহানুল ইসলাম লিটন
অশেষ কৃতজ্ঞতা রইল।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিম নজরুল
সবুজ এই আশ্রয় শান্তিময় হোক
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ।
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
হালিমা আক্তার
ছন্দে ছন্দে চমৎকার গ্রাম বাংলার রূপের মাধুরীর চিত্র।
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন
নিরাপদে থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
গ্রাম বাংলার চিরায়ত রূপ ধরা পড়েছে আপনার সুনিপুণ লেখায়। অনেক সুন্দর কবিতা। কবির জন্য হার্দিক শুভ কামনা
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ জানবেন সতত!
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।