রিকশাওয়ালা

জাহাঙ্গীর আলম অপূর্ব ১ মার্চ ২০২১, সোমবার, ০৩:১২:৪২অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য
  1. পিচ ঢালা এই পথের উপর
    কাটে সারাবেলা,
    যে যেমন কাজ দেয়
    করি না তো হেলা।
  2. রৌদ্রে পুড়ি নিত্যদিন
    ভালো থাকার জন্য,
    কষ্টে আমার স্ত্রী সন্তান
    উদরে নেই অন্ন।
  3. হঠাৎ যখন ভুল করি
    বকে মালিকগণ,
    অনেক সময় প্রহার করে
    কাঁন্না করি  তখন।
  4. দূর্ঘটনা নিত্য সাথী
    জীবনে অর্ধেক মরে আছি,
    গরিব ঘরে জন্ম আমার
    ভস্ম স্বপ্ন নিয়ে এসেছি।
  5. হাড় ভাঙ্গা পরিশ্রমে
    নিজেকে ভাবি ধন্য,
    ধর্ম বলে এমন উপার্জন
    পূণ্য আর পূণ্য।              
  6. ————
    রচনাকালঃ
    ২৮-০৭-২০২০
৭০৪জন ৫৫৯জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ