
সমাজ আজ কলুষিত ধর্ষণের কালসিটে রক্তে,
পিচঢালা রাজপথ রঞ্জিত বেওয়ারিশ সারমেয়দের বোবা কান্নায়।
অবৈধ চাওয়া-পাওয়ায় ঘর হয়েছে পাপের সাম্রাজ্য।
শাসকের লালসায় দিশাহীন রাষ্ট্র, জন্মভূমির সাদা জমিন,
পাপের ফসলে উর্বর সমাজ, সংসারের পতিত ভূমি।
নোংরামি, মিথ্যাচারের অট্টহাসি ঝরে পড়ে বাতাসের অলিতে গলিতে।
ছাদ-বাগানের অক্সিজেন ও বিষাক্ত আজ রাসায়নিক সম্পর্কের মূলমন্ত্রে।
শিক্ষার সনদে অদৃশ্য লিপিবদ্ধ চরিত্রের কালো ছায়া,
রাজনীতি আবদ্ধ দলীয়করণের উর্ণাজালে।
দেবশিশুরা ‘নোমোফোবিয়ায়’ আক্রান্ত আয়তক্ষেত্রের রঙ্গিন বাক্সে,
সবুজ বনানী লুন্ঠিত বন দস্যুদের করাল গ্রাসে,
রসনা বিলাসে ‘পরিযায়ী’ ধ্বংসযজ্ঞে তৃপ্তির ঢেকুর তুলে,
নদী, জলাশয় বিলীন করছে সমাজপতিরা অঙ্গুলীয় ইশারায়।
গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত শোষকের চোখ রাঙানিতে।
ফুলের সুবাস চাপা পড়ে শবদেহের দুর্গন্ধে অহর্নিশি,
শিশুরাও ভীত, সন্ত্রস্ত রতিশক্তির বহ্নিশিখায়।
শিক্ষালয়ে শিক্ষা নেই আছে শিক্ষা বানিজ্য আর ধর্ষকের কালোছায়া।
২৬টি মন্তব্য
ফয়জুল মহী
গণতান্ত্রিক অধিকার ভূলুণ্ঠিত শোষকের চোখ রাঙানিতে।
ফুলের সুবাস চাপা পড়ে শবদেহের দুর্গন্ধে অহর্নিশি,
শিশুরাও ভীত, সন্ত্রস্ত রতিশক্তির বহ্নিশিখায়।
শিক্ষালয়ে শিক্ষা নেই আছে শিক্ষা বানিজ্য আর ধর্ষকের কালোছায়া। মনের কথা । উন্নয়নের জোয়ারে জৈবক চাহিদার উন্নরন হয়েছে
সুপর্ণা ফাল্গুনী
আপনার এমন মন্তব্যের অপেক্ষায় থাকি বারবার। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা এতো সুন্দর মন্তব্যের জন্য। প্রথম হবার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা রইল
ছাইরাছ হেলাল
কঠিনতম ছবিটি লেখায় তুলে এনেছেন।
সময়ের কোপানলে আমরা জ্বলছি-পুড়ছি, বন্ধ নিঃশ্বাসে শুধুই হাঁসফাঁস।
সুপর্ণা ফাল্গুনী
ঠিক ভাইয়া জ্বলছি আর পুড়ছি, মুখ বুজে হাঁসফাঁস করছি এছাড়া আর কীইবা করার আছে বা পারছি? ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
মুহাম্মাদ মাসুদ
এ রাষ্ট্রে বুক ফুলিয়ে নিশ্বাস নেওয়ার আগ্রহটাও আর নেই!
সুপর্ণা ফাল্গুনী
হুম সেটাই। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
আরজু মুক্তা
রাষ্ট্রই ধর্ষিত। চোখ মেলে তাকাবার সময় নাই।
সাধারণ লোক মনে মননে পঙ্গু।
বাস্তবতা জেগে উঠুক।
সুপর্ণা ফাল্গুনী
সাধারণ মানুষ পঙ্গু বলেই অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
দিদি আমার তুলে আনে
পুরা সমাজ চিত্র।
সমাজ আজ লজ্জাহীন
কিনে দাও বস্ত্র।
আসাধারন লিখলেন।
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত কৃতজ্ঞতা ও ধন্যবাদ দাদা। আপনাদের মতো এতো সুন্দর করে তুলে আনতে পারলাম কৈ! চেষ্টা করেছি মাত্র। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
“শিক্ষার সনদে অদৃশ্য লিপিবদ্ধ চরিত্রের কালো ছায়া,
রাজনীতি আবদ্ধ দলীয়করণের উর্ণাজালে।”
শিক্ষা বিবেকহীন রাস্ট্র অন্ধ কেননা সর্ষের ভেতর ভূত।
সাধারণ মানুষ গা দেয় না। পারলে ধর্ষিতার দশদিক আরও অন্ধকার করে তোলে।
চরম বাস্তবতা তুলে ধরেছেন দিদি ভাই
সুপর্ণা ফাল্গুনী
আমাদের সমাজ ধর্ষিতার দিকটাই ফোকাস করে বেশি আর ধর্ষকরা সমাজের কাছেই মিলে মিশে যায়। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
শামীম চৌধুরী
বর্তমান সমাজের চিত্রটি তুলে ধরেছেন আপনার কবিতায়।
অসম্ভব ভালা লাগা একটি কবিতা পড়লাম।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আপনার অনুপ্রেরণা আমাকে আপ্লুত করে দিল। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ইসিয়াক
দারুণ লাগলো কবিতাটি। একদম সময়ের চালচিত্র।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া অনেক দিন পর আপনার মন্তব্য পেয়ে দারুন লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ অবিরাম
হালিম নজরুল
সামাজিক ও রাষ্ট্রীয় অসঙ্গতির করুণ চিত্র।
সুপর্ণা ফাল্গুনী
হুম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
প্রদীপ চক্রবর্তী
শিক্ষার সনদে অদৃশ্য লিপিবদ্ধ চরিত্রের কালো ছায়া,
রাজনীতি আবদ্ধ দলীয়করণের উর্ণাজালে।
এ দুটি লাইনের মর্মার্থ অনুধাবন মূলক।
শিক্ষার সনদ আর বহুরূপী রাজনীতির আবদ্ধ দলীয়করণে সমাজে কালোহাতের মাত্রা বেড়েই চলছে।
.
বাস্তবমুখী লেখনী দিদি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো বলেছেন কালো হাতের মাত্রা বেড়েই চলেছে। শুভ কামনা রইলো আপনার জন্য
রেহানা বীথি
ভীষণ অন্ধকার, ভয়াবহ নৃশংসতা, রক্ত, দুর্নীতি, মিথ্যাচার, ধর্ষণ, এসব যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। এসব শিরোনামের সংবাদে ভরে আছে মিডিয়া। সুস্থতা হারিয়েছে দেশ, সমাজ।
চমৎকার লিখেছেন আপু।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু খুব ভালো লাগলো আপনার মন্তব্য।একরাশ শুভ কামনা রইলো
তৌহিদ
প্রতিবাদী কবিতায় ফুটে ঊঠেছে ১৬ কোটি জনগনের আক্ষেপের কথা! শোষকের দিন একদিন ফুরোবেই, ক্ষমতার শেকলে বন্দি হবে তারা নিজেরাই। সেদিন আর বেশি দূরে নয়।
চমৎকার এমন লেখার জন্য ধন্যবাদ দিদিভাই। ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
আপনার সুন্দর মন্তব্যে আবারো অনুপ্রাণিত হলাম। স্বপ্ন, আশা নিয়েই বেঁচে আছি একদিন সব ঠিক হয়ে যাবে ; সত্য, সুন্দর হয়ে উঠবে আমাদের চারপাশ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
রোকসানা খন্দকার রুকু
কাল মন্তব্য করেছিলাম কেন যেন নেই। যাক, আবার পডা হল। সমাজ অন্ধকারে ছেয়ে গেছে। কোনএকটার অন্তত শেষ হোক এ আশাটুকু প্রতিনিয়ত করি। তা হয়না বরং বাড়তেই থাকে।
জানিনা পরিসমাপ্তি কোথায়। শুভ কামনা দিদি।
সুপর্ণা ফাল্গুনী
অফুরন্ত ভালোবাসা আপু দ্বিতীয় বার পড়ে দ্বিতীয় বার মন্তব্য করার জন্য। সুন্দর মন্তব্য পেতে কার না ভালো লাগে!! নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা