রূপসী সবুজ

ছাইরাছ হেলাল ২৮ মার্চ ২০১৬, সোমবার, ০৮:০৫:০৬অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৩ মন্তব্য

12919067_10207727629700111_667183600_n
জেগে ওঠা বুদবুদ পেছনে ফেলে
ফেলে আসা বাঁক মিলায় বাঁকে
ঢেউ তুলে ঢেউ জাগিয়ে
নির্মিলেষ আঁখি চেয়ে থাকে নিষ্পলকে
খোঁজে দারুচিনির দ্বীপ, দ্বীপে দ্বীপে;

অতীতের ভবিষ্যৎ থেকে উঠে আসা ছায়া ছায়া জলরাশি
বেবিলনের বাঁশী হয়ে বাজে অন্ধকারের ঘুম পিয়াসী সুনীল জলরাশি,
সংক্রামক সচল স্রোতের নিশানায় খুঁজে নেবে রূপসী সবুজের তটরেখা
পৌঁছে দেবে মুঠো ভরে আলোর পরাগ,

৫৬৭জন ৫৬৬জন
0 Shares

৪৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ